নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের আর্চারির পোস্টার বয় রোমান সানা। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা অ্যাথলেট। সেই অ্যাথলেটকেই আগামী দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
রোমানকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি হয়েছিল আরও ১০ দিন আগে। জানা গেছে, জাতীয় দলের ক্যাম্পে সতীর্থ এক তিরন্দাজের সঙ্গে হাতাহাতির ঘটনায় রোমানের বিরুদ্ধে আনা হয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। ক্যাম্পের সিসিটিভি ফুটেজ দেখে অলিম্পিয়ান তিরন্দাজকে আজীবন নিষিদ্ধের দাবি তুলেছিলেন ফেডারেশনের কেউ। কেউ চেয়েছিলেন দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করা হোক তাঁকে। ফেডারেশন শেষ পর্যন্ত বেছে নিয়েছে দুই বছরের নিষেধাজ্ঞা। অতীতেও একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছিল রোমানের বিরুদ্ধে। পেয়েছেন একাধিক কারণ দর্শানো নোটিশ। যদিও যার গায়ে হাত তুলেছেন তিনি কোনো অভিযোগ করেননি বলে জানা গেছে।
দেশ সেরা তিরন্দাজের বিষয়টি নিশ্চিত করে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেছেন, ‘রোমান শৃঙ্খলা ভঙ্গ করেই যাচ্ছিল। তাই তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে তা কার্যকর হবে। এই সময়ে রোমান ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। আমরা মনে করি ওর সংশোধন হওয়া উচিত।’
নিষিদ্ধ হলেও নিজ থেকে অনুশীলন চালিয়ে যেতে পারবেন রোমান সানা। তবে খেলতে পারবেন না কোনো টুর্নামেন্টে।
তবে নিষেধাজ্ঞার বিষয়ে শুনে নিজে অবাক হয়েছেন রোমান সানা। বলেছেন, ‘আমি তো শোকজের উত্তরে নিজের আচরণে কারণে ক্ষমা চেয়েছিলাম। আসলে মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়। এখন দেখি স্যারদের সঙ্গে কথা বলে দেখি। নিষিদ্ধ হলে তো কিছুই করা যাবে না।’
বাংলাদেশের আর্চারির পোস্টার বয় রোমান সানা। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা অ্যাথলেট। সেই অ্যাথলেটকেই আগামী দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
রোমানকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি হয়েছিল আরও ১০ দিন আগে। জানা গেছে, জাতীয় দলের ক্যাম্পে সতীর্থ এক তিরন্দাজের সঙ্গে হাতাহাতির ঘটনায় রোমানের বিরুদ্ধে আনা হয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। ক্যাম্পের সিসিটিভি ফুটেজ দেখে অলিম্পিয়ান তিরন্দাজকে আজীবন নিষিদ্ধের দাবি তুলেছিলেন ফেডারেশনের কেউ। কেউ চেয়েছিলেন দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করা হোক তাঁকে। ফেডারেশন শেষ পর্যন্ত বেছে নিয়েছে দুই বছরের নিষেধাজ্ঞা। অতীতেও একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছিল রোমানের বিরুদ্ধে। পেয়েছেন একাধিক কারণ দর্শানো নোটিশ। যদিও যার গায়ে হাত তুলেছেন তিনি কোনো অভিযোগ করেননি বলে জানা গেছে।
দেশ সেরা তিরন্দাজের বিষয়টি নিশ্চিত করে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেছেন, ‘রোমান শৃঙ্খলা ভঙ্গ করেই যাচ্ছিল। তাই তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে তা কার্যকর হবে। এই সময়ে রোমান ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। আমরা মনে করি ওর সংশোধন হওয়া উচিত।’
নিষিদ্ধ হলেও নিজ থেকে অনুশীলন চালিয়ে যেতে পারবেন রোমান সানা। তবে খেলতে পারবেন না কোনো টুর্নামেন্টে।
তবে নিষেধাজ্ঞার বিষয়ে শুনে নিজে অবাক হয়েছেন রোমান সানা। বলেছেন, ‘আমি তো শোকজের উত্তরে নিজের আচরণে কারণে ক্ষমা চেয়েছিলাম। আসলে মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়। এখন দেখি স্যারদের সঙ্গে কথা বলে দেখি। নিষিদ্ধ হলে তো কিছুই করা যাবে না।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে