ক্রীড়া ডেস্ক
গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে লেস্টার সিটির অবস্থান এখন চ্যাম্পিয়নশিপ লিগে। সেই মৌসুমের দ্বিতীয় পর্ব অবশ্য লেস্টার থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে কাটান হামজা চৌধুরী। মৌসুম শেষে আবারও লেস্টারে ফিরে যান বাংলাদেশের এই মিডফিল্ডার। ফিরেই দেখলেন কোচের পরিবর্তন।
গত মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে কো রুড ফন নিস্টলরয়কে বরখাস্ত করেছে লেস্টার। গত নভেম্ভরে আড়াই বছরের চুক্তিতে লেস্টারের কোচ হন নিস্টলরয়। তাঁর মূল লক্ষ্য ছিল অবনমনের কিনারা থেকে দলকে তুলে আনা। কিন্তু লক্ষ্যপূরণে ব্যর্থ হয়েছেন তিনি। তাই চাকরি ছাড়তে হলো সাত মাসেই।
প্রিমিয়ার লিগে গত মৌসুমে ৩৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তে থাকায় অবনমনের মুখ দেখে লেস্টার। নিস্টলরয়ের অধীনে ২৭ ম্যাচে শুধু পাঁচটিতে জয় পায় তারা, হেরেছে ১৯ টিতে। বরখাস্ত হওয়ার পর নিস্টলরয় বলেন, ‘ব্যক্তিগতভাবে লেস্টার সিটির খেলোয়াড়, কোচ, একাডেমি ও ক্লাবের সকল কর্মীদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমার সঙ্গে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। সেই সঙ্গে সমর্থকদেরও ধন্যবাদ জানাই তাদের সমর্থনের জন্য এবং ক্লাবের ভবিষ্যতের জন্য শুভকামনা।’
চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ৩০ জুন থেকে শুরু হবে হামজাদের প্রাক-মৌসুম প্রস্তুতি। নতুন কোচ নিয়োগ দেওয়ার আগপর্যন্ত বাকি কোচিং স্টাফরা অনুশীলনের দেখভাল করবেন।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে লেস্টার সিটির অবস্থান এখন চ্যাম্পিয়নশিপ লিগে। সেই মৌসুমের দ্বিতীয় পর্ব অবশ্য লেস্টার থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে কাটান হামজা চৌধুরী। মৌসুম শেষে আবারও লেস্টারে ফিরে যান বাংলাদেশের এই মিডফিল্ডার। ফিরেই দেখলেন কোচের পরিবর্তন।
গত মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে কো রুড ফন নিস্টলরয়কে বরখাস্ত করেছে লেস্টার। গত নভেম্ভরে আড়াই বছরের চুক্তিতে লেস্টারের কোচ হন নিস্টলরয়। তাঁর মূল লক্ষ্য ছিল অবনমনের কিনারা থেকে দলকে তুলে আনা। কিন্তু লক্ষ্যপূরণে ব্যর্থ হয়েছেন তিনি। তাই চাকরি ছাড়তে হলো সাত মাসেই।
প্রিমিয়ার লিগে গত মৌসুমে ৩৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তে থাকায় অবনমনের মুখ দেখে লেস্টার। নিস্টলরয়ের অধীনে ২৭ ম্যাচে শুধু পাঁচটিতে জয় পায় তারা, হেরেছে ১৯ টিতে। বরখাস্ত হওয়ার পর নিস্টলরয় বলেন, ‘ব্যক্তিগতভাবে লেস্টার সিটির খেলোয়াড়, কোচ, একাডেমি ও ক্লাবের সকল কর্মীদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমার সঙ্গে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। সেই সঙ্গে সমর্থকদেরও ধন্যবাদ জানাই তাদের সমর্থনের জন্য এবং ক্লাবের ভবিষ্যতের জন্য শুভকামনা।’
চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ৩০ জুন থেকে শুরু হবে হামজাদের প্রাক-মৌসুম প্রস্তুতি। নতুন কোচ নিয়োগ দেওয়ার আগপর্যন্ত বাকি কোচিং স্টাফরা অনুশীলনের দেখভাল করবেন।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে