ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। গোলের একাধিক সুযোগ তৈরিও করেও গোল করতে ব্যর্থ হয়েছে অলরেডরা। এমনকি গোল করতে পারেনি স্পট কিক থেকেও। প্রায় চার বছর পর পেনাল্টিতে গোল মিসের মাশুল গুনতে হয়েছে ম্যাচ হেরে।
ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত লিভারপুল। কিন্তু ১৫তম মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল। মোহামেদ সালাহর স্পট কিক ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক কাসপের স্মাইকেল। ফিরতি বলে সালাহর হেড ব্যর্থ হয় ক্রসবারে লেগে। তৃতীয় দফায় জর্ডান হেন্ডারসন শট লক্ষ্যে রাখতে পারেননি! ২০১৭ সালের ২৮ অক্টোবরের পর পেনাল্টি থেকে এই প্রথমবার গোল করতে পারল না দলটি। সেবারও গোল করতে ব্যর্থ হয়েছিলেন সালাহ। এরপর থেকে ২১টি পেনাল্টির সবগুলোই জালে জড়িয়েছে অলরেডেরা।
পেনাল্টি মিসের পরও একাধিকবার গোলের সুযোগ পেয়েছে সালাহ-মানেরা। কিন্তু লেস্টারের গোলমুখ খুলতে পারেনি। ৬৩ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেছিল লিভারপুল। গোলমুখে শট নিয়েছে ২১টি যার মধ্যে মাত্র চারটি রাখতে পেরেছে লক্ষ্যে। বিপরীতে ঘরের মাঠে লেস্টারের ৬ শটের একটি ছিল লক্ষ্যে, আর সেটিই খুঁজে নেয় জাল।
৬ দিন আগে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের কাছে পেনাল্টিতে হেরেছিল লেস্টার। এরপর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছেও হয়েছিল বিধ্বস্ত । এবার রজার্সের দলই চলতি মৌসুমে অলরেডদের দ্বিতীয় হার উপহার দিল।
এই হারে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে লিভারপুলের পয়েন্ট পার্থক্য দাঁড়িয়েছে ৬। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্লপের দল।এদিকে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের জয়ে লেস্টার উঠে এসেছে ৯ নম্বরে।
ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। গোলের একাধিক সুযোগ তৈরিও করেও গোল করতে ব্যর্থ হয়েছে অলরেডরা। এমনকি গোল করতে পারেনি স্পট কিক থেকেও। প্রায় চার বছর পর পেনাল্টিতে গোল মিসের মাশুল গুনতে হয়েছে ম্যাচ হেরে।
ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত লিভারপুল। কিন্তু ১৫তম মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল। মোহামেদ সালাহর স্পট কিক ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক কাসপের স্মাইকেল। ফিরতি বলে সালাহর হেড ব্যর্থ হয় ক্রসবারে লেগে। তৃতীয় দফায় জর্ডান হেন্ডারসন শট লক্ষ্যে রাখতে পারেননি! ২০১৭ সালের ২৮ অক্টোবরের পর পেনাল্টি থেকে এই প্রথমবার গোল করতে পারল না দলটি। সেবারও গোল করতে ব্যর্থ হয়েছিলেন সালাহ। এরপর থেকে ২১টি পেনাল্টির সবগুলোই জালে জড়িয়েছে অলরেডেরা।
পেনাল্টি মিসের পরও একাধিকবার গোলের সুযোগ পেয়েছে সালাহ-মানেরা। কিন্তু লেস্টারের গোলমুখ খুলতে পারেনি। ৬৩ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেছিল লিভারপুল। গোলমুখে শট নিয়েছে ২১টি যার মধ্যে মাত্র চারটি রাখতে পেরেছে লক্ষ্যে। বিপরীতে ঘরের মাঠে লেস্টারের ৬ শটের একটি ছিল লক্ষ্যে, আর সেটিই খুঁজে নেয় জাল।
৬ দিন আগে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের কাছে পেনাল্টিতে হেরেছিল লেস্টার। এরপর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছেও হয়েছিল বিধ্বস্ত । এবার রজার্সের দলই চলতি মৌসুমে অলরেডদের দ্বিতীয় হার উপহার দিল।
এই হারে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে লিভারপুলের পয়েন্ট পার্থক্য দাঁড়িয়েছে ৬। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্লপের দল।এদিকে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের জয়ে লেস্টার উঠে এসেছে ৯ নম্বরে।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে