১৪ বছর পর ভারতে যেতে তর সইছে না মেসির
নভেম্বরে ভারত সফরে যাচ্ছে আর্জেন্টিনা—এই খবর তো অনেক পুরোনো। আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা লিওনেল মেসিকে পায় কি না, সেটা এখনো অনিশ্চিত। সে যা-ই হোক, মেসি ব্যক্তিগতভাবে যাচ্ছেন ভারত সফরে। এশিয়া মহাদেশের এ দেশে ১৪ বছর পর সফর করবেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।