ক্রীড়া ডেস্ক
বেশ ঘটা করে ১৮ তম জন্মদিন পাল করলেন লামিন ইয়ামাল। বিশেষ দিন উদ্যাপনের রেশ এখনো কাটেনি, এর মধ্যেই বিতর্কেরমুখের স্পেনের এই তরুণ ফুটবলার। জন্মদিন উদ্যাপনে বামন আকৃতির মানুষদের পারফরমার হিসেবে ভাড়া করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইয়ামাল। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয়।
গত পরশু স্পেনের ওলিভেলা শহরে জন্মদিনের পার্টিতে ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও ইয়ামালের বার্সেলোনার সতীর্থরা উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, সেই অনুষ্ঠানে কয়েকজন বামন আকৃতির মানুষকে বিনোদনের অংশ হিসেবে ভাড়া করে এনেছিলেন ইয়ামাল।
এই ঘটনায় স্পেনের অ্যাকন্ড্রোপ্লাজিয়া ও স্কেলিটাল ডিসপ্লেশিয়া আক্রান্তদের সংগঠন এডিইই তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি অভিযোগ দায়ের করেছে ইয়ামালের বিরুদ্ধের। সংগঠনটির মতে, এটি কেবল আইনভঙ্গই নয়, বরং ২১শ শতকের একটি সমাজে মানব মর্যাদার পরিপন্থী ও বৈষম্যমূলক। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্পেনের আইন অনুযায়ী কোনো বিনোদনমূলক কর্মকাণ্ডে এমন ব্যক্তিদের ব্যবহার করে যদি তাচ্ছিল্য বা উপহাস সৃষ্টি হয়, তা বেআইনি।
কেউ জন্মদিন বা পার্টিতে ডান্স, ম্যাজিক বা পানীয় বিতরণের জন্য যদি বামনত্বসম্পন্ন মানুষদের ভাড়া করে, তাহলে তাদের ‘বামন পারফরমার’ বলে। স্পেনের আইন অনুযায়ী, যেকোনো এমন পারফরমার যা প্রতিবন্ধী বা শারীরিক বৈশিষ্ট্যের মানুষকে মঞ্চে এনে উপহাস বা হাস্যরসের বিষয় বানায়, তা নিষিদ্ধ।
তবে বিষয়টি নিয়ে ভিন্নমত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত একজন পারফরমার। স্প্যানিশ রেডিও আরএসি১-কে তিনি বলেন, ‘কেউ আমাদের অসম্মান করেনি। আমরা আনন্দের সঙ্গেই কাজ করেছি। শারীরিক অবস্থার জন্য আমাদের কাজ করা বন্ধ করতে হবে কেন?’
ইয়ামালের ক্লাব বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনের অন্তর্ভুক্ত। তবে এ বিষয়ে নির্দিষ্ট তথ্য হাতে এলে তারা অবস্থান পর্যালোচনা করবে। খুব কম বয়সেই ফুটবল মাঠের আলো কেড়েছেন ইয়ামাল। এবার ভিন্ন কারণে শিরোনামে উঠে এল তাঁর নাম। এখন দেখার বিষয়, তদন্তে কী উঠে আসে।
বেশ ঘটা করে ১৮ তম জন্মদিন পাল করলেন লামিন ইয়ামাল। বিশেষ দিন উদ্যাপনের রেশ এখনো কাটেনি, এর মধ্যেই বিতর্কেরমুখের স্পেনের এই তরুণ ফুটবলার। জন্মদিন উদ্যাপনে বামন আকৃতির মানুষদের পারফরমার হিসেবে ভাড়া করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইয়ামাল। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয়।
গত পরশু স্পেনের ওলিভেলা শহরে জন্মদিনের পার্টিতে ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও ইয়ামালের বার্সেলোনার সতীর্থরা উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, সেই অনুষ্ঠানে কয়েকজন বামন আকৃতির মানুষকে বিনোদনের অংশ হিসেবে ভাড়া করে এনেছিলেন ইয়ামাল।
এই ঘটনায় স্পেনের অ্যাকন্ড্রোপ্লাজিয়া ও স্কেলিটাল ডিসপ্লেশিয়া আক্রান্তদের সংগঠন এডিইই তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি অভিযোগ দায়ের করেছে ইয়ামালের বিরুদ্ধের। সংগঠনটির মতে, এটি কেবল আইনভঙ্গই নয়, বরং ২১শ শতকের একটি সমাজে মানব মর্যাদার পরিপন্থী ও বৈষম্যমূলক। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্পেনের আইন অনুযায়ী কোনো বিনোদনমূলক কর্মকাণ্ডে এমন ব্যক্তিদের ব্যবহার করে যদি তাচ্ছিল্য বা উপহাস সৃষ্টি হয়, তা বেআইনি।
কেউ জন্মদিন বা পার্টিতে ডান্স, ম্যাজিক বা পানীয় বিতরণের জন্য যদি বামনত্বসম্পন্ন মানুষদের ভাড়া করে, তাহলে তাদের ‘বামন পারফরমার’ বলে। স্পেনের আইন অনুযায়ী, যেকোনো এমন পারফরমার যা প্রতিবন্ধী বা শারীরিক বৈশিষ্ট্যের মানুষকে মঞ্চে এনে উপহাস বা হাস্যরসের বিষয় বানায়, তা নিষিদ্ধ।
তবে বিষয়টি নিয়ে ভিন্নমত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত একজন পারফরমার। স্প্যানিশ রেডিও আরএসি১-কে তিনি বলেন, ‘কেউ আমাদের অসম্মান করেনি। আমরা আনন্দের সঙ্গেই কাজ করেছি। শারীরিক অবস্থার জন্য আমাদের কাজ করা বন্ধ করতে হবে কেন?’
ইয়ামালের ক্লাব বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনের অন্তর্ভুক্ত। তবে এ বিষয়ে নির্দিষ্ট তথ্য হাতে এলে তারা অবস্থান পর্যালোচনা করবে। খুব কম বয়সেই ফুটবল মাঠের আলো কেড়েছেন ইয়ামাল। এবার ভিন্ন কারণে শিরোনামে উঠে এল তাঁর নাম। এখন দেখার বিষয়, তদন্তে কী উঠে আসে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৪ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৫ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৬ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৭ ঘণ্টা আগে