Ajker Patrika

৬ মিনিটেই একাধিক রেকর্ড গড়ে ফেললেন সালাহ

ক্রীড়া ডেস্ক    
নতুন রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। ছবি: এএফপি
নতুন রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। ছবি: এএফপি

রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন মোহাম্মদ সালাহ। গোল যেমন করছেন, তেমনি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে না হতেই সালাহ দেখালেন তাঁর জাদু। এক রাতে তিনি গড়লেন একাধিক রেকর্ড।

অ্যানফিল্ডে গতকাল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে লিভারপুলের নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। ম্যাচে খেলতে নেমেই সালাহ ভাঙলেন কিংবদন্তি স্টিভেন জেরার্ডের রেকর্ড। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ ম্যাচ খেলেছেন সালাহ। মিসরীয় ফুটবলারের কারণে রেকর্ড বইয়ে তিনে চলে গেলেন জেরার্ড। অলরেডদের জার্সিতে জেরার্ড চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ৭৩ ম্যাচ।

আতলেতিকোর বিপক্ষে গত রাতে অ্যানফিল্ডে নামার সঙ্গে সঙ্গে তো রেকর্ড সালাহ গড়েছেন। নতুন এক ইতিহাস গড়তে মিসরীয় ফুটবলারের লেগেছে কেবল ৬ মিনিট। ৪ মিনিটে সালাহর ফ্রি-কিক প্রথমে রিসিভ করেন লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসন। পরবর্তীতে রবার্টসন সেটা গোলে পরিণত করেছেন। অ্যাসিস্টের পর গোল করতে সালাহ সময় নিয়েছেন ২ মিনিট। ৬ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে সালাহ গোল করেন। মিসরীয় ফুটবলারের ইতিহাস গড়ার তথ্য জানা গেছে ‘অপ্টো জো’-এর কাছ থেকে। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ‘অপ্টা’ জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ৬ মিনিটের মধ্যে গোল, অ্যাসিস্ট দুটিই করেছেন সালাহ।

লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৮০ ম্যাচ খেলার রেকর্ড জেমি ক্যারাঘারের। অলরেডদের জার্সিতে ১৯৯৬ থেকে ২০১৩ পর্যন্ত খেলেছেন ক্যারাঘার। এদিকে এ বছরের এপ্রিলে সালাহ লিভারপুলের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি করেছেন। এবারের চ্যাম্পিয়নস লিগে ৭ ম্যাচ খেলে মিসরীয় ফরোয়ার্ডের রেকর্ডটা নিজের নামে লিখিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি।

সালাহর নতুন রেকর্ডের রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লিভারপুল। আতলেতিকোর দুটি গোলই করেছেন মার্কোস লরিয়েন্তে। প্রথম গোলটা করেছেন ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে। দ্বিতীয় গোলটা এসেছে ৮১ মিনিটে। ৯০ মিনিট পর্যন্ত যখন ২-২ সমতায়, তখন পার্থক্য গড়ে দেন ভার্জিল ফন ডাইক। ডমিনিক সোবোসলাইয়ের অ্যাসিস্টে ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোল করেন ভার্জিল ফন ডাইক। একই রাতে আরেক তারকা হ্যারি কেইন জোড়া গোল করেন আলিয়াঞ্জ অ্যারেনায়। সেই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। চেলসির একমাত্র গোলটি ২৯ মিনিটে করেন কোল পালমার। বায়ার্নের আরেকটি গোলে অবদান রয়েছে চেলসিরও। ২০ মিনিটে চেলসি ডিফেন্ডার ট্রেভো চ্যালোবা করেছেন আত্মঘাতী গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

শেষ ওভারে নবির ছক্কাবৃষ্টি, বাংলাদেশের সমীকরণ কী দাঁড়াল

কুমিল্লায় ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ-সেনাবাহিনী মোতায়েন

দিয়াবাড়ির কাশবনে নারীর অর্ধগলিত লাশ, মৃত্যু ১০-১২ দিন আগে: পুলিশ

সেনা আশ্রয় ছেড়ে ভাড়া বাড়িতে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত