Ajker Patrika

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

অনলাইন ডেস্ক
ভারত ম্যাচের আগে অন্তত চার সপ্তাহ প্রস্তুতির জন্য চান হাভিয়ের কাবরেরা ছবি: বাফুফে
ভারত ম্যাচের আগে অন্তত চার সপ্তাহ প্রস্তুতির জন্য চান হাভিয়ের কাবরেরা ছবি: বাফুফে

চুক্তির বাইরে থাকলেও প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন হাভিয়ের কাবরেরা। যে দুই প্রতিযোগিতায় স্থানীয় ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও খুশি তিনি।

কদিন আগে কাবরেরার সঙ্গে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত নতুন চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চুক্তির পর আজই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন এই কোচ। আর সেখানেই বললেন ঘরোয়া লিগে ক্লাবগুলোর পারফর্ম এবং স্থানীয় খেলোয়াড়দের কথা, ‘স্থানীয় কোচিং স্টাফদের নিয়ে ঘরোয়ার ম্যাচগুলো আমরা অনুসরণ করেছি। হাসান ও মেহেদী (সহকারী কোচ) ফেডারেশন কাপের ম্যাচগুলো অনুসরণ করেছে। ঘরোয়া ম্যাচগুলো দেখে আমি বসুন্ধরা কিংস ও মোহামেডান, আবাহনী, এমনকি ফর্টিসের স্থানীয় খেলোয়াড়দের নিয়ে খুশি। তারা যথেষ্ট ভালো করেছে।’

কাবরেরার সামনে এখন বড় চ্যালেঞ্জ মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে দারুণ কিছু করা। সেই লক্ষ্য নিয়েই সৌদিতে ক্যাম্প করবে বাংলাদেশ দল। তবে মূল ম্যাচের আগে অন্তত চার সপ্তাহ প্রস্তুতির জন্য চান এই স্প্যানিশ কোচ, ‘ক্যাম্প শুরুর দিনক্ষণ নিয়ে এখনো নিশ্চিত নই। তবে ফেব্রুয়ারিতে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় পেতে চাই। হামজা কবে আসবে সে ব্যাপারে আমার মনে হয় কর্তৃপক্ষ আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবে, আমি আসলে এই বিষয়টি জানি না। সম্ভবত উইন্ডো যখন খুলবে (তখন সে আসবে)।’

এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ছাড়াও বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং। প্রথম ম্যাচটা ভারতের শিলংয়ে হতে পারে। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে সহজ হবে না। তাই সৌদিতে ক্যাম্প করলে সেটা দলের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন কাবরেরা, ‘হ্যাঁ, ক্যাম্প শুরু নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের মতো এবারও সৌদি আরবের ক্যাম্প করার সর্বোচ্চ চেষ্টা করব, যেটা আমাদের জন্য অতীতে উপকারী ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত