Ajker Patrika

বেপরোয়া নেইমারকে ‘সত্যিকারের পেশাদার’ বলছেন পিএসজি সতীর্থ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৩
বেপরোয়া নেইমারকে ‘সত্যিকারের পেশাদার’ বলছেন পিএসজি সতীর্থ

চোট আর বিতর্ক যেন নেইমার জুনিয়রের সঙ্গে আঠার মতো লেগে থাকে। গত নভেম্বরে সর্বশেষ মাঠে দেখা গিয়েছিল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকাকে। সেঁত এতিয়েনের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। সেই রাতে ক্রাচে ভর দিয়ে কাঁদতে কাঁদতে সেই যে মাঠ ছড়লেন, আর ফেরা হলো না। 

গোড়ালি মচকে যাওয়ায় অন্তত সাত সপ্তাহ বিশ্রামে থাকতে হবে নেইমারকে। চোট থেকে সেরে ওঠার চেষ্টায় সাধারণত পুনর্বাসন কেন্দ্রে বিশ্রামে থাকেন অধিকাংশ ফুটবলার। কিন্তু নেইমার সেসবের ধার ধারেন না। সুযোগ পেলেই ছুটে যান ফ্যাশন শোতে। নারীদের নিয়ে মজেন উদ্দাম নৃত্যে। 

নিষেধাজ্ঞা ও চোট মিলিয়ে এ মৌসুমে এরই মধ্যে ১৫ ম্যাচ মিস করেছেন নেইমার। তাঁর ব্যাপারে ফুটবল বিশ্লেষকেরা প্রায়শই বলে থাকেন, বেপরোয়া জীবনের লাগাম টানতে পারলে আরও ভালো ফুটবলার হতেন নেইমার। ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। প্যারিসের পার্টিগুলোতেও ইদানীং খুব সরব নেইমার, যা তাঁকে খেলা থেকে দূরে সরিয়ে রাখছে আরও বেশি সময়। 

পিএসজি সতীর্থ আন্দের হেরেরার সঙ্গে নেইমারতবে নেইমারের বিরুদ্ধে আনা সব অভিযোগ উড়িয়ে দিলেন তাঁর পিএসজি সতীর্থ আন্দের হেরেরা। স্প্যানিশ এই মিডফিল্ডার বলেছেন, 'নেইমার সম্পর্কে লোকে কী বলছে আমি জানতেও চাই না। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে আমার বন্ধু এবং  বিশুদ্ধ আত্মার অধিকারী। আর ফুটবলার হিসেবে কেমন, তা বলার অপেক্ষা রাখে না। এক কথায় অসাধারণ।’

পেশাদারিত্বে নেইমারকে আদর্শ মনে করেন হেরেরা। তাঁর মতে, ফুটবল ছাড়াও বন্ধু কিংবা পরিবারের সঙ্গেও নেইমারের সম্পর্কটা অসাধারণ, 'যেসব দর্শক তাকে ঠিকভাবে চেনে না, তারাই এ রকম মন্তব্য করছে। বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা জানে, কাজের প্রতি সে কতটা শ্রদ্ধাশীল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত