নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম ম্যাচ জেতার পর উত্তঙ্গু আত্মবিশ্বাস বাংলাদেশের ফুটবলারদের। ভাবটা এমন—‘এখন আর পায় কে!’ তবে প্রতিপক্ষ ভুটানও বসে নেই। প্রথম ম্যাচে হারের তিক্ততা ভুলে তারাও চাইছে জয়ে শেষ করতে। বাংলাদেশ অবশ্য শুধু জয় নিয়েই ভাবছে না, লক্ষ্য দ্বিতীয় প্রীতি ম্যাচে বড় জয়। অর্থাৎ আগের ম্যাচে এক গোলে জয়ের মতো আজ থিম্পুতে তেমন কিছু হোক, চান না সফরকারী ফুটবলাররা। সবাই যাতে মুগ্ধ হয়, যাতে মন ভরে যায়, এমন ফুটবলই উপহার দিতে চান মোরসালিনরা। যদিও এই ম্যাচে পাওয়া যাবে না প্রথম ম্যাচে চোট পাওয়া রাকিবকে।
ম্যাচ সেই থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে, যেখানে দাঁড়ালেই স্বাভাবিক নিশ্বাস নিতে কষ্ট হয়। বেশি দৌড়ালে মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আগের ম্যাচেও বেশ ভুগেছিল বাংলাদেশ। যদিও নিজেদের ঘরে খেলে অভ্যস্ত ভুটানের সমস্যা খুব একটা হয়নি। আর সেই মাঠেই বড় জয়ের খোঁজে নামবে হাভিয়ের কাবরেরার দল। অবশ্য ম্যাচের আগে আজকের পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলের অন্যতম তারকা খেলোয়াড় শেখ মোরসালিন জানিয়েছেন, কঠিন হলেও কন্ডিশনটা তাঁদের অনেকখানি পড়া হয়ে গেছে, ‘এই কন্ডিশনটা একটু কঠিন। তা ছাড়া আমরা দু-তিন মাস খেলার বাইরে ছিলাম। এখানে আগেভাগে এসে ক্যাম্প করে কিছুটা খাপ খাওয়ানোর চেষ্টা করেছি। বলতে পারেন, অনেকটা খাপ খাইয়ে নিয়েছি। এখন দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’
ভুটান চাইবে প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে জয়ে ফিরতে। যদিও বাংলাদেশের বিপক্ষে তারা যতবার নেমেছে, একবার ছাড়া প্রতিবারই হেরে মাঠ ছেড়েছে। সর্বশেষ ম্যাচসহ দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১৫ বার, যার মধ্যে একবার জেতে ভুটান, দুবার হয় ড্র। বাকি ১২ ম্যাচই জিতেছে বাংলাদেশ। ভুটানের কোচ আতসুশি নাকামুরার জন্যও এটি অগ্নিপরীক্ষা। একে তো বাংলাদেশের সঙ্গে রেকর্ড খারাপ, তার ওপর সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তাঁর দলের। সব মিলিয়ে তাই একটা জয় বড্ড দরকার এই জাপানি কোচের।
এই ম্যাচ খেলে দলের র্যাঙ্কিং বাড়িয়ে নেওয়াও বাংলাদেশের লক্ষ্য বলে জানালেন দলের সহকারী কোচ হাসান আল মামুন, ‘আমাদের ভুটানে আসার পেছনে বড় একটা কারণ র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া। প্রথম ম্যাচে কিছু ত্রুটি ছিল, সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। আশা করি, দ্বিতীয় ম্যাচটা আরও ভালো হবে।’
মামুনের চাওয়াটা দলের সবারই।
প্রথম ম্যাচ জেতার পর উত্তঙ্গু আত্মবিশ্বাস বাংলাদেশের ফুটবলারদের। ভাবটা এমন—‘এখন আর পায় কে!’ তবে প্রতিপক্ষ ভুটানও বসে নেই। প্রথম ম্যাচে হারের তিক্ততা ভুলে তারাও চাইছে জয়ে শেষ করতে। বাংলাদেশ অবশ্য শুধু জয় নিয়েই ভাবছে না, লক্ষ্য দ্বিতীয় প্রীতি ম্যাচে বড় জয়। অর্থাৎ আগের ম্যাচে এক গোলে জয়ের মতো আজ থিম্পুতে তেমন কিছু হোক, চান না সফরকারী ফুটবলাররা। সবাই যাতে মুগ্ধ হয়, যাতে মন ভরে যায়, এমন ফুটবলই উপহার দিতে চান মোরসালিনরা। যদিও এই ম্যাচে পাওয়া যাবে না প্রথম ম্যাচে চোট পাওয়া রাকিবকে।
ম্যাচ সেই থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে, যেখানে দাঁড়ালেই স্বাভাবিক নিশ্বাস নিতে কষ্ট হয়। বেশি দৌড়ালে মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আগের ম্যাচেও বেশ ভুগেছিল বাংলাদেশ। যদিও নিজেদের ঘরে খেলে অভ্যস্ত ভুটানের সমস্যা খুব একটা হয়নি। আর সেই মাঠেই বড় জয়ের খোঁজে নামবে হাভিয়ের কাবরেরার দল। অবশ্য ম্যাচের আগে আজকের পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলের অন্যতম তারকা খেলোয়াড় শেখ মোরসালিন জানিয়েছেন, কঠিন হলেও কন্ডিশনটা তাঁদের অনেকখানি পড়া হয়ে গেছে, ‘এই কন্ডিশনটা একটু কঠিন। তা ছাড়া আমরা দু-তিন মাস খেলার বাইরে ছিলাম। এখানে আগেভাগে এসে ক্যাম্প করে কিছুটা খাপ খাওয়ানোর চেষ্টা করেছি। বলতে পারেন, অনেকটা খাপ খাইয়ে নিয়েছি। এখন দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’
ভুটান চাইবে প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে জয়ে ফিরতে। যদিও বাংলাদেশের বিপক্ষে তারা যতবার নেমেছে, একবার ছাড়া প্রতিবারই হেরে মাঠ ছেড়েছে। সর্বশেষ ম্যাচসহ দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১৫ বার, যার মধ্যে একবার জেতে ভুটান, দুবার হয় ড্র। বাকি ১২ ম্যাচই জিতেছে বাংলাদেশ। ভুটানের কোচ আতসুশি নাকামুরার জন্যও এটি অগ্নিপরীক্ষা। একে তো বাংলাদেশের সঙ্গে রেকর্ড খারাপ, তার ওপর সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তাঁর দলের। সব মিলিয়ে তাই একটা জয় বড্ড দরকার এই জাপানি কোচের।
এই ম্যাচ খেলে দলের র্যাঙ্কিং বাড়িয়ে নেওয়াও বাংলাদেশের লক্ষ্য বলে জানালেন দলের সহকারী কোচ হাসান আল মামুন, ‘আমাদের ভুটানে আসার পেছনে বড় একটা কারণ র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া। প্রথম ম্যাচে কিছু ত্রুটি ছিল, সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। আশা করি, দ্বিতীয় ম্যাচটা আরও ভালো হবে।’
মামুনের চাওয়াটা দলের সবারই।
সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও আজ বেশ অসহায় হয়ে পড়লেন। ভাস্কো দা গামার আক্রমণ ঠেকানোর যে কোনো উপায়ই তাঁর জানা ছিল না। নেইমারের সান্তোস রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। বাজে হারের পর সান্তোসের কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করা হয়েছে।
১৫ মিনিট আগেঅ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। একই মাঠে আজ টানা দ্বিতীয় জয়ের খোঁজে নেমেছিল সাকিব আল হাসানের অ্যান্টিগা। তবে বৈরি আবহাওয়ায় অ্যান্টিগা-সেন্ট লুসিয়া কিংস ম্যাচে একটি বলও মাঠে গড়াতে পারেনি।
১ ঘণ্টা আগেগেমটাইমের আশায় বসুন্ধরা কিংস ছেড়ে এবার আবাহনীতে যোগ দিয়েছেন শেখ মোরসালিন। আকাশি-নীল জার্সিতে অভিষেকও হয়েছে তাঁর। যদিও সেই ম্যাচে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে জেতেনি আবাহনী।
১ ঘণ্টা আগে২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১৫ ঘণ্টা আগে