নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন না হলে কমিটিকে স্বীকৃতি দেওয়া যাবে না। এ ছাড়া নির্বাচন আয়োজনের পরবর্তী পদক্ষেপও জানাতে বলা হয়েছে। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই চিঠির জবাব দেবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আজকের পত্রিকাকে তানভীর বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে আমরা এর জবাব দেব। নির্বাচন করার জন্য তো আমাদের কাউন্সিলর ও ভোটার থাকতে হবে। তাদের অনেকেই এখন পলাতক।’
এ বছর ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড আর্চারির এশিয়ান কংগ্রেস হওয়ার কথা রয়েছে। এ জন্য বাংলাদেশ আর্চারি ফেডারেশন প্রস্তুত কি না তা জানতে চেয়েছে বিশ্ব আর্চারি।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় আর্চারি ফেডারেশনের কমিটি। গত ২৭ মার্চ কাজী রাজীব উদ্দিন চপলকে সাধারণ সম্পাদক বানিয়ে অ্যাডহক কমিটি দেওয়া হয়। কিন্তু দুই দিন পর সমালোচনার মুখে কমিটিতে সংশোধন আনে ক্রীড়া পরিষদ। নতুন সাধারণ সম্পাদক হন তানভীর।
নতুন কমিটির কথা জানিয়ে ১২ এপ্রিল বিশ্ব আর্চারিকে চিঠি পাঠায় ফেডারেশন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্রের অনুলিপি চেয়েছে বিশ্ব আর্চারি। আগামী ৬-১১ মে চীনের সাংহাইয়ে হবে আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় পর্ব। বিশ্বকাপে অংশ নিতে আগামী রোববার চীনে যাবেন বাংলাদেশের আর্চাররা।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন না হলে কমিটিকে স্বীকৃতি দেওয়া যাবে না। এ ছাড়া নির্বাচন আয়োজনের পরবর্তী পদক্ষেপও জানাতে বলা হয়েছে। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই চিঠির জবাব দেবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আজকের পত্রিকাকে তানভীর বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে আমরা এর জবাব দেব। নির্বাচন করার জন্য তো আমাদের কাউন্সিলর ও ভোটার থাকতে হবে। তাদের অনেকেই এখন পলাতক।’
এ বছর ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড আর্চারির এশিয়ান কংগ্রেস হওয়ার কথা রয়েছে। এ জন্য বাংলাদেশ আর্চারি ফেডারেশন প্রস্তুত কি না তা জানতে চেয়েছে বিশ্ব আর্চারি।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় আর্চারি ফেডারেশনের কমিটি। গত ২৭ মার্চ কাজী রাজীব উদ্দিন চপলকে সাধারণ সম্পাদক বানিয়ে অ্যাডহক কমিটি দেওয়া হয়। কিন্তু দুই দিন পর সমালোচনার মুখে কমিটিতে সংশোধন আনে ক্রীড়া পরিষদ। নতুন সাধারণ সম্পাদক হন তানভীর।
নতুন কমিটির কথা জানিয়ে ১২ এপ্রিল বিশ্ব আর্চারিকে চিঠি পাঠায় ফেডারেশন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্রের অনুলিপি চেয়েছে বিশ্ব আর্চারি। আগামী ৬-১১ মে চীনের সাংহাইয়ে হবে আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় পর্ব। বিশ্বকাপে অংশ নিতে আগামী রোববার চীনে যাবেন বাংলাদেশের আর্চাররা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে