Ajker Patrika

ফুটসালে ইরানি কোচের ওপর আস্থা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ফুটসাল দলের কোচ সাঈদ খোদারাহমি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটসাল দলের কোচ সাঈদ খোদারাহমি। ছবি: সংগৃহীত

প্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি।

ফুটসালে জাতীয় দলের হেড কোচ হতে লেভেল ৩ সনদ প্রয়োজন। বাংলাদেশের কোনো কোচেরই তা নেই। বাফুফের কাছে তাই বিদেশি কোচ আনা ছাড়া কোনো উপায় ছিল না। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘সাঈদ আগামী সপ্তাহের মধ্যে ঢাকায় এসে দায়িত্ব নেবেন। সেপ্টেম্বর পর্যন্ত তিনি দলের সঙ্গে কাজ করবেন।’

৫৯ বছর বয়সী সাঈদ ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে কাজ করেছেন টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্য হিসেবে। ২০১২-১৬ পর্যন্ত ছিলেন মিয়ানমার ফুটসাল দলের প্রধান কোচ।

বাংলাদেশ বাছাই খেলবে এশিয়ান ফুটসালের বর্তমান চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে। ২০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে ইরানের মুখোমুখি হবে তারা। এছাড়া ২২ সেপ্টেম্বর মালয়েশিয়া ও ২৪ সেপ্টেম্বর প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া সেরা ৭টি দল জায়গা করে নেবে মূল পর্বে। বাংলাদেশের গ্রুপের সব ম্যাচ হবে মালয়েশিয়ার তেরতুতুপ সুকপা স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত