Ajker Patrika

অবসরের পর রদ্রিগোর গায়ে ১০ নম্বর জার্সি দেখতে চান নেইমার

আপডেট : ১৯ জুন ২০২২, ১৪: ৫৫
অবসরের পর রদ্রিগোর গায়ে ১০ নম্বর জার্সি দেখতে চান নেইমার

ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে খেলেছেন স্বয়ং পেলে। ফুটবলের রাজা ছাড়াও ব্রাজিলের হয়ে এই ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়েছিলেন জিকো, রিভালদো ও রোনালদিনহোর মতো কিংবদন্তিরা। সময়ের পালাক্রমে এই জার্সি পরে এখন খেলছেন নেইমার।

নেইমারের অবসরের পর কার গায়ে উঠবে এই ১০ নম্বর জার্সি? ব্রাজিলিয়ান তারকা ইচ্ছে পোষণ করেছেন, তাঁর অবসরের পর রদ্রিগোর গায়ে এই জার্সি তিনি দেখতে চান।

ইউটিউবে এক আলাপচারিতায় রদ্রিগো নিজেই এ কথা জানিয়েছেন। নেইমারের এই চাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ২১ বছর বয়সী রিয়াল তারকা বলেন, ‘‘নেইমার আমাকে বলেছিলেন, ‘আমি যখন জাতীয় দল ছাড়ব, তখন ১০ নম্বর জার্সিটি হবে তোমার।’ এর জবাবে আমি তাকে কী বলব তা বুঝতে পারছিলাম না। বিব্রত হয়ে হেসে দিয়েছিলাম এবং ঠিক কী বলতে হবে তা জানা ছিল না।”

নেইমার তাঁর জাতীয় দলের সতীর্থ রদ্রিগোর খেলা দেখে মুগ্ধ হয়েই তাঁকে এ কথা বলেছেন ৷ সাম্প্রতিক সময়ে রদ্রিগোও মুগ্ধ হওয়ার মতোই পারফরম্যান্স করেছেন। রিয়ালের হয়ে ২০২১-২২ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে রদ্রিগো।

গেল মৌসুমে রিয়ালের হয়ে  সব মিলিয়ে ৪৯ ম্যাচে রদ্রিগো গোল করেছেন ৯টি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে করেছিলেন জোড়া গোল। জাতীয়  দলে এর মধ্যে খেলেছেন পাঁচটি ম্যাচ। কাতার বিশ্বকাপেও দলে থাকার সম্ভাবনা আছে এই ফরোয়ার্ডের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত