Ajker Patrika

সালাহর পেনাল্টি মিসের মাশুল দিতে হলো লিভারপুলকে  

সালাহর পেনাল্টি মিসের মাশুল দিতে হলো লিভারপুলকে  

ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে লেস্টার সিটির কাছে  ১-০ গোলে হেরেছে লিভারপুল। গোলের একাধিক সুযোগ তৈরিও করেও গোল করতে ব্যর্থ হয়েছে অলরেডরা। এমনকি গোল করতে পারেনি স্পট কিক থেকেও। প্রায় চার বছর পর পেনাল্টিতে গোল মিসের মাশুল গুনতে হয়েছে ম্যাচ হেরে।

ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত  লিভারপুল। কিন্তু  ১৫তম  মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল। মোহামেদ সালাহর স্পট কিক ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক  কাসপের স্মাইকেল। ফিরতি বলে সালাহর হেড ব‍্যর্থ হয় ক্রসবারে লেগে। তৃতীয় দফায় জর্ডান হেন্ডারসন শট লক্ষ‍্যে রাখতে পারেননি! ২০১৭ সালের ২৮ অক্টোবরের পর পেনাল্টি থেকে এই  প্রথমবার গোল করতে পারল না দলটি। সেবারও গোল করতে ব‍্যর্থ হয়েছিলেন সালাহ। এরপর থেকে ২১টি পেনাল্টির সবগুলোই জালে জড়িয়েছে অলরেডেরা।

পেনাল্টি মিসের পরও একাধিকবার গোলের সুযোগ পেয়েছে সালাহ-মানেরা। কিন্তু লেস্টারের গোলমুখ খুলতে পারেনি। ৬৩ শতাংশ সময়  বল নিজেদের কাছে রেখেছিল লিভারপুল। গোলমুখে শট নিয়েছে ২১টি  যার মধ্যে মাত্র চারটি রাখতে পেরেছে লক্ষ‍্যে। বিপরীতে ঘরের মাঠে লেস্টারের ৬ শটের একটি ছিল লক্ষ‍্যে, আর সেটিই খুঁজে নেয় জাল।

৬ দিন আগে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের কাছে পেনাল্টিতে হেরেছিল লেস্টার। এরপর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছেও হয়েছিল  বিধ্বস্ত । এবার রজার্সের দলই চলতি মৌসুমে  অলরেডদের দ্বিতীয় হার উপহার দিল।

এই হারে পয়েন্ট টেবিলে  শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে লিভারপুলের পয়েন্ট পার্থক্য দাঁড়িয়েছে ৬। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্লপের দল।এদিকে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের জয়ে  লেস্টার উঠে এসেছে ৯ নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত