স্নুকারের ছোট টেবিলটায় বহুবার বিপদে পড়েছিলেন মাজিদ আলি। সঙ্গে সমর্থকদের চাপ তো ছিলই। কিন্তু কোনোবারই ভেঙে পড়েননি। সব বাধা-বিপত্তি পেরিয়ে সামনে এগিয়েছেন, ম্যাচ জিতেছেন। পাকিস্তানকে পদকও এনে দিয়েছেন তিনি।
খেলাকে জয় করা সেই মাজিদ কি না এবার হারলেন অবসাদের কাছে। সেটিও আবার মাত্র ২৮ বছর বয়সে। আটাশে নিজেকে শেষ করলেন তিনি। গতকাল বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের সামুন্দ্রি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
নৃশংসভাবে নিজেকে শেষ করেছেন মাজিদ। অবসাদের মাত্রাটা অতটাই বেশি ছিল যে তা থেকে মুক্তি পেতে কাঠ কাটার মেশিনে পরকালের পথ বেছে নিয়েছেন এই স্নুকার খেলোয়াড়। এমনটিই জানিয়েছে স্থানীয় পুলিশ।
পাকিস্তানের হয়ে বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন মাজিদ। একসময় তো দেশের শীর্ষ খেলোয়াড়ও ছিলেন তিনি। এশিয়ান অনূর্ধ্ব-২১ রৌপ্য পদকও জিতেছেন তিনি। জাতীয় পর্যায়েও বেশ কিছু পদক ছিল তাঁর। এতে করে এক মাসে দুই আন্তর্জাতিক স্নুকার খেলোয়াড়ের মৃত্যু হলো পাকিস্তানে। গত মাসে মুহাম্মদ বিল্লাল মারা যান। তিনি অবশ্য মাজিদের মতো আত্মহত্যা করেননি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে গেছেন।
মাজিদ শৈশব থেকেই বিষণ্নতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর ভাই উমর। মাঝে তা কাটিয়ে উঠলেও সম্প্রতি আবার হতাশায় ডুবছিলেন তিনি। সেই হতাশায় এবার নিজেকে শেষ করেছেন তিনি। তবে এভাবে নিজেকে শেষ করবেন তা কল্পনা করেননি তাঁর ভাই। উমর বলেছেন, ‘আমাদের জন্য খুবই ভয়ংকর বিষয়। কারণ, আমরা কখনোই আশা করিনি, সে নিজের জীবন নেবে।’
স্নুকারের ছোট টেবিলটায় বহুবার বিপদে পড়েছিলেন মাজিদ আলি। সঙ্গে সমর্থকদের চাপ তো ছিলই। কিন্তু কোনোবারই ভেঙে পড়েননি। সব বাধা-বিপত্তি পেরিয়ে সামনে এগিয়েছেন, ম্যাচ জিতেছেন। পাকিস্তানকে পদকও এনে দিয়েছেন তিনি।
খেলাকে জয় করা সেই মাজিদ কি না এবার হারলেন অবসাদের কাছে। সেটিও আবার মাত্র ২৮ বছর বয়সে। আটাশে নিজেকে শেষ করলেন তিনি। গতকাল বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের সামুন্দ্রি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
নৃশংসভাবে নিজেকে শেষ করেছেন মাজিদ। অবসাদের মাত্রাটা অতটাই বেশি ছিল যে তা থেকে মুক্তি পেতে কাঠ কাটার মেশিনে পরকালের পথ বেছে নিয়েছেন এই স্নুকার খেলোয়াড়। এমনটিই জানিয়েছে স্থানীয় পুলিশ।
পাকিস্তানের হয়ে বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন মাজিদ। একসময় তো দেশের শীর্ষ খেলোয়াড়ও ছিলেন তিনি। এশিয়ান অনূর্ধ্ব-২১ রৌপ্য পদকও জিতেছেন তিনি। জাতীয় পর্যায়েও বেশ কিছু পদক ছিল তাঁর। এতে করে এক মাসে দুই আন্তর্জাতিক স্নুকার খেলোয়াড়ের মৃত্যু হলো পাকিস্তানে। গত মাসে মুহাম্মদ বিল্লাল মারা যান। তিনি অবশ্য মাজিদের মতো আত্মহত্যা করেননি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে গেছেন।
মাজিদ শৈশব থেকেই বিষণ্নতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর ভাই উমর। মাঝে তা কাটিয়ে উঠলেও সম্প্রতি আবার হতাশায় ডুবছিলেন তিনি। সেই হতাশায় এবার নিজেকে শেষ করেছেন তিনি। তবে এভাবে নিজেকে শেষ করবেন তা কল্পনা করেননি তাঁর ভাই। উমর বলেছেন, ‘আমাদের জন্য খুবই ভয়ংকর বিষয়। কারণ, আমরা কখনোই আশা করিনি, সে নিজের জীবন নেবে।’
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
২৩ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে