এবারে প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। গতকালও সেই গতিটা দেখা গেছে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে গানাররা।
এমন দুর্দান্ত জয়ে খুশি কোচ মিকেল আর্তেতা। ম্যাচ শেষে প্রতিপক্ষদের এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি। আর্সেনাল কোচ জানিয়েছেন, নিজেদের জয়ের ধারা থামাচ্ছেন না তাঁরা।
শেষবার ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। দীর্ঘ এই শিরোপাখরা ঘোচানোর দুর্দান্ত সুযোগ এবার তাদের সামনে। এই সুযোগ কাজে লাগাতে চান বলেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে শিষ্যদের আরও উন্নতির কথা জানিয়েছেন আর্তেতা।
আর্তেতা বলেছেন, ‘আমি যা পছন্দ করি তা করতে প্রত্যেকেরই উৎসাহ রয়েছে। আমরা এটি থামাতে চাইছি না। সামনে আরও অগ্রসর হতে হবে। উন্নতি করার পন্থা হলো এই খেলাটি দেখা এবং বোঝা যে আমরা আরও ভালো করতে পারি। বিশেষ করে প্রথমার্ধে।’
গতকালের জয়ে দুইয়ে থাকা ম্যানেচস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আর্সেনাল। ২৫ ম্যাচে শীর্ষে থাকা গানারদের পয়েন্ট ৬০। অন্যদিকে সমান ম্যাচে ৫৫ পয়েন্ট সিটিজেনদের। তালিকার শীর্ষে থাকায় আর্তেতার কাছে চানতে চাওয়া হয়েছিল এবারের প্রিমিয়ার লিগ জয়ে কোন দল ফেবারিট। উত্তরে তিনি বলেছেন, ‘আপনারা জানেন আমার উত্তর।’
এমিরেটসের এভারটনের বিপক্ষে ৪ গোলের জয়ে দুই অর্ধে দুটি করে গোল করেছে আর্সেনাল। ৪০ মিনিটে প্রথম গোল করেন বুকায়ো সাকা। আর বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত সময়ে দলের দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। পরে আরও ১টি গোল করেন মার্টিনেলি। তৃতীয় গোল করা মার্টিন ওডেগার্ডের পরের গোলটিই করেন ব্রাজিলিয়ান তারকা।
এবারে প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। গতকালও সেই গতিটা দেখা গেছে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে গানাররা।
এমন দুর্দান্ত জয়ে খুশি কোচ মিকেল আর্তেতা। ম্যাচ শেষে প্রতিপক্ষদের এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি। আর্সেনাল কোচ জানিয়েছেন, নিজেদের জয়ের ধারা থামাচ্ছেন না তাঁরা।
শেষবার ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। দীর্ঘ এই শিরোপাখরা ঘোচানোর দুর্দান্ত সুযোগ এবার তাদের সামনে। এই সুযোগ কাজে লাগাতে চান বলেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে শিষ্যদের আরও উন্নতির কথা জানিয়েছেন আর্তেতা।
আর্তেতা বলেছেন, ‘আমি যা পছন্দ করি তা করতে প্রত্যেকেরই উৎসাহ রয়েছে। আমরা এটি থামাতে চাইছি না। সামনে আরও অগ্রসর হতে হবে। উন্নতি করার পন্থা হলো এই খেলাটি দেখা এবং বোঝা যে আমরা আরও ভালো করতে পারি। বিশেষ করে প্রথমার্ধে।’
গতকালের জয়ে দুইয়ে থাকা ম্যানেচস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আর্সেনাল। ২৫ ম্যাচে শীর্ষে থাকা গানারদের পয়েন্ট ৬০। অন্যদিকে সমান ম্যাচে ৫৫ পয়েন্ট সিটিজেনদের। তালিকার শীর্ষে থাকায় আর্তেতার কাছে চানতে চাওয়া হয়েছিল এবারের প্রিমিয়ার লিগ জয়ে কোন দল ফেবারিট। উত্তরে তিনি বলেছেন, ‘আপনারা জানেন আমার উত্তর।’
এমিরেটসের এভারটনের বিপক্ষে ৪ গোলের জয়ে দুই অর্ধে দুটি করে গোল করেছে আর্সেনাল। ৪০ মিনিটে প্রথম গোল করেন বুকায়ো সাকা। আর বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত সময়ে দলের দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। পরে আরও ১টি গোল করেন মার্টিনেলি। তৃতীয় গোল করা মার্টিন ওডেগার্ডের পরের গোলটিই করেন ব্রাজিলিয়ান তারকা।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৩ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৬ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৭ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৮ ঘণ্টা আগে