Ajker Patrika

জুলাই অভ্যুত্থানে নিহত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদলে ফেলা হয়েছে। ছবি: সংগৃহীত
ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদলে ফেলা হয়েছে। ছবি: সংগৃহীত

দেশের চারটি ক্রীড়া স্থাপনার নামে বদল এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ধানমন্ডিতে অবস্থিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হওয়া ৬ বছরের শিশু রিয়া গোপের নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আজ এই স্থাপনার নতুন নাম অবহিত করেছেন।

এছাড়া বদলে ফেলা হয়েছে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স ও এনএসসি টাওয়ার শেখ কামাল মিলনায়তনের নাম। এই তিনটির নতুন নাম এখন জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স, জাতীয় টেনিস কমপ্লেক্স ও জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন। কয়েকদিন আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয় জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

গত বছরের ১৯ জুলাই ছাদে খেলছিল রিয়া গোপ। বাসার সামনে সংঘর্ষ বাঁধলে তাকে ঘরে নিয়ে আসতে যান তার বাবা। কিন্তু বাবার কোলে উঠতেই গুলি লাগে রিয়া গোপের মাথায়। পরে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি রিয়া গোপকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

গুলিবিদ্ধ হাদি ও নির্বাচন

এলাকার খবর
Loading...