স্প্যানিশ ক্রীড়া মাধ্যম বিসকারের শিরোনামটা অনুবাদ করলে দাঁড়ায় এমন—‘৫ মিনিটে লুইস সুয়ারেসের ঐতিহাসিক হ্যাটট্রিক।’ শিরোনামে ৫ মিনিট লেখা হলেও আদতে সময় লাগল কিন্তু ৫ মিনিট ২৫ সেকেন্ড। ম্যাচের ৪০ মিনিট ০৮ সেকেন্ড থেকে ৪৫ মিনিট ৩৩ সেকেন্ড—এই সময়ের মধ্যেই করলেন তিন গোল।
সেটিও সাবেক ক্লাব গ্রানাদা বিপক্ষে। কলম্বিয়ান ফরোয়ার্ড সুয়ারেসের এমন দুর্দান্ত নৈপুণ্যেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আলমেরিয়া। ঘরের মাঠে লা লিগার ম্যাচটি তারা ড্র করেছে ৩-৩ গোলে। বিরতির পর তিনটি গোলই শোধ দেয় তারা। ৮৬ মিনিটে গ্রানাদার তৃতীয় গোলটি করে এমন রোমাঞ্চকর ম্যাচটিতে কাউকে পয়েন্ট হারাতে দেননি মির্তো উজুনি।
তার আগে আন্দালুসিয়ান ডার্বিতে প্রথমার্ধে সুয়ারেস ও লার্গি রামাজানি জুটিতে বড় জয়ের স্বপ্ন দেখছিল আলমেরিয়া। এ মৌসুমে মার্শেই থেকে স্পেনে আসা ২৫ বছর বয়সী সুয়ারেস তিনটি গোলই করেছেন রামাজানির অ্যাসিস্ট থেকে।
সুয়ারেসের পেশাদারি ক্যারিয়ারে এটি প্রথম হ্যাটট্রিক। তবে লা লিগায় সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ডটি সামান্যর জন্য ভাঙতে পারেননি তিনি। ২০১৭ সালে ৪ মিনিট ৪৫ সেকেন্ড নিয়ে এই কীর্তিটি গড়েন আতলাতিকো মাদ্রিদের সাবেক স্ট্রাইকার কেভিন গ্যামারিও।
স্প্যানিশ ক্রীড়া মাধ্যম বিসকারের শিরোনামটা অনুবাদ করলে দাঁড়ায় এমন—‘৫ মিনিটে লুইস সুয়ারেসের ঐতিহাসিক হ্যাটট্রিক।’ শিরোনামে ৫ মিনিট লেখা হলেও আদতে সময় লাগল কিন্তু ৫ মিনিট ২৫ সেকেন্ড। ম্যাচের ৪০ মিনিট ০৮ সেকেন্ড থেকে ৪৫ মিনিট ৩৩ সেকেন্ড—এই সময়ের মধ্যেই করলেন তিন গোল।
সেটিও সাবেক ক্লাব গ্রানাদা বিপক্ষে। কলম্বিয়ান ফরোয়ার্ড সুয়ারেসের এমন দুর্দান্ত নৈপুণ্যেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আলমেরিয়া। ঘরের মাঠে লা লিগার ম্যাচটি তারা ড্র করেছে ৩-৩ গোলে। বিরতির পর তিনটি গোলই শোধ দেয় তারা। ৮৬ মিনিটে গ্রানাদার তৃতীয় গোলটি করে এমন রোমাঞ্চকর ম্যাচটিতে কাউকে পয়েন্ট হারাতে দেননি মির্তো উজুনি।
তার আগে আন্দালুসিয়ান ডার্বিতে প্রথমার্ধে সুয়ারেস ও লার্গি রামাজানি জুটিতে বড় জয়ের স্বপ্ন দেখছিল আলমেরিয়া। এ মৌসুমে মার্শেই থেকে স্পেনে আসা ২৫ বছর বয়সী সুয়ারেস তিনটি গোলই করেছেন রামাজানির অ্যাসিস্ট থেকে।
সুয়ারেসের পেশাদারি ক্যারিয়ারে এটি প্রথম হ্যাটট্রিক। তবে লা লিগায় সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ডটি সামান্যর জন্য ভাঙতে পারেননি তিনি। ২০১৭ সালে ৪ মিনিট ৪৫ সেকেন্ড নিয়ে এই কীর্তিটি গড়েন আতলাতিকো মাদ্রিদের সাবেক স্ট্রাইকার কেভিন গ্যামারিও।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে