নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা লড়াইটা বলা যায় এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে। টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলের তিনে আছে বটে, কিন্তু অনেকটা দূরত্ব (১০ পয়েন্টের) নিয়ে। তাই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ আবাহনী-মোহামেডানের ঐতিহ্যবাহী দ্বৈরথটি পাচ্ছে আলাদা গুরুত্ব।
১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান। আলফাজ আহমেদের দল এখন পর্যন্ত হারের দেখা পেয়েছে এক ম্যাচে। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব তেমন কোনো অসুবিধায় ফেলতে পারেনি তাদের। মৌসুমজুড়ে দারুণ ছন্দেই আছে তারা। সর্বশেষ ম্যাচে বসুন্ধরাকে হারিয়ে আরও সহজ করেছে শিরোপাজয়ের পথ। তবে আবাহনী ঠিকই নিশ্বাস ফেলছে তাদের ঘাড়ে।
৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আবাহনী (২৬)। তাই ধানমন্ডির ক্লাবটি ব্যবধান কমাতে মুখিয়ে আছে আজকের ম্যাচটি জিততে। ফেডারেশন কাপে বসুন্ধরার বিপক্ষে তাদের ফাইনালটি এখনো অসমাপ্ত রয়েছে। শিরোপা জিতে থাকলে আত্মবিশ্বাসের পারদটা আরও উঁচুতে থাকত মারুফুল হকের দলের।
লিগে প্রথম দেখায় কুমিল্লাতেই আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান। দলের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এবারও তাঁর ওপর থাকছে গুরুদায়িত্ব। আজ এর পুনরাবৃত্তি করলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হবে তাদের। তাই নিজেদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ মাঠে নামবে তারা। জিতলে ব্যবধান হবে ৭ পয়েন্টের।
লিগে সেই হারের প্রতিশোধ আবাহনী নেয় ফেডারেশন কাপে। মোহাম্মদ ইব্রাহিমের গোলে মোহামেডানকে ১-০ ব্যবধানে হারায়। পরে তো নাম লেখাল ফাইনালে। বসুন্ধরা কিংসের বিপক্ষে অসমাপ্ত সেই ম্যাচেও গোলের দেখা পেয়েছেন ইব্রাহিম। তিনি ছাড়াও আবাহনীকে আত্মবিশ্বাস জোগাচ্ছেন দুই বিদেশি রাফায়েল অগুস্তো ও এমেকা অগবুহ। লিগের প্রথম পর্বে কোনো বিদেশি ছাড়াই খেলেছিল আকাশি-নীল জার্সিধারীরা। তাই প্রথম লেগের চেয়ে শক্তিতে আজ অনেকটা এগিয়ে থেকে মাঠে নামবে মারুফুল হকের দল।
গতকাল প্রিমিয়ার লিগে ছিল দুটি ম্যাচ। ঢাকা ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে একমাত্র গোলটি করেন জাকোঙ্গির কুরবোনবয়েভ। এই জয়ে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে পুলিশ।
অপর ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে এগিয়ে থেকে ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ৩৩ মিনিটে দলটির হয়ে গোলটি করেন ওজুকু ডেভিড। বিরতির পর ৫৬ মিনিটে সারওয়ার জাহান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস। একজন বেশি খেলার সুবিধা নিয়ে ৬৬ মিনিটে বেন ইব্রাহিমের গোলে সমতায় ফেরে ফকিরেরপুল। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের আটে আছে তারা। ছয়ে থাকা ফর্টিসের পয়েন্ট ১৮।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা লড়াইটা বলা যায় এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে। টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলের তিনে আছে বটে, কিন্তু অনেকটা দূরত্ব (১০ পয়েন্টের) নিয়ে। তাই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ আবাহনী-মোহামেডানের ঐতিহ্যবাহী দ্বৈরথটি পাচ্ছে আলাদা গুরুত্ব।
১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান। আলফাজ আহমেদের দল এখন পর্যন্ত হারের দেখা পেয়েছে এক ম্যাচে। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব তেমন কোনো অসুবিধায় ফেলতে পারেনি তাদের। মৌসুমজুড়ে দারুণ ছন্দেই আছে তারা। সর্বশেষ ম্যাচে বসুন্ধরাকে হারিয়ে আরও সহজ করেছে শিরোপাজয়ের পথ। তবে আবাহনী ঠিকই নিশ্বাস ফেলছে তাদের ঘাড়ে।
৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আবাহনী (২৬)। তাই ধানমন্ডির ক্লাবটি ব্যবধান কমাতে মুখিয়ে আছে আজকের ম্যাচটি জিততে। ফেডারেশন কাপে বসুন্ধরার বিপক্ষে তাদের ফাইনালটি এখনো অসমাপ্ত রয়েছে। শিরোপা জিতে থাকলে আত্মবিশ্বাসের পারদটা আরও উঁচুতে থাকত মারুফুল হকের দলের।
লিগে প্রথম দেখায় কুমিল্লাতেই আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান। দলের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এবারও তাঁর ওপর থাকছে গুরুদায়িত্ব। আজ এর পুনরাবৃত্তি করলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হবে তাদের। তাই নিজেদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ মাঠে নামবে তারা। জিতলে ব্যবধান হবে ৭ পয়েন্টের।
লিগে সেই হারের প্রতিশোধ আবাহনী নেয় ফেডারেশন কাপে। মোহাম্মদ ইব্রাহিমের গোলে মোহামেডানকে ১-০ ব্যবধানে হারায়। পরে তো নাম লেখাল ফাইনালে। বসুন্ধরা কিংসের বিপক্ষে অসমাপ্ত সেই ম্যাচেও গোলের দেখা পেয়েছেন ইব্রাহিম। তিনি ছাড়াও আবাহনীকে আত্মবিশ্বাস জোগাচ্ছেন দুই বিদেশি রাফায়েল অগুস্তো ও এমেকা অগবুহ। লিগের প্রথম পর্বে কোনো বিদেশি ছাড়াই খেলেছিল আকাশি-নীল জার্সিধারীরা। তাই প্রথম লেগের চেয়ে শক্তিতে আজ অনেকটা এগিয়ে থেকে মাঠে নামবে মারুফুল হকের দল।
গতকাল প্রিমিয়ার লিগে ছিল দুটি ম্যাচ। ঢাকা ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে একমাত্র গোলটি করেন জাকোঙ্গির কুরবোনবয়েভ। এই জয়ে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে পুলিশ।
অপর ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে এগিয়ে থেকে ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ৩৩ মিনিটে দলটির হয়ে গোলটি করেন ওজুকু ডেভিড। বিরতির পর ৫৬ মিনিটে সারওয়ার জাহান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস। একজন বেশি খেলার সুবিধা নিয়ে ৬৬ মিনিটে বেন ইব্রাহিমের গোলে সমতায় ফেরে ফকিরেরপুল। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের আটে আছে তারা। ছয়ে থাকা ফর্টিসের পয়েন্ট ১৮।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৩৩ মিনিট আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৩ ঘণ্টা আগে