আলোচনায় নিজেকে রাখা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন নেইমার। ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল, তাঁকে নিয়ে কথাবার্তা হবেই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কারণে ক্লাব ফুটবলের এক কোচের চাকরি চলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছে আল হিলাল। সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে তারা। এমন অবস্থায় আল হিলাল কোচ হোর্হে জেসুসের নিশ্চিন্তই থাকার কথা। তবে কোচের চিন্তা বাড়িয়েছেন নেইমার। স্পেনের ওয়েবসাইট এসআর দেপোর্তিস জানিয়েছে, আল হিলালে নেইমার যাওয়ার পর তাঁর (জেসুস) সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে। জেসুসের কৌশলগত নীতির সঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন নেইমার। তাঁরা একে অপরের সঙ্গে খুব কম কথা বলেন। জেসুসকে বরখাস্ত করার চেষ্টা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড করে যাচ্ছেন বলে জানা গেছে। নেইমার আল হিলালে এসে এরই মধ্যে ৩ ম্যাচ খেলে ফেলেছেন। ২ গোলে অ্যাসিস্ট করলেও কোনো গোল তিনি করতে পারেননি। যার মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে একের পর এক সুযোগ পেয়েও গোল করতে পারেননি। উল্টো হলুদ কার্ড দেখেছেন তিনি।
এর আগে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) প্রায় ছয় বছর খেলেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে ক্লাবটির সম্পর্কে ফাটল ধরে এ বছরই। চোটে পড়ে খেলতে পারেননি ২০২২-২৩ মৌসুমের অর্ধেকেরও বেশি সময়। যতটুকু খেলার সুযোগ পেয়েছেন, আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয় ট্রল। এমনকি ক্লাবটির সমর্থকগোষ্ঠী তার বাড়ি ঘেরাও করে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও পিএসজিতে থাকার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেন। এরপর দুই বছরের চুক্তিতে আল হিলালে গিয়েছেন তিনি। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা।
আলোচনায় নিজেকে রাখা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন নেইমার। ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল, তাঁকে নিয়ে কথাবার্তা হবেই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কারণে ক্লাব ফুটবলের এক কোচের চাকরি চলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছে আল হিলাল। সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে তারা। এমন অবস্থায় আল হিলাল কোচ হোর্হে জেসুসের নিশ্চিন্তই থাকার কথা। তবে কোচের চিন্তা বাড়িয়েছেন নেইমার। স্পেনের ওয়েবসাইট এসআর দেপোর্তিস জানিয়েছে, আল হিলালে নেইমার যাওয়ার পর তাঁর (জেসুস) সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে। জেসুসের কৌশলগত নীতির সঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন নেইমার। তাঁরা একে অপরের সঙ্গে খুব কম কথা বলেন। জেসুসকে বরখাস্ত করার চেষ্টা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড করে যাচ্ছেন বলে জানা গেছে। নেইমার আল হিলালে এসে এরই মধ্যে ৩ ম্যাচ খেলে ফেলেছেন। ২ গোলে অ্যাসিস্ট করলেও কোনো গোল তিনি করতে পারেননি। যার মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে একের পর এক সুযোগ পেয়েও গোল করতে পারেননি। উল্টো হলুদ কার্ড দেখেছেন তিনি।
এর আগে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) প্রায় ছয় বছর খেলেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে ক্লাবটির সম্পর্কে ফাটল ধরে এ বছরই। চোটে পড়ে খেলতে পারেননি ২০২২-২৩ মৌসুমের অর্ধেকেরও বেশি সময়। যতটুকু খেলার সুযোগ পেয়েছেন, আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয় ট্রল। এমনকি ক্লাবটির সমর্থকগোষ্ঠী তার বাড়ি ঘেরাও করে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও পিএসজিতে থাকার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেন। এরপর দুই বছরের চুক্তিতে আল হিলালে গিয়েছেন তিনি। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা।
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৪৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে