নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চুক্তি যে বাড়ছে সেটা অবধারিত ছিল। শেষ পর্যন্ত এল আনুষ্ঠানিক ঘোষণাও। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।
আজ এক ভিডিও বার্তায় কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এই বছরের ডিসেম্বর পর্যন্ত কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে তিনি বলেছেন,‘জাতীয় দল কমিটির গত সভায় সিদ্ধান্ত হয়েছিল কাবরেরার সঙ্গে চুক্তি বাড়ানোর। আমরা তাঁকে চুক্তিপত্র পাঠিয়েছিলাম। আমরা দুই পক্ষই চুক্তিতে স্বাক্ষর করেছি। এই বছরে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। কাবরেরার সঙ্গে নতুন চুক্তি হওয়ায় আশা করি সেই ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা তাঁর কাছ থেকে পরিকল্পনাও পেয়েছি। আশা করি পরিকল্পনা চলমান থাকবে। ’
গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নেন বার্সেলোনা যুব একাডেমির কোচ কাবরেরা। তাঁর অধীনে ৮ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ৫ ম্যাচে। মলিন পারফরম্যান্সের পরও তরুণ ফুটবলার তৈরির কাছে কাবরেরার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে বাফুফে। আর সে কারণেই নতুন করে চুক্তি বাড়িয়েছে জাতীয় দল কমিটি।
ছুটি শেষে বাংলাদেশে ফিরেছেন কাবরেরা। যোগ দিয়েছেন কর্মস্থলে। চুক্তি বাড়ায় নিজের সন্তুষ্টির কথা জানিয়েছে বলেছেন, ‘আমি খুশি। বাংলাদেশে থাকতে চেয়েছিলাম। বাফুফেকে ধন্যবাদ। উন্নতি করতে হলে সময় দরকার হয় এবং আমরা কিন্তু উন্নতি করছি। মার্চে আমরা দুটি ম্যাচ খেলব। আশা করি নতুন বছরে বাংলাদেশের ফুটবল ভক্তদের মুখে হাসি ফুটবে।’
চুক্তি যে বাড়ছে সেটা অবধারিত ছিল। শেষ পর্যন্ত এল আনুষ্ঠানিক ঘোষণাও। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।
আজ এক ভিডিও বার্তায় কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এই বছরের ডিসেম্বর পর্যন্ত কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে তিনি বলেছেন,‘জাতীয় দল কমিটির গত সভায় সিদ্ধান্ত হয়েছিল কাবরেরার সঙ্গে চুক্তি বাড়ানোর। আমরা তাঁকে চুক্তিপত্র পাঠিয়েছিলাম। আমরা দুই পক্ষই চুক্তিতে স্বাক্ষর করেছি। এই বছরে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। কাবরেরার সঙ্গে নতুন চুক্তি হওয়ায় আশা করি সেই ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা তাঁর কাছ থেকে পরিকল্পনাও পেয়েছি। আশা করি পরিকল্পনা চলমান থাকবে। ’
গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নেন বার্সেলোনা যুব একাডেমির কোচ কাবরেরা। তাঁর অধীনে ৮ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ৫ ম্যাচে। মলিন পারফরম্যান্সের পরও তরুণ ফুটবলার তৈরির কাছে কাবরেরার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে বাফুফে। আর সে কারণেই নতুন করে চুক্তি বাড়িয়েছে জাতীয় দল কমিটি।
ছুটি শেষে বাংলাদেশে ফিরেছেন কাবরেরা। যোগ দিয়েছেন কর্মস্থলে। চুক্তি বাড়ায় নিজের সন্তুষ্টির কথা জানিয়েছে বলেছেন, ‘আমি খুশি। বাংলাদেশে থাকতে চেয়েছিলাম। বাফুফেকে ধন্যবাদ। উন্নতি করতে হলে সময় দরকার হয় এবং আমরা কিন্তু উন্নতি করছি। মার্চে আমরা দুটি ম্যাচ খেলব। আশা করি নতুন বছরে বাংলাদেশের ফুটবল ভক্তদের মুখে হাসি ফুটবে।’
পাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৩৭ মিনিট আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৩ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
৫ ঘণ্টা আগে