Ajker Patrika

চ্যাম্পিয়নস লিগেই গোলখরা কাটালেন রিয়াল মাদ্রিদ তারকা, প্রশংসায় পঞ্চমুখ কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১১: ৪১
অবশেষে ২০২৫-২৬ মৌসুমে গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম। জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। ছবি: এএফপি
অবশেষে ২০২৫-২৬ মৌসুমে গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম। জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। ছবি: এএফপি

কিছুতেই যেন কিছু হচ্ছিল না জুড বেলিংহামের। রিয়াল মাদ্রিদ দারুণ ছন্দে থাকলেও তিনি পাচ্ছিলেন না গোলের দেখা। অবশেষে এই তারকা মিডফিল্ডার গোল করলেন চ্যাম্পিয়নস লিগে। দল জেতার পর বেলিংহামকে প্রশংসায় ভাসালেন রিয়াল কোচ জাবি আলোনসো।

২০২৫-২৬ মৌসুমে রিয়ালের জার্সিতে প্রথম ছয় ম্যাচে কোনো গোলের দেখা পাননি বেলিংহাম। এমনকি ছিল না কোনো অ্যাসিস্টও। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে গোলখরা কাটল বেলিংহামের। রিয়ালের একের পর এক গোল আটকে দিলেও ৫৭ মিনিটে জুভেন্টাস গোলরক্ষক মিকেল ডি গ্রেগরিও হার মেনেছেন বেলিংহামের কাছে। বেলিংহামের এই ৫৭ মিনিটের গোলেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ম্যাচ শেষে এই তারকা মিডফিল্ডারকে প্রশংসায় ভাসিয়ে আলোনসো বলেন, ‘জুড পরিপূর্ণ এক খেলোয়াড়। গোল তো করেছেই। সব মিলিয়ে তার খেলা ছিল অসাধারণ। হেতাফের বিপক্ষে (রোববার) সে যেভাবে খেলেছে, সেটা আমার খুব পছন্দ হয়েছে। আজও (গতকাল) সে দারুণ খেলেছে।’

৬৬ শতাংশ বলের দখল রেখে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের লক্ষ্য বরাবর গত রাতে নিয়েছে ৯ শট। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়ররা গোলের কাছাকাছি গিয়েও সফল হননি। শেষ পর্যন্ত রিয়ালকে বাঁচিয়েছেন বেলিংহামই। ম্যাচ শেষে এই তারকা মিডফিল্ডার প্রসঙ্গেই বারবার কথা বলেছেন আলোনসো। রিয়াল কোচ বলেন, ‘সে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলোয়াড়, প্রতিনিয়ত সেটার প্রমাণ দিচ্ছে। তার খেলা দেখে সত্যিই আনন্দিত। তার স্কিল অসাধারণ। সে বক্স টু বক্স খেলতে পছন্দ করে। সে বিশ্বের অন্যতম পরিপূর্ণ এক ফুটবলার।’

জয় নিয়ে মাঠ ছাড়লেও রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের ভালোই পরীক্ষা নিয়েছে জুভেন্টাস। প্রথম ১৫ মিনিটের মধ্যে জুভেন্টাস কমপক্ষে তিনবার গোলের সুযোগ পেয়েছিল। ৭ মিনিটে জুভেন্টাস মিডফিল্ডার পিয়েরে কালুলু গোলের সুযোগ পেলেও রিয়াল ডিফেন্ডার রাউল অ্যাসেনসিও আটকে দিয়েছেন। এরপর ১০ মিনিটে ওয়েস্টন ম্যাকেনির নিচু হওয়া শট রিয়াল মাদ্রিদের গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। আর ১৪ মিনিটে ফেদেরিকো গাত্তির নিশ্চিত গোল হওয়া শট প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

জুভেন্টাসের বিপক্ষে এমন কঠিন পরীক্ষা যে দিতে হবে, সেটা জানতেন আলোনসো। ১-০ গোলে জয়ের পর রিয়াল কোচ বলেন, ‘আমি জানতাম, আজ (গতকাল) খেলাটা অনেক কঠিন হবে। সত্যিই এই ম্যাচ জিততে অনেক কষ্ট হয়েছে। আমরা শুরুটা দারুণ করেছিলাম ও গোল হওয়ার পর ম্যাচটা আমাদের পক্ষে চলে এসেছে।’

রিয়াল মাদ্রিদও এবারের চ্যাম্পিয়নস লিগে পূর্ণ ৯ পয়েন্ট পেয়েছে। আসলে গ্রুপ পর্বের প্রথম পাঁচে থাকা প্রত্যেক দলেরই পয়েন্ট ৯। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে সবার ওপরে পিএসজি। দুই, তিন, চার ও পাঁচে থাকা বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত কেন বেজার

রাশিয়ার ১৬২ বিলিয়ন ডলার ইউক্রেনকে অস্ত্র কিনতে ঋণ দেওয়ার সিদ্ধান্তে বিভক্ত ইউরোপ

মব সৃষ্টি করে নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে

পুতিন যুদ্ধ বন্ধে ‘অস্বীকৃতি জানানোয়’ রাশিয়ার ওপর ট্রাম্পের ‘প্রথম’ নিষেধাজ্ঞা

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

এলাকার খবর
Loading...