Ajker Patrika

বার্সার মতো ভুল করেনি রিয়াল

বার্সার মতো ভুল করেনি রিয়াল

খেলা শুরুর ৬ মিনিটে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। অল্প সময়ে গোল হজম করে মনে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মতো রিয়ালও ড্র দিয়ে মৌসুম শুরু করবে। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ সে ভুল করেনি। বর্তমান চ্যাম্পিয়নরা জয় দিয়ে মৌসুম শুরু করেছে। তারা প্রতিপক্ষ আলমেরিয়ার মাঠে ২-১ গোলের জয় পেয়েছে। রিয়ালের হয়ে গোল দুটি করেছেন লুকাস ভাসকেজ ও ডেভিড আলাবা। আর আলমেরিয়ার গোলটি এসেছে লার্জি রামাজানির পায়ে। 

প্রথম ম্যাচে রিয়াল অতিথি হিসেবে আলমেরিয়ার মাঠে আতিথেয়তা নিয়েছে। গত মৌসুমের চ্যাম্পিয়ন হিসেবে রিয়ালকে গার্ড অব অনারও দিয়েছে আলমেরিয়া। তবে প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি রিয়ালের। স্বাগতিকেরা ৬ মিনিটে গোল দিয়ে বসে লস ব্ল্যাঙ্কোসদের। গোলটি করেন বেলজিয়াম ফরোয়ার্ড রামাজানি। পিছিয়ে পরে প্রথমার্ধে করিম বেনজামা-ভিনিসিয়ুসরা একের পর এক আক্রমণ করলেও গোল শোধ দিতে পারেননি। তাদের সামনে গোল পোস্টে প্রাচীর হয়ে দাঁড়ান স্বাগতিকদের গোলরক্ষক ফার্নান্দো মার্টিনেজ। ফলে রিয়ালকে বিরতিতে যেতে হয় ১-০ গোলে পিছিয়ে থেকে। 

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই চাপ দিতে থাকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ওপর। শেষ পর্যন্ত ৬১ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। সমতাসূচক গোলটি করেন ভাসকেজ। পুরো ম্যাচে ১৩টি শট সেভ করা গোলরক্ষক মার্টিনেজের কিছু করার ছিল না স্প্যানিশ ফুটবলারের গোলটিতে। এরপর বদলি নামা আলাবা ক্লাবকে প্রথম ম্যাচে জয়ের আনন্দে ভাসান দুর্দান্ত এক ফ্রি কিকে। ৭৪ মিনিটে বক্সের একটু বাইরে থেকে তাঁর নেওয়া দৃষ্টি নন্দন ফ্রি কিকটি চেয়ে চেয়ে দেখেছেন আলমেরিয়ার গোলরক্ষক মার্টিনেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত