নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৩ সালে ইতিহাস গড়েছিলেন জামাল ভূঁইয়া। সাফ টুর্নামেন্টে নেপালের বিপক্ষে প্রথম প্রবাসী হিসেবে বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছিলেন ডেনমার্ক প্রবাসী এই তরুণ। ২০২১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় প্রবাসী হিসেবে অভিষেক হয়েছে ফিনল্যান্ডের তারিক রায়হান কাজীর। দুই প্রবাসীর দেখানো পথে আগামী সেপ্টেম্বরের ত্রিদেশীয় টুর্নামেন্টে আরও প্রবাসীকে দলে রেখেছেন বাংলাদেশ কোচ জেমি ডে।
আগামী ৫ সেপ্টেম্বর ফিলিস্তিন ও ৭ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা জামাল ভূঁইয়াদের। ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধব-২৩ দলের বিপক্ষেও একটি অনানুষ্ঠনিক ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই তিন ম্যাচকে সামনে রেখে কানাডা প্রবাসী রাহবার খান স্মরণ ও ফ্রান্সের নায়েব মো. তাহমিদ ইসলামকে দলে রেখেছেন জেমি ডে।
১৮ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার তাহমিদ ইসলাম খেলেন ফ্রান্সের পঞ্চম স্তরের অপেশাদার দল উইএসএস ভরটু দলে। ২৫ বছর বয়সী রাহবার খান স্মরন খেলেন কানাডার অপেশাদার দল নর্থ টরেন্টো নিত্রোসের হয়ে। সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলা রাহবার দলটির হয়ে ৪ ম্যাচে করেছেন ৩ গোল। করিয়েছেন দুই গোল।
দুই প্রবাসীকে দলে রাখতে গিয়ে জেমি দল থেকে বাদ দিয়েছেন এবারের বিপিএল ফুটবলে ৮ গোল করা দেশি স্ট্রাইকার সুমন রেজাকে। বাদ পড়েছেন পুলিশ ফরোয়ার্ড মো. জুয়েল। অভিজ্ঞ হোল্ডিং মিডফিল্ডার মানিক মোল্লাকেও দলে রাখেননি জেমি।
দেশিদের বাদ দিয়ে কেন দলে দুই প্রবাসী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেমি বলেছেন, ‘তিন বছর আগের দল থেকে খুব বেশি পরিবর্তন আসেনি। কিছু পরিবর্তন এলে দলের খেলা আহামরি পাল্টেও যাবে না। আমরা খুব বেশি গোল করতে পারি না। যদি এ বিষয়টাতে এখন গুরুত্ব না দেই তাহলে কখনো সমস্যা দূর হবে না।’
ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ দল:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহীদুল আলম সোহেল
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী রায়হান, ইয়াসিন আরাফাত, রহমত মিয়া, মেহেদি হাসান মিঠু, রেজাউল করিম, মোহাম্মদ আতিকুজামান, রিয়াদুল হাসান রাফি
মিডফিল্ডার: মাশুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, নায়েব তাহমিদ ইসলাম
ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার খান
২০১৩ সালে ইতিহাস গড়েছিলেন জামাল ভূঁইয়া। সাফ টুর্নামেন্টে নেপালের বিপক্ষে প্রথম প্রবাসী হিসেবে বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছিলেন ডেনমার্ক প্রবাসী এই তরুণ। ২০২১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় প্রবাসী হিসেবে অভিষেক হয়েছে ফিনল্যান্ডের তারিক রায়হান কাজীর। দুই প্রবাসীর দেখানো পথে আগামী সেপ্টেম্বরের ত্রিদেশীয় টুর্নামেন্টে আরও প্রবাসীকে দলে রেখেছেন বাংলাদেশ কোচ জেমি ডে।
আগামী ৫ সেপ্টেম্বর ফিলিস্তিন ও ৭ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা জামাল ভূঁইয়াদের। ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধব-২৩ দলের বিপক্ষেও একটি অনানুষ্ঠনিক ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই তিন ম্যাচকে সামনে রেখে কানাডা প্রবাসী রাহবার খান স্মরণ ও ফ্রান্সের নায়েব মো. তাহমিদ ইসলামকে দলে রেখেছেন জেমি ডে।
১৮ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার তাহমিদ ইসলাম খেলেন ফ্রান্সের পঞ্চম স্তরের অপেশাদার দল উইএসএস ভরটু দলে। ২৫ বছর বয়সী রাহবার খান স্মরন খেলেন কানাডার অপেশাদার দল নর্থ টরেন্টো নিত্রোসের হয়ে। সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলা রাহবার দলটির হয়ে ৪ ম্যাচে করেছেন ৩ গোল। করিয়েছেন দুই গোল।
দুই প্রবাসীকে দলে রাখতে গিয়ে জেমি দল থেকে বাদ দিয়েছেন এবারের বিপিএল ফুটবলে ৮ গোল করা দেশি স্ট্রাইকার সুমন রেজাকে। বাদ পড়েছেন পুলিশ ফরোয়ার্ড মো. জুয়েল। অভিজ্ঞ হোল্ডিং মিডফিল্ডার মানিক মোল্লাকেও দলে রাখেননি জেমি।
দেশিদের বাদ দিয়ে কেন দলে দুই প্রবাসী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেমি বলেছেন, ‘তিন বছর আগের দল থেকে খুব বেশি পরিবর্তন আসেনি। কিছু পরিবর্তন এলে দলের খেলা আহামরি পাল্টেও যাবে না। আমরা খুব বেশি গোল করতে পারি না। যদি এ বিষয়টাতে এখন গুরুত্ব না দেই তাহলে কখনো সমস্যা দূর হবে না।’
ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ দল:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহীদুল আলম সোহেল
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী রায়হান, ইয়াসিন আরাফাত, রহমত মিয়া, মেহেদি হাসান মিঠু, রেজাউল করিম, মোহাম্মদ আতিকুজামান, রিয়াদুল হাসান রাফি
মিডফিল্ডার: মাশুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, নায়েব তাহমিদ ইসলাম
ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার খান
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৮ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে