Ajker Patrika

ড্রয়ের পর রোনালদো বললেন, ‘কঠিন ম্যাচ’

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৪: ২৬
ড্রয়ের পর রোনালদো বললেন, ‘কঠিন ম্যাচ’

নতুন করে সাজতে শুরু করেছে সৌদি প্রো লিগ। ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পথ ধরে মরুর বুকে ফুটবলের ফুল ফোটাতে এসেছেন করিম বেনজেমা, এনগোলা কান্তে, এদুয়ার্দ মেন্দি, রিয়াদ মাহরেজ, জর্ডান হেন্ডারসনসহ বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা। নতুন মৌসুম শুরুর আগে সৌদি ক্লাবগুলোও খেলেছে প্রীতি ম্যাচ।

দিন চারেক আগে জাপান সফরে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে গোলশূন্য ড্র করেছে রোনালদোর ক্লাব আল-নাসর। সেই ম্যাচে পর্তুগিজ উইঙ্গারের পুরোনো রূপই দেখা গেছে। তবে গতকাল সেভাবে জ্বলে উঠতে পারেননি। লিগের নতুন মৌসুম শুরুর আগে গত রাতে আল নাসর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে স্বদেশি ক্লাব আল-শাবাবের বিপক্ষে। মরুর দেশগুলোর এই ক্লাব প্রতিযোগিতায় রোনালদোদের বাকি দুই প্রতিপক্ষ মিশরের জামালেক ও তিউনিশিয়ার মোনাস্তির। 

শাবাবের বিপক্ষে একাদশে ছিলেন না রোনালদো। ৩৮ বছর বয়সী তারকা মাঠে নামেন ৬২ মিনিটে। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও জালের দেখা পাননি, দলকে এনে দিতে পারেননি জয়। অবশ্য পুরো ম্যাচে বল দখল, গোলের লক্ষ্যে শট, পাসে এগিয়ে ছিল আল-শাবাব। 

ড্র করলেও হতাশ নন রোনালদো। লড়াই জারি রাখতে চান তিনি। ম্যাচ শেষে ফেসবুকে নিজের দুটি ম্যাচের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গ্রুপ পর্বে কঠিন প্রথম ম্যাচ! আরও দুই ম্যাচ আছে। আমরা লড়াই জারি রাখব।’

এই টুর্নামেন্টে আল নাসর পরের ম্যাচ খেলবে মোনাস্তিরের বিপক্ষে। রোনালদোরা সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করবে ১৪ আগস্ট, ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত