নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অধিনায়কের পদ হারিয়েছেন জামাল ভূঁইয়া, বিষয়টি জানা থাকলেও অপেক্ষা ছিল সাইফ স্পোর্টিংয়ের আনুষ্ঠানিক ঘোষণার। আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সাইফ স্পোর্টিং জবাবটা দিয়েছে মাঠেই। নতুন অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয়ের বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি।
প্রথম লেগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারেননি জামাল ভূঁইয়া। সেই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির হাতে। আজ পুলিশের বিপক্ষে ম্যাচে জামালের বদলে রাফির হাতেই অধিনায়কত্বের ভার তুলে দিয়েছে সাইফ। দলও জিতেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।
মুক্তিযোদ্ধা ম্যাচে জামালের না খেলা নিয়ে আছে বিতর্ক। অভিযোগ আছে আগের ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ইচ্ছে করে হলুদ কার্ড দেখেছিলেন যেন পরে ম্যাচে তাঁকে নিষিদ্ধ করা হয়। মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ না খেলেই ডেনমার্কে ছুটি কাঁটাতে চলে যান জামাল। তার এসব কাণ্ডে ক্ষুব্ধ সাইফ শেষ পর্যন্ত পাল্টেই ফেলেছে নেতৃত্ব।
নতুন অধিনায়কের নেতৃত্বে আজ পুলিশকে তাদের মাঠে দাঁড়াতেই দেয়নি সাইফ। জোড়া গোল করেছেন উজবেক মিডফিল্ডার আসরোর গফুরোভ। গোল করেছেন বাকি দুই বিদেশি এমফোন সানডে ও এমেকা ওগবাঘ। খালি হাতে ফিরতে হয়নি দেশিদেরও। ৭৮ মিনিটে গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। ৮২ মিনিটে গোল এসেছে সাজ্জাদ হোসেনের কাছ থেকেও।
লিগে তৃতীয় জয়ে সাত থেকে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে সাইফ। এক সময় চারে থাকা পুলিশ এখন সাতে। ১২ ম্যাচে সাইফের পয়েন্ট ১৮। সমান ম্যাচে পুলিশের পয়েন্ট এখন ১৬।
অধিনায়কের পদ হারিয়েছেন জামাল ভূঁইয়া, বিষয়টি জানা থাকলেও অপেক্ষা ছিল সাইফ স্পোর্টিংয়ের আনুষ্ঠানিক ঘোষণার। আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সাইফ স্পোর্টিং জবাবটা দিয়েছে মাঠেই। নতুন অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয়ের বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি।
প্রথম লেগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারেননি জামাল ভূঁইয়া। সেই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির হাতে। আজ পুলিশের বিপক্ষে ম্যাচে জামালের বদলে রাফির হাতেই অধিনায়কত্বের ভার তুলে দিয়েছে সাইফ। দলও জিতেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।
মুক্তিযোদ্ধা ম্যাচে জামালের না খেলা নিয়ে আছে বিতর্ক। অভিযোগ আছে আগের ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ইচ্ছে করে হলুদ কার্ড দেখেছিলেন যেন পরে ম্যাচে তাঁকে নিষিদ্ধ করা হয়। মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ না খেলেই ডেনমার্কে ছুটি কাঁটাতে চলে যান জামাল। তার এসব কাণ্ডে ক্ষুব্ধ সাইফ শেষ পর্যন্ত পাল্টেই ফেলেছে নেতৃত্ব।
নতুন অধিনায়কের নেতৃত্বে আজ পুলিশকে তাদের মাঠে দাঁড়াতেই দেয়নি সাইফ। জোড়া গোল করেছেন উজবেক মিডফিল্ডার আসরোর গফুরোভ। গোল করেছেন বাকি দুই বিদেশি এমফোন সানডে ও এমেকা ওগবাঘ। খালি হাতে ফিরতে হয়নি দেশিদেরও। ৭৮ মিনিটে গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। ৮২ মিনিটে গোল এসেছে সাজ্জাদ হোসেনের কাছ থেকেও।
লিগে তৃতীয় জয়ে সাত থেকে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে সাইফ। এক সময় চারে থাকা পুলিশ এখন সাতে। ১২ ম্যাচে সাইফের পয়েন্ট ১৮। সমান ম্যাচে পুলিশের পয়েন্ট এখন ১৬।
৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
৪ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
৪ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
৫ ঘণ্টা আগে৮ মাস ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। সবশেষ ১১ টি-টোয়েন্টিতে নেই ফিফটিও, তাঁর স্ট্রাইকরেট নিয়েও বিভিন্ন সময় সমালোচনা হয়। তরুণদের সঙ্গে বাবরকেও এখন লড়াই করতে হচ্ছে। হাসান নওয়াজ-সাইম আইয়ুবদের আক্রমণাত্মক ব্যাটিং ও হাই স্ট্রাইকরেট বাবরের পজিশনকে নড়বড়েই করে রেখেছে।
৫ ঘণ্টা আগে