Ajker Patrika

কেটে নেওয়া হলো জুভেন্টাসের ১৫ পয়েন্ট, নেমে গেল দশে

কেটে নেওয়া হলো জুভেন্টাসের ১৫ পয়েন্ট, নেমে গেল দশে

দলবদলে অর্জিত অর্থ ও মুনাফা নিয়ে মিথ্যাচার করায় ১৫ পয়েন্ট জরিমানা করা হয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে। স্থানীয় সময় শুক্রবার দেশটির ফুটবল আদালত এই সিদ্ধান্ত নেয়। সিরি-আ লিগে পয়েন্ট টেবিলের ৩ নম্বর থেকে এখন ১০ নম্বরে নেমে গেছে ক্লাবটি। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জুভেন্টাসের এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।

পাশাপাশি অতীত ও বর্তমান মিলিয়ে ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও আরোপ করেছে আদালত।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ক্লাবের আর্থিক বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়। তখন দাবি করা হয় ক্লাবের আর্থিক ক্ষতি ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ভুল উপস্থাপন করা হয়েছে। আর্থিক হিসাব-নিকাশকে কৃত্রিমভাবে সমৃদ্ধ করতে দলবদল নিয়ে মিথ্যাচার করেছে জুভেন্টাস।
 
অবশ্য এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারবে জুভেন্টাস। এর আগে গত নভেম্বরে দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন ক্লাবের সভাপতি আন্দ্রে আগনেল্লি ও সহসভাপতি পাভেল নেদভেদ। আগনেল্লি দুই বছর ও নেদভেদ ৮ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন।

ক্লাবের সাবেক ক্রীড়া পরিচালক ফ্যাবিও প্যারাটিসি যিনি বর্তমানে টটেনহাম হটস্পারের ফুটবলের ব্যবস্থাপনা পরিচালক। তিনিও আড়াই বছরের (৩০ মাস) নিষেধাজ্ঞা পেয়েছেন।

এর আগে গত বছরের এপ্রিলে জুভেন্টাসসহ একাধিক ক্লাবের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। জুভেন্টাস অবশ্য শুরু থেকেই কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়ানোর কথা অস্বীকার করে আসছে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলেছে জুভেন্টাস। ১১ জয় ৪ ড্র ও ৩ হারে তাদের পয়েন্ট ছিল ৩৭। ছিল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ১৫ পয়েন্ট কেটে নেওয়ায় ২২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে এখন তারা। মৌসুমে এখনো জুভেন্টাসের ২০ ম্যাচ খেলা বাকি রয়েছে। তবে শঙ্কা তৈরি হয়েছে আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়া নিয়ে।

এক বিবৃতিতে জুভেন্টাসের আইনজীবী বলেছেন, ‘আমরা এটিকে লাখো ভক্তের প্রতি হওয়া অবিচার বলে মনে করছি। আমরা আশা করছি, এটি শিগগিরই আদালতের মাধ্যমে ঠিক করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত