Ajker Patrika

বাফুফের সহ সভাপতিকে বড় অঙ্কের জরিমানা ফিফার, শাস্তি বাড়ল সোহাগের

আপডেট : ২৪ মে ২০২৪, ০৯: ৫৯
বাফুফের সহ সভাপতিকে বড় অঙ্কের জরিমানা ফিফার, শাস্তি বাড়ল সোহাগের

দুর্নীতি ও আর্থিক অনিয়মের দায়ে গত বছর এপ্রিলে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাফুফের সে সময়ের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সেই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। কিন্তু সেই আপিল বুমেরাং হয়েছে তাঁর জন্য। এক বছর বাড়িয়ে দুই বছরের নিষেধাজ্ঞা তিন বছর করেছে ফিফার এথিক্স কমিটি। 

এখানেই শেষ নয়, দুর্নীতিতে যে বাফুফের আরও কর্মকর্তা জড়িত, সেটাও এখন প্রমাণিত। কারণ, এবার সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, যিনি সে সময় বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন, তাঁকেও জরিমানা করেছে ফিফা। তাঁকে জরিমানা করা হয়েছে ১০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১২ লাখ ৮৫ হাজার টাকা)। বড় শাস্তি হয়েছে বাফুফের সাবেক অর্থ বিষয়ক প্রধান কর্মকর্তা আবু হোসেন এবং সাবেক অপারেশন ম্যানেজার মিজানুর রহমানেরও। ফিফার এথিকস কমিটি ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে দুজনকেই। সঙ্গে দুজনকেই জরিমানা করা হয়েছে ১০ হাজার সুইস ফ্রাঁ যা টাকার অঙ্কে প্রায় ১২ লাখ ৮৫ হাজার। 

বাফুফের প্রকিউরমেন্ট ও স্টোর অফিসার ইমরুল হাসান শরীফকে ভবিষ্যতের আচরণের জন্য সতর্ক করা হয়েছে। সঙ্গে তাঁকে ফিফা প্রদত্ত অনুবর্তিতা বা আদেশ পালনের (কমপ্লায়েন্স) প্রশিক্ষণ নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। 

ফিফার এক বিবৃতিতে জানানো হয়েছে, বিচারকেরা প্রত্যেকের ব্যাপারে সতর্কতার সঙ্গে বিচার বিশ্লেষণ, সাক্ষ্য প্রমাণ, তদন্তের মাধ্যমে আলাদা আলাদা শুনানিতে এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ভুয়া কাগজপত্র দাখিলের মাধ্যমে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত ফিফা ফান্ড তছরুপের অভিযোগে এই শাস্তি পাচ্ছেন তাঁরা। 

ফিফা কোড অব এথিক কমিটি জানায়, আবু নাঈম সোহাগ, আবু হোসেন ও মিজানুর রহমান আর্টিকেল ১৪ (সাধারণ দায়িত্ব), আর্টিকেল ১৬ (আনুগত্য কর্তব্য) ও আর্টিকেল ২৫ (জালিয়াতি ও মিথ্যাচার) ভঙ্গ করেছেন। আর আবদুস সালাম মুর্শেদী ও ইমরুল হাসান শরীফ ভঙ্গ করেছেন আর্টিকেল ১৪ (সাধারণ দায়িত্ব)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত