সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন করিম বেনজেমা। চলতি মৌসুমে একের পর এক ম্যাচে গোল করে নিজেকে অনন্য উচ্চতায় তুলেছেন এই ফরাসি স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের দুটি লড়াইয়েই রিয়ালকে পথ দেখিয়েছেন ‘কিং করিম’। রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোয় তোলার পর এবার বেনজেমাকে ব্যালন ডি’অরের দাবিদার বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।
এবার মাঝ মৌসুম থেকেই নিজেকে ব্যালন ডি’অরের দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেন বেনজেমা। তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন রবার্ট লেভানডফস্কি ও মোহামেদ সালাহ। লেভা বিদায় নেওয়ায় বেনজেমার পথটা আরও সহজ হয়ে গেল।
তবে এত হিসাবে না গিয়েই চেলসি ম্যাচের আগেই বেনজেমাকে ব্যালন ডি’অরের দাবিদার বলে জানিয়েছেন রোনালদো। ‘দ্য ফেনোমেনন’ খ্যাত সাবেক এই রিয়াল তারকা স্কাই স্পোর্ট ইতালিয়াতে ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো ডেল পিয়ারোকে বলেন, ‘ব্যালন ডি’অর বেনজেমার প্রাপ্য। আমি অনেক বছর ধরে এটা বলে আসছি এবং সে জন্য সমালোচিত হয়েছি। কিন্তু সে এটার দাবিদার। সে অসাধারণ এক ফরোয়ার্ড।’
বর্তমানে রিয়াল ভ্যালাদোলিদের সভাপতি রোনালদো এ সময় নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার দারুণ সব স্মৃতি আছে। তবে যা আমাকে অবাক করে তা হলো, যেখানেই আমি যাই সেখানেই মানুষের ভালোবাসা পাই। আমি সব সময় সকলের কাছে থেকে সম্মান পাই। মাঠের ফল, ব্রাজিল ও ক্লাবের হয়ে যত অর্জন…দারুণ ক্যারিয়ার ছিল আমার।’
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন করিম বেনজেমা। চলতি মৌসুমে একের পর এক ম্যাচে গোল করে নিজেকে অনন্য উচ্চতায় তুলেছেন এই ফরাসি স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের দুটি লড়াইয়েই রিয়ালকে পথ দেখিয়েছেন ‘কিং করিম’। রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোয় তোলার পর এবার বেনজেমাকে ব্যালন ডি’অরের দাবিদার বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।
এবার মাঝ মৌসুম থেকেই নিজেকে ব্যালন ডি’অরের দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেন বেনজেমা। তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন রবার্ট লেভানডফস্কি ও মোহামেদ সালাহ। লেভা বিদায় নেওয়ায় বেনজেমার পথটা আরও সহজ হয়ে গেল।
তবে এত হিসাবে না গিয়েই চেলসি ম্যাচের আগেই বেনজেমাকে ব্যালন ডি’অরের দাবিদার বলে জানিয়েছেন রোনালদো। ‘দ্য ফেনোমেনন’ খ্যাত সাবেক এই রিয়াল তারকা স্কাই স্পোর্ট ইতালিয়াতে ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো ডেল পিয়ারোকে বলেন, ‘ব্যালন ডি’অর বেনজেমার প্রাপ্য। আমি অনেক বছর ধরে এটা বলে আসছি এবং সে জন্য সমালোচিত হয়েছি। কিন্তু সে এটার দাবিদার। সে অসাধারণ এক ফরোয়ার্ড।’
বর্তমানে রিয়াল ভ্যালাদোলিদের সভাপতি রোনালদো এ সময় নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার দারুণ সব স্মৃতি আছে। তবে যা আমাকে অবাক করে তা হলো, যেখানেই আমি যাই সেখানেই মানুষের ভালোবাসা পাই। আমি সব সময় সকলের কাছে থেকে সম্মান পাই। মাঠের ফল, ব্রাজিল ও ক্লাবের হয়ে যত অর্জন…দারুণ ক্যারিয়ার ছিল আমার।’
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে