Ajker Patrika

মাথায় ব্যান্ডেজ নিয়ে গোল করা শামসুন্নাহার শঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাথায় ব্যান্ডেজ নিয়ে গোল করা শামসুন্নাহার শঙ্কামুক্ত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। যে ম্যাচের অন্তিম সময়ে গোল করে দলকে হারের কবল থেকে রক্ষা করেন শামসুন্নাহার জুনিয়র। তার আগে ম্যাচের ১০ মিনিটেই চোট পান বাংলাদেশ দলের এই ফরোয়ার্ড। মাথায় ব্যান্ডেজ নিয়েই লড়াই চালিয়ে যান। বাফুফে সূত্রের খবর, তাঁর চোট গুরুতর নয়।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গতকাল সতীর্থ ঋতুপর্ণা চাকমার থেকে পাওয়া বল হেডে জালে জড়াতে গিয়ে পাকিস্তানের অধিনায়ক মারিয়া জামিলা খানের সঙ্গে ধাক্কা লাগে শামসুন্নাহারের। মুহূর্তেই দুজনের মাথা কেটে যায়। দলের ফিজিও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কপালে ব্যান্ডেজ বেঁধে মাঠে নামেন শামসুন্নাহার। হারতে বসা ম্যাচে দলের গুরুত্বপূর্ণ গোল করে বাংলাদেশকে টুর্নামেন্টে টিকিয়ে রাখেন।

ম্যাচ শেষে জাতীয় দলের সব ফুটবলার টিম হোটেলে ফিরলেও কাঠমান্ডুর স্টার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় শামসুন্নাহারকে। একই সঙ্গে ওই হাসপাতালে নেওয়া হয় পাকিস্তান অধিনায়ককেও। তবে আশা জাগানিয়া খবর, মারিয়ার তিনটি সেলাই লাগলেও শামসুন্নাহারের কোনো সেলাই লাগেনি। চিকিৎসক জানিয়েছেন শামসুন্নাহার এখন পুরোপুরি শঙ্কামুক্ত।

আগামী ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে শামসুন্নাহারকে পাওয়ার আশা কোচ পিটার বাটলারের। 

এর আগে ২০২৩ সালেও এমন চোট পেয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। সেবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলতে নেমে মাথায় আঘাত পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত