Ajker Patrika

নেশনস লিগেও খেলবেন মদরিচ 

নেশনস লিগেও খেলবেন মদরিচ 

কাতার বিশ্বকাপের পর জাতীয় দল থেকে লুকা মদরিচের অবসর নেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে সেখানেই থামেননি। খেলেছেন গত জুলাইয়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার যে এখনই থামছেন না সেটির ইঙ্গিত দিয়েছিলেন তখন। এবার উয়েফা নেশনস লিগেও খেলবেন রিয়াল মাদ্রিদ তারকা। 

নেশনস লিগের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। সেই দলে আছেন আগামী সেপ্টেম্বরে ৩৯ বছর বয়সে পা দিতে যাওয়া মদরিচ। ২০০৬ সালে ২০ বছর বয়সে অভিষেকের পর দেশের হয়ে ১৭৮ ম্যাচ খেলেছেন তিনি। 

গত ইউরোতে ক্রোয়েশিয়া গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর মদরিচ জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কিনা সেটি নিয়ে শঙ্কা ছিল। তবে তাঁর সতীর্থ দোমাগোজ ভিদা ও মার্সেলো ব্রোজোভিচ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর জ্লাতকো দালিচ বলেন, ‘আনন্দিত যে আমাদের অধিনায়ক বোর্ডে আছেন।’ তিনি আরও বলেন, ‘সে আমাদের শক্তি, মাঠে ও মাঠের বাইরে’। 

তবে লা লিগায় নতুন মৌসুম শুরু করা মদরিচের এটিই শেষ মৌসুম রিয়ালের জার্সিতে। ক্রোয়াটরা নেশনস লিগে আছে ‘এ লিগে’। ৫ সেপ্টম্বর তার যাবে পর্তুগাল সফরে। তার তিন দিন পরের ঘরের মাটিতে খেলবে পোল্যান্ডের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত