Ajker Patrika

সম্পত্তি দাবি করতে গিয়ে চমকে গেলেন হাকিমির স্ত্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৯: ২৪
সম্পত্তি দাবি করতে গিয়ে চমকে গেলেন হাকিমির স্ত্রী

আশরাফ হাকিমির কাছে এ বছরটা যেন ‘রোলার কোস্টারের’ মতো। ভালো-খারাপের মিশেলে সময় কাটছে তাঁর। এবার স্ত্রী হিবা আবুক তাঁর সম্পত্তির আংশিক দাবি করেছেন। তাতে রীতিমতো অবাক হয়েছেন হিবা। 

এ বছরের ফেব্রুয়ারির শেষের দিকে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসে। যার প্রভাব পড়েছে মরক্কোর এই রাইট ব্যাকের পারিবারিক জীবনে। হাকিমির থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন হিবা। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হিবা তাঁর স্বামীর থেকে সম্পত্তির অর্ধেক দাবি করেছেন। পরে তিনি জানতে পেরেছেন, হাকিমির নামে কোনো সম্পত্তি নেই। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ডিফেন্ডারের সব সম্পত্তি তাঁর মায়ের নামে। 

সম্পত্তির মতো হাকিমির বেতনও তাঁর মা সরাসরি পেয়ে থাকেন। পিএসজি থেকে এই ডিফেন্ডার প্রতি মাসে এক মিলিয়ন ইউরো বেতন পান। যা বাংলাদেশি টাকায় ১১ কোটি ৭৭ লাখ টাকা। এই বেতন সরাসরি চলে যায় হাকিমির মায়ের অ্যাকাউন্টে। গত কয়েক বছর এমন ঘটনাই ঘটছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত