Ajker Patrika

ব্রাজিল ম্যাচের দিন ভক্তকে লাথি মারলেন ইতো

ব্রাজিল ম্যাচের দিন ভক্তকে লাথি মারলেন ইতো

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের ম্যাচ মানেই অন্যরকম আবহ। আর এই ম্যাচেই এক আলোচিত ঘটনা ঘটালেন স্যামুয়েল ইতো। ভক্তকে লাথি মারেন ইতো।

গতকাল ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। স্টেডিয়ামের বাইরে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন স্যামুয়েল ইতো। সেখানে ক্যামেরা হাতে এক ভক্ত ছবি তোলার জন্য ছুটছিলেন। হঠাৎই ইতোর মেজাজ বিগড়ে যায়। ভক্তকে লাথি মেরে বসেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার। 

ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে এই মুহূর্তে কাতারে আছেন ইতো। সুইজার‍ল্যান্ডের বিপক্ষে ১-০ তে হেরে টুর্নামেন্ট শুরু করে ক্যামেরুন। এরপর সার্বিয়ার বিপক্ষে ৩-৩ ড্র করে ক্যামেরুন। আর ব্রাজিলকে ১-০ কে হারিয়ে দেয় আফ্রিকার এই দেশটি। যেখানে প্রথম আফ্রিকান দেশ হিসেবে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। তবে পয়েন্টের মারপ্যাঁচে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে বিদায় জানাতে হয় আফ্রিকার এই দেশটিকে। 

ক্যামেরুনের জার্সিতে ১১৪ ম্যাচ খেলেন ইতো। করেছেন ৫৬ গোল আর অ্যাসিস্ট করেন ৭ গোলে। আর ক্লাব ফুটবলে ৭২৫ ম্যাচে করেছেন ৩৬২ গোল, অ্যাসিস্ট করেন ১১৭ গোলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত