গত মৌসুম শেষে আগ্রহের কেন্দ্রে ছিল লিওনেল মেসির দলবদল প্রসঙ্গ। আর্জেন্টিনা অধিনায়ক শেষ পর্যন্ত বার্সায় থাকবেন নাকি অন্য কোথাও ঠিকানা খুঁজে নেবেন! বার্সা অবশ্য শুরু থেকে মেসিকে ধরে রাখতে আত্মবিশ্বাসী ছিল। তবে গত ৩০ জুন বার্সা-মেসির সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হলে প্রশ্নটা আরও উচ্চকিত হয়। ‘ফ্রি এজেন্ট’ মেসি কি শেষ পর্যন্ত আঁতুড়ঘরকে বিদায়ই বলে দেবেন?
সেই প্রশ্নে অবশ্য আপাতত দাঁড়ি পড়েছে। শেষ খবর হচ্ছে, মেসির সঙ্গে বার্সার নতুন চুক্তি শুধু সময়ের ব্যাপার মাত্র। আগামী পাঁচ বছর মেসি বার্সাতেই থাকছেন। আগামী মৌসুমে শিরোপাকে পাখির চোখ করতে সেই মেসির কাঁধেই বন্দুক রেখেছে কাতালান জায়ান্টরা।
তবে গত কয়েক মৌসুমের রেকর্ড বলছে ভিন্ন কথা। মেসিতেও মিলছে না বার্সার শিরোপার নিশ্চয়তা! গত দুই মৌসুম বার্সা লা লিগা শিরোপা জিততে পারেনি, ২০১৪-১৫ মৌসুমের পর আসেনি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও। মেসির দুর্দান্ত পারফরম্যান্সও পারছে না দলকে পথ দেখাতে।
এবার অবশ্য দল বদলের শুরুতেই বেশ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছে বার্সা। যেখানে আছেন মেসির বন্ধু সার্জিও আগুয়েরোও। পাশাপাশি ইউরোতে দারুণ নৈপুণ্য মেমফিস ডিপাইকে লিওঁ থেকে নিয়ে এসেছে বার্সা। লিভারপুল থেকে গিনি উইনালদামকেও দলে ভেড়াতে চেয়েছিল তারা। তবে শেষ মুহূর্তে তাঁকে বার্সার কাছ থেকে ছিনিয়ে নেয় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ইউরোতে আলো ছড়িয়েছেন বার্সার বর্তমান দলে থাকা পেদ্রি ও সার্জিও বুস্কেটস।
এরই মধ্যে আঁতোয়ান গ্রিজমানের বার্সা ছাড়া খবর সামনে এসেছে। জানা গেছে, বার্সা মূলত আতলেতিকোর সঙ্গে অদল–বদল করতে চায়। যেখানে তারা আতলেতিকোর কাছ থেকে সাউল নিগুয়েজকে নিয়ে আসতে চায়। আরেকটি খবর হচ্ছে, এই অদল–বদলে বার্সা এখন সাউলের বদলে জোয়াও ফেলিক্সকে চাচ্ছে। তবে লা লিগার দলবদলের আইনে অদল–বদলের কোনো নিয়ম নেই। এরই মধ্যে লা লিগা কর্তৃপক্ষ এ নিয়ে তদন্তও শুরু করেছে। দলগুলো যাতে এখানে নতুন কোনো কৌশল নিতে না পারে, সতর্ক লিগ কর্তৃপক্ষ। সব মিলিয়ে এই অদল–বদল চুক্তি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না এখনো তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
বার্সার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে মেসি–নির্ভরতা কমানো। গত কয়েক মৌসুমে অতিরিক্ত মেসি–নির্ভরতার কারণে ধস নেমেছে বার্সার সাফল্যে। পিকে–আলভাদের মতো দলের অভিজ্ঞ খেলোয়াড়দের ফর্মহীনতাও ভুগিয়েছে ক্লাবটিকে। সঙ্গে গ্রিজমানের ছন্দে না থাকাটাও বার্সার দুশ্চিন্তার বড় কারণ। লুইস সুয়ারেজের বিকল্পও খুঁজে পায়নি তারা। তবে এই মৌসুমে ডিপাইকে দিয়ে এই সমস্যা দূর করতে চাইছে তারা। এখন মেসিকে কেন্দ্র করে ডিপাই–পেদ্রিরা নিজেদের ছন্দ ধরে রেখে জ্বলে উঠতে পারলে শিরোপার জয়োৎসবে মাততে পারে বার্সা সমর্থকেরা।
গত মৌসুম শেষে আগ্রহের কেন্দ্রে ছিল লিওনেল মেসির দলবদল প্রসঙ্গ। আর্জেন্টিনা অধিনায়ক শেষ পর্যন্ত বার্সায় থাকবেন নাকি অন্য কোথাও ঠিকানা খুঁজে নেবেন! বার্সা অবশ্য শুরু থেকে মেসিকে ধরে রাখতে আত্মবিশ্বাসী ছিল। তবে গত ৩০ জুন বার্সা-মেসির সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হলে প্রশ্নটা আরও উচ্চকিত হয়। ‘ফ্রি এজেন্ট’ মেসি কি শেষ পর্যন্ত আঁতুড়ঘরকে বিদায়ই বলে দেবেন?
সেই প্রশ্নে অবশ্য আপাতত দাঁড়ি পড়েছে। শেষ খবর হচ্ছে, মেসির সঙ্গে বার্সার নতুন চুক্তি শুধু সময়ের ব্যাপার মাত্র। আগামী পাঁচ বছর মেসি বার্সাতেই থাকছেন। আগামী মৌসুমে শিরোপাকে পাখির চোখ করতে সেই মেসির কাঁধেই বন্দুক রেখেছে কাতালান জায়ান্টরা।
তবে গত কয়েক মৌসুমের রেকর্ড বলছে ভিন্ন কথা। মেসিতেও মিলছে না বার্সার শিরোপার নিশ্চয়তা! গত দুই মৌসুম বার্সা লা লিগা শিরোপা জিততে পারেনি, ২০১৪-১৫ মৌসুমের পর আসেনি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও। মেসির দুর্দান্ত পারফরম্যান্সও পারছে না দলকে পথ দেখাতে।
এবার অবশ্য দল বদলের শুরুতেই বেশ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছে বার্সা। যেখানে আছেন মেসির বন্ধু সার্জিও আগুয়েরোও। পাশাপাশি ইউরোতে দারুণ নৈপুণ্য মেমফিস ডিপাইকে লিওঁ থেকে নিয়ে এসেছে বার্সা। লিভারপুল থেকে গিনি উইনালদামকেও দলে ভেড়াতে চেয়েছিল তারা। তবে শেষ মুহূর্তে তাঁকে বার্সার কাছ থেকে ছিনিয়ে নেয় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ইউরোতে আলো ছড়িয়েছেন বার্সার বর্তমান দলে থাকা পেদ্রি ও সার্জিও বুস্কেটস।
এরই মধ্যে আঁতোয়ান গ্রিজমানের বার্সা ছাড়া খবর সামনে এসেছে। জানা গেছে, বার্সা মূলত আতলেতিকোর সঙ্গে অদল–বদল করতে চায়। যেখানে তারা আতলেতিকোর কাছ থেকে সাউল নিগুয়েজকে নিয়ে আসতে চায়। আরেকটি খবর হচ্ছে, এই অদল–বদলে বার্সা এখন সাউলের বদলে জোয়াও ফেলিক্সকে চাচ্ছে। তবে লা লিগার দলবদলের আইনে অদল–বদলের কোনো নিয়ম নেই। এরই মধ্যে লা লিগা কর্তৃপক্ষ এ নিয়ে তদন্তও শুরু করেছে। দলগুলো যাতে এখানে নতুন কোনো কৌশল নিতে না পারে, সতর্ক লিগ কর্তৃপক্ষ। সব মিলিয়ে এই অদল–বদল চুক্তি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না এখনো তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
বার্সার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে মেসি–নির্ভরতা কমানো। গত কয়েক মৌসুমে অতিরিক্ত মেসি–নির্ভরতার কারণে ধস নেমেছে বার্সার সাফল্যে। পিকে–আলভাদের মতো দলের অভিজ্ঞ খেলোয়াড়দের ফর্মহীনতাও ভুগিয়েছে ক্লাবটিকে। সঙ্গে গ্রিজমানের ছন্দে না থাকাটাও বার্সার দুশ্চিন্তার বড় কারণ। লুইস সুয়ারেজের বিকল্পও খুঁজে পায়নি তারা। তবে এই মৌসুমে ডিপাইকে দিয়ে এই সমস্যা দূর করতে চাইছে তারা। এখন মেসিকে কেন্দ্র করে ডিপাই–পেদ্রিরা নিজেদের ছন্দ ধরে রেখে জ্বলে উঠতে পারলে শিরোপার জয়োৎসবে মাততে পারে বার্সা সমর্থকেরা।
মারিয়া মান্দার কাছে আজকের দিনটি ছিল বিশেষ। সকাল থেকেই সতীর্থদের কাছ থেকে পেতে থাকেন জন্মদিনের শুভেচ্ছা। বিশেষ এই দিনে মাঠেও নামতে হয়। সাধারণত গোলের দেখা তিনি নিয়মিত পান না। তবে এবারের জন্মদিনটা ২২ বছর বয়সী এই ফুটবলার রাঙালেন গোলের আনন্দে।
৮ ঘণ্টা আগেক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গত বছর ২৯ আগস্ট সার্চ কমিটি গঠন হয়েছিল। ২০ এপ্রিলের মধ্যে তাদের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হলেও পরে তা বাড়ানো হয় গতকাল ১০ মে পর্যন্ত। তবে মেয়াদ আর বাড়ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
১০ ঘণ্টা আগেরিশাদ হোসেন আর নাহিদ রানাকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না বাংলাদেশ ক্রিকেটের। তাঁরা দুজন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন। ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যে কীভাবে দেশে ফিরবেন, এ নিয়েই ছিল যত চিন্তা।
১০ ঘণ্টা আগেমৌসুমের শুরুতে দল সাজাতে গিয়েই হিমশিম খাচ্ছিল চট্টগ্রাম আবাহনী। জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলামের সহায়তায় শেষ মুহূর্তে গিয়ে খেলোয়াড় তালিকা জমা দেয় তারা। দল যদিও তেমন শক্তিশালী ছিল না। মৌসুমজুড়েই তাদের নিয়ে ছেলেখেলা করেছে অন্যক্লাবগুলো। তাই অবনমন অনুমিত ছিল। ১১ মৌসুম পর
১০ ঘণ্টা আগে