ক্রীড়া ডেস্ক
রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন মোহাম্মদ সালাহ। গোল যেমন করছেন, তেমনি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে না হতেই সালাহ দেখালেন তাঁর জাদু। এক রাতে তিনি গড়লেন একাধিক রেকর্ড।
অ্যানফিল্ডে গতকাল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে লিভারপুলের নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। ম্যাচে খেলতে নেমেই সালাহ ভাঙলেন কিংবদন্তি স্টিভেন জেরার্ডের রেকর্ড। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ ম্যাচ খেলেছেন সালাহ। মিসরীয় ফুটবলারের কারণে রেকর্ড বইয়ে তিনে চলে গেলেন জেরার্ড। অলরেডদের জার্সিতে জেরার্ড চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ৭৩ ম্যাচ।
আতলেতিকোর বিপক্ষে গত রাতে অ্যানফিল্ডে নামার সঙ্গে সঙ্গে তো রেকর্ড সালাহ গড়েছেন। নতুন এক ইতিহাস গড়তে মিসরীয় ফুটবলারের লেগেছে কেবল ৬ মিনিট। ৪ মিনিটে সালাহর ফ্রি-কিক প্রথমে রিসিভ করেন লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসন। পরবর্তীতে রবার্টসন সেটা গোলে পরিণত করেছেন। অ্যাসিস্টের পর গোল করতে সালাহ সময় নিয়েছেন ২ মিনিট। ৬ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে সালাহ গোল করেন। মিসরীয় ফুটবলারের ইতিহাস গড়ার তথ্য জানা গেছে ‘অপ্টো জো’-এর কাছ থেকে। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ‘অপ্টা’ জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ৬ মিনিটের মধ্যে গোল, অ্যাসিস্ট দুটিই করেছেন সালাহ।
লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৮০ ম্যাচ খেলার রেকর্ড জেমি ক্যারাঘারের। অলরেডদের জার্সিতে ১৯৯৬ থেকে ২০১৩ পর্যন্ত খেলেছেন ক্যারাঘার। এদিকে এ বছরের এপ্রিলে সালাহ লিভারপুলের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি করেছেন। এবারের চ্যাম্পিয়নস লিগে ৭ ম্যাচ খেলে মিসরীয় ফরোয়ার্ডের রেকর্ডটা নিজের নামে লিখিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি।
সালাহর নতুন রেকর্ডের রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লিভারপুল। আতলেতিকোর দুটি গোলই করেছেন মার্কোস লরিয়েন্তে। প্রথম গোলটা করেছেন ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে। দ্বিতীয় গোলটা এসেছে ৮১ মিনিটে। ৯০ মিনিট পর্যন্ত যখন ২-২ সমতায়, তখন পার্থক্য গড়ে দেন ভার্জিল ফন ডাইক। ডমিনিক সোবোসলাইয়ের অ্যাসিস্টে ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোল করেন ভার্জিল ফন ডাইক। একই রাতে আরেক তারকা হ্যারি কেইন জোড়া গোল করেন আলিয়াঞ্জ অ্যারেনায়। সেই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। চেলসির একমাত্র গোলটি ২৯ মিনিটে করেন কোল পালমার। বায়ার্নের আরেকটি গোলে অবদান রয়েছে চেলসিরও। ২০ মিনিটে চেলসি ডিফেন্ডার ট্রেভো চ্যালোবা করেছেন আত্মঘাতী গোল।
রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন মোহাম্মদ সালাহ। গোল যেমন করছেন, তেমনি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে না হতেই সালাহ দেখালেন তাঁর জাদু। এক রাতে তিনি গড়লেন একাধিক রেকর্ড।
অ্যানফিল্ডে গতকাল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে লিভারপুলের নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। ম্যাচে খেলতে নেমেই সালাহ ভাঙলেন কিংবদন্তি স্টিভেন জেরার্ডের রেকর্ড। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ ম্যাচ খেলেছেন সালাহ। মিসরীয় ফুটবলারের কারণে রেকর্ড বইয়ে তিনে চলে গেলেন জেরার্ড। অলরেডদের জার্সিতে জেরার্ড চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ৭৩ ম্যাচ।
আতলেতিকোর বিপক্ষে গত রাতে অ্যানফিল্ডে নামার সঙ্গে সঙ্গে তো রেকর্ড সালাহ গড়েছেন। নতুন এক ইতিহাস গড়তে মিসরীয় ফুটবলারের লেগেছে কেবল ৬ মিনিট। ৪ মিনিটে সালাহর ফ্রি-কিক প্রথমে রিসিভ করেন লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসন। পরবর্তীতে রবার্টসন সেটা গোলে পরিণত করেছেন। অ্যাসিস্টের পর গোল করতে সালাহ সময় নিয়েছেন ২ মিনিট। ৬ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে সালাহ গোল করেন। মিসরীয় ফুটবলারের ইতিহাস গড়ার তথ্য জানা গেছে ‘অপ্টো জো’-এর কাছ থেকে। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ‘অপ্টা’ জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ৬ মিনিটের মধ্যে গোল, অ্যাসিস্ট দুটিই করেছেন সালাহ।
লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৮০ ম্যাচ খেলার রেকর্ড জেমি ক্যারাঘারের। অলরেডদের জার্সিতে ১৯৯৬ থেকে ২০১৩ পর্যন্ত খেলেছেন ক্যারাঘার। এদিকে এ বছরের এপ্রিলে সালাহ লিভারপুলের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি করেছেন। এবারের চ্যাম্পিয়নস লিগে ৭ ম্যাচ খেলে মিসরীয় ফরোয়ার্ডের রেকর্ডটা নিজের নামে লিখিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি।
সালাহর নতুন রেকর্ডের রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লিভারপুল। আতলেতিকোর দুটি গোলই করেছেন মার্কোস লরিয়েন্তে। প্রথম গোলটা করেছেন ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে। দ্বিতীয় গোলটা এসেছে ৮১ মিনিটে। ৯০ মিনিট পর্যন্ত যখন ২-২ সমতায়, তখন পার্থক্য গড়ে দেন ভার্জিল ফন ডাইক। ডমিনিক সোবোসলাইয়ের অ্যাসিস্টে ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোল করেন ভার্জিল ফন ডাইক। একই রাতে আরেক তারকা হ্যারি কেইন জোড়া গোল করেন আলিয়াঞ্জ অ্যারেনায়। সেই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। চেলসির একমাত্র গোলটি ২৯ মিনিটে করেন কোল পালমার। বায়ার্নের আরেকটি গোলে অবদান রয়েছে চেলসিরও। ২০ মিনিটে চেলসি ডিফেন্ডার ট্রেভো চ্যালোবা করেছেন আত্মঘাতী গোল।
শ্রীলঙ্কার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বেজেছে আফগানিস্তানের। তবে তার আগের ম্যাচে বাংলাদেশের কাছে হারটাই বেশি পোড়াচ্ছে দলটির অধিনায়ক রশিদ খানকে।
৪ মিনিট আগেভারত-ওমান ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে এশিয়া কাপের গ্রুপ পর্ব। কাল শুরু হবে সুপার ফোরের লড়াই। প্রথম ম্যাচেই দুবাইয়ে মুখোমুখি হব বাংলাদেশ-শ্রীলঙ্কা। চার দলের মধ্যে এবারও বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। প্রতিটি ম্যাচেই বিরতি নিয়ে খেলবে তারা।
১ ঘণ্টা আগেএশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে ওমান। জায়ান্টদের বিপক্ষে প্রথমবারের মতো ম্যাচ খেলতে নামছে মধ্যপ্রাচ্যের দেশটি। তাদের সামনে সুযোগ থাকছে সূর্যকুমার যাদবদের হারিয়ে ইতিহাস গড়ার। যদিও কাজটা মোটেও সহজ হবে না নিচের সারির দলটির জন্য।
১ ঘণ্টা আগেউয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২–১ গোল হারিয়েছে বার্সেলোনা। কাতলানদের হয়ে দুটি গোলই করেছেন মার্কাস রাশফোর্ড। এই ইংলিশ ফরোয়ার্ডের এমন পারফরম্যান্সে মোটেও অবাক হননি বার্সার প্রধান কোচ হান্সি ফ্লিক। রাশফোর্ড সম্পর্কে বেশ ভালোই ধারণা আছে তার।
২ ঘণ্টা আগে