নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অধিনায়কের পদ হারিয়েছেন জামাল ভূঁইয়া, বিষয়টি জানা থাকলেও অপেক্ষা ছিল সাইফ স্পোর্টিংয়ের আনুষ্ঠানিক ঘোষণার। আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সাইফ স্পোর্টিং জবাবটা দিয়েছে মাঠেই। নতুন অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয়ের বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি।
প্রথম লেগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারেননি জামাল ভূঁইয়া। সেই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির হাতে। আজ পুলিশের বিপক্ষে ম্যাচে জামালের বদলে রাফির হাতেই অধিনায়কত্বের ভার তুলে দিয়েছে সাইফ। দলও জিতেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।
মুক্তিযোদ্ধা ম্যাচে জামালের না খেলা নিয়ে আছে বিতর্ক। অভিযোগ আছে আগের ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ইচ্ছে করে হলুদ কার্ড দেখেছিলেন যেন পরে ম্যাচে তাঁকে নিষিদ্ধ করা হয়। মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ না খেলেই ডেনমার্কে ছুটি কাঁটাতে চলে যান জামাল। তার এসব কাণ্ডে ক্ষুব্ধ সাইফ শেষ পর্যন্ত পাল্টেই ফেলেছে নেতৃত্ব।
নতুন অধিনায়কের নেতৃত্বে আজ পুলিশকে তাদের মাঠে দাঁড়াতেই দেয়নি সাইফ। জোড়া গোল করেছেন উজবেক মিডফিল্ডার আসরোর গফুরোভ। গোল করেছেন বাকি দুই বিদেশি এমফোন সানডে ও এমেকা ওগবাঘ। খালি হাতে ফিরতে হয়নি দেশিদেরও। ৭৮ মিনিটে গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। ৮২ মিনিটে গোল এসেছে সাজ্জাদ হোসেনের কাছ থেকেও।
লিগে তৃতীয় জয়ে সাত থেকে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে সাইফ। এক সময় চারে থাকা পুলিশ এখন সাতে। ১২ ম্যাচে সাইফের পয়েন্ট ১৮। সমান ম্যাচে পুলিশের পয়েন্ট এখন ১৬।
অধিনায়কের পদ হারিয়েছেন জামাল ভূঁইয়া, বিষয়টি জানা থাকলেও অপেক্ষা ছিল সাইফ স্পোর্টিংয়ের আনুষ্ঠানিক ঘোষণার। আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সাইফ স্পোর্টিং জবাবটা দিয়েছে মাঠেই। নতুন অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয়ের বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি।
প্রথম লেগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারেননি জামাল ভূঁইয়া। সেই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির হাতে। আজ পুলিশের বিপক্ষে ম্যাচে জামালের বদলে রাফির হাতেই অধিনায়কত্বের ভার তুলে দিয়েছে সাইফ। দলও জিতেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।
মুক্তিযোদ্ধা ম্যাচে জামালের না খেলা নিয়ে আছে বিতর্ক। অভিযোগ আছে আগের ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ইচ্ছে করে হলুদ কার্ড দেখেছিলেন যেন পরে ম্যাচে তাঁকে নিষিদ্ধ করা হয়। মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ না খেলেই ডেনমার্কে ছুটি কাঁটাতে চলে যান জামাল। তার এসব কাণ্ডে ক্ষুব্ধ সাইফ শেষ পর্যন্ত পাল্টেই ফেলেছে নেতৃত্ব।
নতুন অধিনায়কের নেতৃত্বে আজ পুলিশকে তাদের মাঠে দাঁড়াতেই দেয়নি সাইফ। জোড়া গোল করেছেন উজবেক মিডফিল্ডার আসরোর গফুরোভ। গোল করেছেন বাকি দুই বিদেশি এমফোন সানডে ও এমেকা ওগবাঘ। খালি হাতে ফিরতে হয়নি দেশিদেরও। ৭৮ মিনিটে গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। ৮২ মিনিটে গোল এসেছে সাজ্জাদ হোসেনের কাছ থেকেও।
লিগে তৃতীয় জয়ে সাত থেকে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে সাইফ। এক সময় চারে থাকা পুলিশ এখন সাতে। ১২ ম্যাচে সাইফের পয়েন্ট ১৮। সমান ম্যাচে পুলিশের পয়েন্ট এখন ১৬।
ভারত-পাকিস্তান যুদ্ধটা শুধু দুই দেশের মধ্যেই চলছে না। যুদ্ধের মারপ্যাঁচে দুই দেশের ক্রিকেটও অনেক বেশি প্রভাবিত হচ্ছে। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্ট শেষভাগে এসে স্থগিত হয়েছে। আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা থাকলেও পিএসএলের বাকি অংশ আর হচ্ছেই না।
৪ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের অনেক ক্রিকেটার। কিন্তু ভারত-পাকিস্তান চলমান যুদ্ধের কারণে ২০২৫ আইপিএল স্থগিত করা হয়েছে। কবে আবার শুরু হবে, সেটা এখনো অনিশ্চিত।
৫ ঘণ্টা আগেপ্রিমিয়ার লিগে আজ ম্যাচ তিনটি হবে কি না, তা নিয়ে ছিল শঙ্কা। কারণ, বকেয়া পারিশ্রমিকের দাবিতে খেলা পরিচালনা করতে চাননি রেফারিরা। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের আশ্বাসে শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তাঁরা। তবে বসুন্ধরা কিংস অ্যারেনা ও মুন্সিগঞ্জে খেলা নির্ধারিত সময়ে শুরু হলেও দেরি হয় ময়মনসিংহে।
৬ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাবে স্থগিত হয়েছে আইপিএল, পিএসএলের শেষ অংশ। যেটার প্রভাব পড়তে পারে বাংলাদেশ-ভারত সিরিজেও। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান মনোভাব দেখে মনে হচ্ছে, বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে নাও গড়াতে পারে।
৬ ঘণ্টা আগে