Ajker Patrika

‘হালান্ডের ৮০০ গোল করার সামর্থ্য রয়েছে’

‘হালান্ডের ৮০০ গোল করার সামর্থ্য রয়েছে’

গোল করা দারুণ এক অভ্যাস বানিয়ে ফেলেছেন আর্লিং হালান্ড। মাঠে নামলেই হালান্ডের গোল-এটা যেন একরকম নিয়ম হয়ে গেছে। দুরন্ত গতিতে ছুটে চলা হালান্ডকে দেখে কেভিন ডি ব্রুইন মনে করেন, তাঁর (হালান্ড) ৮০০ গোল করার সামর্থ্য রয়েছে। 

চলতি মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। ১৯ ম্যাচে করেছেন ২৪ গোল, করেছেন ৩টা হ্যাটট্রিক। যার মধ্যে প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে করেন ১৮ গোল, হ্যাটট্রিক ৩টি এসেছে প্রিমিয়ার লিগেই। সিটিতে এই বিস্ফোরক ফর্ম দেখে হালান্ডকে প্রশংসায় ভাসান ডি ব্রুইন। সতীর্থকে নিয়ে বেলজিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘সে প্রায় ২০০ গোল করে ফেলেছে। যদি সে ফিট থাকে এবং তার কাজটা করতে পারে ঠিকমতো, তাহলে ৬০০,৭০০ এমনকি ৮০০ গোলও করতে পারে।’

ডি ব্রুইন আরও বলেন, ‘সে (হালান্ড) এখনো তরুণ। ফুটবল খুব উপভোগ করছে। সে গোল করতে পছন্দ করে। আমার কাছে মনে হয়, এখানেই সে সবার থেকে আলাদা।’ 

সার্জিও আগুয়োরো, রোমেলু লুকাকু, গ্যাব্রিয়েল জেসুস-এসব তারকা ফুটবলারদের নামও কথা প্রসঙ্গে উল্লেখ করেছেন ডি ব্রুইন। হালান্ডের সঙ্গে তাঁদের তুলনা করে ডি ব্রুইন বলেন, ‘তাদের সঙ্গে তুলনা করা খুবই কঠিন। কারণ তারা পুরোপুরি ভিন্ন। তারা সবাই ৩০০,৪০০ গোল করে ফেলেছে। সে (হালান্ড) গোলের ব্যাপারে খুবই সিরিয়াস। তাদেরকে ছাড়িয়েও যেতে পারে।’ 

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত ১৮০ গোল করেছেন হালান্ড। ক্লাব ফুটবলে ২০২ ম্যাচে ১৫৯ গোল করেন। আর নরওয়ের জার্সিতে ২৩ ম্যাচে ২১ গোল করেন এই সেন্টার ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত