Ajker Patrika

রোনালদোর অসাধার‍ণ কীর্তির ম্যাচে কোয়ার্টারে আল নাসর 

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৫: ২০
রোনালদোর অসাধার‍ণ কীর্তির ম্যাচে কোয়ার্টারে আল নাসর 

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে গতকাল আল নাসরের আশা প্রায় শেষের পথে। প্রতিপক্ষ জামালেকের জয় বলতে গেলে অনেকটাই নিশ্চিত। এমন অবস্থায় দলকে বাঁচালেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরকে কোয়ার্টার ফাইনালে তুললেন পর্তুগিজ এই ফুটবল তারকা। করলেন এক কীর্তিও।

কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘সি’ গ্রুপের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আল নাসর ও জামালেক। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ শুরুর অল্প সময়েই এগিয়ে যায় জামালেক। ৫৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন জামালেকের রাইট উইঙ্গার আহমেদ সায়েদ। ১-০ গোলে অনেকক্ষণ এগিয়ে ছিল জামালেক। ৮৭ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ঘিসলাইন কোনানের ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ডান পা ছাড়া ৩০০ গোল করেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৪০ গোলের অধিকাংশই রোনালদো করেন ডান পায়ে।

জামালেক-আল নাসর ম্যাচ গতকাল ১-১ গোলে ড্র হয়েছিল। তাতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্টে ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করে আল নাসর। ৭ পয়েন্টে ‘সি’ গ্রুপের শীর্ষ দল আল শাবাব। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর আল নাসর ফরোয়ার্ড রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘উঠে গেছি। দল দারুণ খেলেছে।’ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে পরশু টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ রাজা কাসাব্লাঙ্কা।

এ বছরের শুরুতেই আল নাসরে খেলা শুরু করেন রোনালদো। সৌদি ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে করেছেন ১৬ গোল। পর্তুগিজ এই ফরোয়ার্ড অ্যাসিস্ট করেছেন ২ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত