নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যস্ততায় লিগ কমিটির দায়িত্বকে চাপ মনে করছেন ১৩ বছর ধরে এই পদে থাকা সাবেক ফুটবলার।
আগামী বছর জাতীয় নির্বাচন সামনে রেখে নিজের নির্বাচনী এলাকা খুলনায় ব্যস্ত সময় পার করতে হবে সালাম মুর্শেদিকে। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ইনভয় গ্রুপ নিয়েও আছে ব্যস্ততা। সবকিছু মিলিয়ে লিগ কমিটিতে থাকা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলে আজ লিগ কমিটির সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন সালাম মুর্শেদি। নিজের পদত্যাগপত্র এরই মধ্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে জমাও দিয়েছেন তিনি। নির্বাহী কমিটির সভায় ঠিক হবে সালাম মুর্শেদির থাকা-না থাকার বিষয়টি।
সালাম মুর্শেদি বলেছেন, ‘বিপিএলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি প্রদানের পর সভাপতি সাহেবকে বলেছিলাম, আমার দায়িত্ব কিছুটা কমিয়ে দেওয়া যায় কি না! তখন উনি বলেছিলেন, আর একটু সময় থাকা যায়? তখন আমি বলেছিলাম, আমাকে তো এখন এলাকায় নিয়মিত যেতে হয়। তখন উনি বলেন, ঠিক আছে এটা আমি জানলাম, বিবেচনা করব।’
তিনি আরও বলেন, ‘আজ আমি সভাপতিকে জানিয়ে দিয়েছি যে, পেশাদার লিগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই। উনি বলেছেন, ‘আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।’
লিগ কমিটির পাশাপাশি রেফারিজ ও ফিন্যান্স কমিটির দায়িত্বে আছেন মুর্শেদি। তবে এ দুই পদে খুব বেশি চাপ না থাকায় এসব পদে নিজের অবস্থান ধরে রাখবেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যস্ততায় লিগ কমিটির দায়িত্বকে চাপ মনে করছেন ১৩ বছর ধরে এই পদে থাকা সাবেক ফুটবলার।
আগামী বছর জাতীয় নির্বাচন সামনে রেখে নিজের নির্বাচনী এলাকা খুলনায় ব্যস্ত সময় পার করতে হবে সালাম মুর্শেদিকে। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ইনভয় গ্রুপ নিয়েও আছে ব্যস্ততা। সবকিছু মিলিয়ে লিগ কমিটিতে থাকা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলে আজ লিগ কমিটির সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন সালাম মুর্শেদি। নিজের পদত্যাগপত্র এরই মধ্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে জমাও দিয়েছেন তিনি। নির্বাহী কমিটির সভায় ঠিক হবে সালাম মুর্শেদির থাকা-না থাকার বিষয়টি।
সালাম মুর্শেদি বলেছেন, ‘বিপিএলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি প্রদানের পর সভাপতি সাহেবকে বলেছিলাম, আমার দায়িত্ব কিছুটা কমিয়ে দেওয়া যায় কি না! তখন উনি বলেছিলেন, আর একটু সময় থাকা যায়? তখন আমি বলেছিলাম, আমাকে তো এখন এলাকায় নিয়মিত যেতে হয়। তখন উনি বলেন, ঠিক আছে এটা আমি জানলাম, বিবেচনা করব।’
তিনি আরও বলেন, ‘আজ আমি সভাপতিকে জানিয়ে দিয়েছি যে, পেশাদার লিগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই। উনি বলেছেন, ‘আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।’
লিগ কমিটির পাশাপাশি রেফারিজ ও ফিন্যান্স কমিটির দায়িত্বে আছেন মুর্শেদি। তবে এ দুই পদে খুব বেশি চাপ না থাকায় এসব পদে নিজের অবস্থান ধরে রাখবেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে