চলে গেলেন পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ বিশ্বকাপজয়ী স্ট্রাইকার বার্নড হোলজেনবেইন। ৭৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। আজ খবরটি নিশ্চিত করেছে তাঁর সাবেক ক্লাব এনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
স্ট্রাইকার বা উইঙ্গার—দুই জায়গাতেই খেলতে পারতেন হোলজেনবেইন। ফ্রাঙ্কফুর্টে সঙ্গে তঁর ছিল লম্বা সময়ের সম্পর্ক। পেশাদারি ক্যারিয়ারের শুরুটাও করেছিলেন জার্মান ক্লাবটিতে। পশ্চিম জার্মানির হয়ে ৪০ ম্যাচে তিনি ৫ গোল করেছেন।
মিউনিখে ১৯৭৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হোলজেনবেইনের। ইয়োহান ক্রুইফের নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে একটি পেনাল্টি আদায় করেন তিনি। সেই পেনাল্টি থেকে গোল করে পল ব্রেইটনার ১-১ গোলে সমতায় ফেরান জার্মানিকে। পরে প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে জার্মানির জয়সূচক গোলটি করেন জার্ড মুলার। ২-১ গোলে জিতে ২০ বছর পর দ্বিতীয়বারের মতন বিশ্বকাপ ঘরে তোলে জার্মানরা।
সেই ফাইনালে হোলজেনবেইনের ডাইভ দিয়ে পেনাল্টি আদায় করা নিয়ে বেশ সমালোচনা করেন ডাচ সমর্থকেরা। তবে সারা জীবন সেটিকে ‘নিশ্চিত পেনাল্টি’ দাবি করে গেছেন তিনি।
১৯৭৬ ইউরোর ফাইনালেও খেলেছেন হোলজেনবেইন। সেই ম্যাচে তাঁর শেষ মুহূর্তের গোলে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে জার্মানি। তবে পেনাল্টিতে হারায় শিরোপা জেতা হয়নি তাদের।
ক্লাব পর্যায়ে ক্যারিয়ারের অধিকাংশ সময় ফ্রাঙ্কফুর্টে কাটিয়েছেন হোলজেনবেইন। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি। বুন্দেসলিগায় ফ্রাঙ্কফুর্টের হয়ে ৪২০ ম্যাচে করেছেন ১৬০ গোল। ফ্রাঙ্কফুর্টে ১৪ বছরের ক্যারিয়ারে জিতেছেন তিনটি জার্মান কাপ ও একটি উয়েফা কাপ।
জার্মান ফুটবল ছাড়ার পর বেশ কয়েক বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে কাটান হোলজেনবেইন। খেলেছেন ফোর্ট লওডারহিল স্ট্রাইকার্স, মেমফিস আমেরিকানস ও বাল্টিমোর ব্লাস্টের হয়ে। আমেরিকা-অধ্যায় শেষে হোলজেনবইন আবারও ফ্রাঙ্কফুর্টে ফেরেন এবং ক্লাবটির পরিচালক ও স্কাউট হিসেবেও কাজ করেন।
হোলজেনবেইনের মৃত্যুতে ফ্রাঙ্কফুর্টের প্রধান নির্বাহী অ্যাক্সেল হেলমান বলেছেন, ‘বার্নড হোলজেনবেইন প্রায় ৬০ বছর ধরে এনট্রাখট ফ্রাঙ্কফুর্টে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন। আমরা শুধু একজন মহান ব্যক্তিতে হারাইনি, একজন বিশ্বস্ত কর্মী ও চমৎকার বন্ধুকেও হারালাম।’
চলে গেলেন পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ বিশ্বকাপজয়ী স্ট্রাইকার বার্নড হোলজেনবেইন। ৭৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। আজ খবরটি নিশ্চিত করেছে তাঁর সাবেক ক্লাব এনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
স্ট্রাইকার বা উইঙ্গার—দুই জায়গাতেই খেলতে পারতেন হোলজেনবেইন। ফ্রাঙ্কফুর্টে সঙ্গে তঁর ছিল লম্বা সময়ের সম্পর্ক। পেশাদারি ক্যারিয়ারের শুরুটাও করেছিলেন জার্মান ক্লাবটিতে। পশ্চিম জার্মানির হয়ে ৪০ ম্যাচে তিনি ৫ গোল করেছেন।
মিউনিখে ১৯৭৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হোলজেনবেইনের। ইয়োহান ক্রুইফের নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে একটি পেনাল্টি আদায় করেন তিনি। সেই পেনাল্টি থেকে গোল করে পল ব্রেইটনার ১-১ গোলে সমতায় ফেরান জার্মানিকে। পরে প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে জার্মানির জয়সূচক গোলটি করেন জার্ড মুলার। ২-১ গোলে জিতে ২০ বছর পর দ্বিতীয়বারের মতন বিশ্বকাপ ঘরে তোলে জার্মানরা।
সেই ফাইনালে হোলজেনবেইনের ডাইভ দিয়ে পেনাল্টি আদায় করা নিয়ে বেশ সমালোচনা করেন ডাচ সমর্থকেরা। তবে সারা জীবন সেটিকে ‘নিশ্চিত পেনাল্টি’ দাবি করে গেছেন তিনি।
১৯৭৬ ইউরোর ফাইনালেও খেলেছেন হোলজেনবেইন। সেই ম্যাচে তাঁর শেষ মুহূর্তের গোলে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে জার্মানি। তবে পেনাল্টিতে হারায় শিরোপা জেতা হয়নি তাদের।
ক্লাব পর্যায়ে ক্যারিয়ারের অধিকাংশ সময় ফ্রাঙ্কফুর্টে কাটিয়েছেন হোলজেনবেইন। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি। বুন্দেসলিগায় ফ্রাঙ্কফুর্টের হয়ে ৪২০ ম্যাচে করেছেন ১৬০ গোল। ফ্রাঙ্কফুর্টে ১৪ বছরের ক্যারিয়ারে জিতেছেন তিনটি জার্মান কাপ ও একটি উয়েফা কাপ।
জার্মান ফুটবল ছাড়ার পর বেশ কয়েক বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে কাটান হোলজেনবেইন। খেলেছেন ফোর্ট লওডারহিল স্ট্রাইকার্স, মেমফিস আমেরিকানস ও বাল্টিমোর ব্লাস্টের হয়ে। আমেরিকা-অধ্যায় শেষে হোলজেনবইন আবারও ফ্রাঙ্কফুর্টে ফেরেন এবং ক্লাবটির পরিচালক ও স্কাউট হিসেবেও কাজ করেন।
হোলজেনবেইনের মৃত্যুতে ফ্রাঙ্কফুর্টের প্রধান নির্বাহী অ্যাক্সেল হেলমান বলেছেন, ‘বার্নড হোলজেনবেইন প্রায় ৬০ বছর ধরে এনট্রাখট ফ্রাঙ্কফুর্টে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন। আমরা শুধু একজন মহান ব্যক্তিতে হারাইনি, একজন বিশ্বস্ত কর্মী ও চমৎকার বন্ধুকেও হারালাম।’
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
২ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৬ ঘণ্টা আগে