Ajker Patrika

প্রেমিকা ও বোনকে নিয়ে সমুদ্রে জলকেলিতে মত্ত নেইমার

আপডেট : ১৩ জুন ২০২২, ২০: ৪৫
প্রেমিকা ও বোনকে নিয়ে সমুদ্রে জলকেলিতে মত্ত নেইমার

ক্লাব ফুটবলের মৌসুম শেষেই মাঠে নেমে যেতে হয়েছিল জাতীয় দলগুলোকে। সেই পর্ব শেষ করে এবার কিছুটা অবসর পেলেন ফুটবলাররা। সেই অবসরে মিয়ামিতে ছুটি কাটাতে গেছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমার। এই ভ্রমণে নেইমারের সঙ্গী হয়েছেন বোন রাফায়েলা এবং প্রেমিকা ব্রুনো বিয়ানকর্দি। 

কদিন পরেই ক্লাব ফুটবলের লড়াই শুরু হবে আবার। তারপর বিশ্বকাপের লড়াই। খেলোয়াড়েরা নিজেদের মতো সময় কাটানোর সুযোগ খুব একটা পাবেন না আর। তাই মিয়ামির সমুদ্রে জলকেলিতে মেতে হাতে পাওয়া অবসরটুকু দারুণ উপভোগ করছেন নেইমার। সমুদ্রের পানিতে ব্রাজিলিয়ান তারকা নেইমারের দাপাদাপির বেশ কিছু ছবিও সামনে এসেছে। 

জলকেলিতে মত্ত নেইমারশুধু নেইমারই নন, সমুদ্রে গিয়ে নিজেদের সময়টাকে দারুণ উপভোগ করেছেন রাফায়েলা ও ব্রুনোও। এ সময় সুইম স্যুটে উত্তাপ ছড়াতেও দেখা গেছে তাঁদের। পরে তাঁদের সঙ্গে যোগ দেন নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ আর্থার মেলো। শুধু সমুদ্রেই নয়, সমুদ্রের বাইরেও আনন্দমুখর সময় পার করতে দেখা গেছে নেইমারদের। 

নেইমারের বোন রাফায়েলাশুরুতে ব্রুনোর সঙ্গে নেইমারের প্রেম গুঞ্জন আকারেই ছিল। গত ডিসেম্বরে প্রথম জনসমক্ষে আসেন তাঁরা। আর এখন তো চুটিয়ে প্রেম করছেন!  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত