Ajker Patrika

কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ হকির ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ০৯
কাজাখস্তানের বিপক্ষে আরও একটি গোলের পর গোলদাতা রোমান সরকারকে সতীর্থদের অভিনন্দন। ছবি: সংগৃহীত
কাজাখস্তানের বিপক্ষে আরও একটি গোলের পর গোলদাতা রোমান সরকারকে সতীর্থদের অভিনন্দন। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ হকিতে ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ স্থান নির্ধারণী ম্যাচে আশরাফুল-রাকিবুলরা ৫-১ গোলে কাজাখস্তানকে হারিয়ে দিয়েছে। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম ও রোমান সরকার।

ভারতের রাজগিরে এশিয়া কাপ হকির গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। আজ কাজাখস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল স্থান নির্ধারণী। যে ম্যাচ জিতে টুর্নামেন্টের পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলাও নিশ্চিত হয়েছে।

হকির র‍্যাঙ্কিংয়ে কাজাখস্তানের অবস্থান ৮৭। বাংলাদেশের ২৯। এই পার্থক্যের প্রতিফলন ছিল ম্যাচেও। ১০ মিনিটে প্রথম গোল করেন আশরাফুল। ২৩ মিনিটে তিনিই ব্যবধান ২-০ করেন। দুটি গোলই আসে পেনাল্টি কর্নার থেকে। ২৮ ও ৩৩ মিনিটে জোড়া গোল করেন রোমান সরকার। এই দুটি গোলের একটি আসে পেনাল্টি কর্নার থেকে। অন্যটি ছিল ফিল্ড গোল। বাংলাদেশের পক্ষে পঞ্চম গোলটি করেন তৈয়ব আলী। কাজাখস্তানের পক্ষের গোলটি আসে ৩৮ মিনিটে। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করে বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রোমান সরকার।

কাজাখস্তানকে হারিয়ে দেওয়ায় টুর্নামেন্টে ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। তাতে পঞ্চম হওয়ার জন্য জাপানের বিপক্ষে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেই ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত