ক্রীড়া ডেস্ক
অনুমিত ছিল নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ পড়বে কঠিন গ্রুপে। হয়েছেও তাই। নিজেদের গ্রুপে বর্তমান ও সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীনকে পেয়ে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচটাও খেলবে শক্তিশালী এই দলের বিপক্ষে।
সিডনির টাউন হলে অনুষ্ঠিত ড্রয়ের শুরুতে নাম তোলা হয় চার নম্বর পট থেকে। প্রথমে ইরানের নাম তুললেও পরেরবার বাংলাদেশের নাম তোলেন ভারতের সহ-অধিনায়ক সঙ্গীতা বাসফোর। বাংলাদেশ অবস্থান হয় ‘বি’ গ্রুপের ৩ নম্বর দল হিসেবে। যেখানে চীন ছাড়াও রয়েছে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
প্রথম ম্যাচে ৩ মার্চ চীনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২০২২ সালে গত আসরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চীন। ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে লড়বেন আফঈদা-ঋতুপর্ণারা। ২০০১,২০০৩ ও ২০০৮ সালে শিরোপা জেতে উত্তর কোরিয়া। ৯ মার্চ গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। উজবেকিস্তান পাঁচবার এশিয়ান কাপে খেললেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি।
ড্র অনুষ্ঠানে ছিলেন না বাংলাদেশের কোনো প্রতিনিধি। সিডনির অপেরা হাউজের সামনে গতকাল ট্রফি নিয়ে ছবি তোলেন ভারত, তাইওয়ান, চীন, উজবেকিস্তান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক অস্ট্রেলিয়ার অধিনায়ক। বাংলাদেশের কোনো প্রতিনিধি না থাকা প্রসঙ্গে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজকের পত্রিকাকে গতকাল বলেন, ‘এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারব না। তবে বাংলাদেশের কোনো প্রতিনিধি থাকছে না।’
১২ দলের এই টুর্নামেন্টে ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্ট শহরে। ১ মার্চ শুরু হবে এশিয়ান কাপ, ফাইনাল ২১ মার্চ। গ্রুপের সেরা দুই দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। পয়েন্ট টেবিলের তিনে থাকলেও সুযোগ আছে। তবে সেক্ষেত্রে তিনে থাকা সেরা দুটি দল উঠবে শেষ আটে।
এই টুর্নামেন্ট থেকেই ২০২৭ ব্রাজিল বিশ্বকাপের সরাসরি ছয়টি দলের নাম চূড়ান্ত হবে। কোয়ার্টার ফাইনালে জেতার পর সেমিফাইনালে যাওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও কেটে রাখবে চার দল। হেরে যাওয়া চার দল দুটি প্লে-ইন ম্যাচে মুখোমুখি হবে। জয়ী দুই দল খেলবে বিশ্বকাপে। হেরে যাওয়া দুই দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে।
জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের টিকিট কাটে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে চমকে দেন আফঈদা-ঋতুপর্ণারা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে গড়েন ইতিহাস। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেন ৭-০ গোলে।
এশিয়ান কাপের গ্রুপ
‘এ’: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন।
‘বি’: উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান।
‘সি’: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে।
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
৩ মার্চ | চীন | ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, সিডনি |
৬ মার্চ | উত্তর কোরিয়া | ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, সিডনি |
৯ মার্চ | উজবেকিস্তান | পার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়াম, পার্থ |
অনুমিত ছিল নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ পড়বে কঠিন গ্রুপে। হয়েছেও তাই। নিজেদের গ্রুপে বর্তমান ও সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীনকে পেয়ে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচটাও খেলবে শক্তিশালী এই দলের বিপক্ষে।
সিডনির টাউন হলে অনুষ্ঠিত ড্রয়ের শুরুতে নাম তোলা হয় চার নম্বর পট থেকে। প্রথমে ইরানের নাম তুললেও পরেরবার বাংলাদেশের নাম তোলেন ভারতের সহ-অধিনায়ক সঙ্গীতা বাসফোর। বাংলাদেশ অবস্থান হয় ‘বি’ গ্রুপের ৩ নম্বর দল হিসেবে। যেখানে চীন ছাড়াও রয়েছে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
প্রথম ম্যাচে ৩ মার্চ চীনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২০২২ সালে গত আসরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চীন। ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে লড়বেন আফঈদা-ঋতুপর্ণারা। ২০০১,২০০৩ ও ২০০৮ সালে শিরোপা জেতে উত্তর কোরিয়া। ৯ মার্চ গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। উজবেকিস্তান পাঁচবার এশিয়ান কাপে খেললেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি।
ড্র অনুষ্ঠানে ছিলেন না বাংলাদেশের কোনো প্রতিনিধি। সিডনির অপেরা হাউজের সামনে গতকাল ট্রফি নিয়ে ছবি তোলেন ভারত, তাইওয়ান, চীন, উজবেকিস্তান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক অস্ট্রেলিয়ার অধিনায়ক। বাংলাদেশের কোনো প্রতিনিধি না থাকা প্রসঙ্গে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজকের পত্রিকাকে গতকাল বলেন, ‘এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারব না। তবে বাংলাদেশের কোনো প্রতিনিধি থাকছে না।’
১২ দলের এই টুর্নামেন্টে ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্ট শহরে। ১ মার্চ শুরু হবে এশিয়ান কাপ, ফাইনাল ২১ মার্চ। গ্রুপের সেরা দুই দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। পয়েন্ট টেবিলের তিনে থাকলেও সুযোগ আছে। তবে সেক্ষেত্রে তিনে থাকা সেরা দুটি দল উঠবে শেষ আটে।
এই টুর্নামেন্ট থেকেই ২০২৭ ব্রাজিল বিশ্বকাপের সরাসরি ছয়টি দলের নাম চূড়ান্ত হবে। কোয়ার্টার ফাইনালে জেতার পর সেমিফাইনালে যাওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও কেটে রাখবে চার দল। হেরে যাওয়া চার দল দুটি প্লে-ইন ম্যাচে মুখোমুখি হবে। জয়ী দুই দল খেলবে বিশ্বকাপে। হেরে যাওয়া দুই দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে।
জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের টিকিট কাটে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে চমকে দেন আফঈদা-ঋতুপর্ণারা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে গড়েন ইতিহাস। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেন ৭-০ গোলে।
এশিয়ান কাপের গ্রুপ
‘এ’: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন।
‘বি’: উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান।
‘সি’: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে।
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
৩ মার্চ | চীন | ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, সিডনি |
৬ মার্চ | উত্তর কোরিয়া | ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, সিডনি |
৯ মার্চ | উজবেকিস্তান | পার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়াম, পার্থ |
৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
৪ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
৪ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
৫ ঘণ্টা আগে৮ মাস ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। সবশেষ ১১ টি-টোয়েন্টিতে নেই ফিফটিও, তাঁর স্ট্রাইকরেট নিয়েও বিভিন্ন সময় সমালোচনা হয়। তরুণদের সঙ্গে বাবরকেও এখন লড়াই করতে হচ্ছে। হাসান নওয়াজ-সাইম আইয়ুবদের আক্রমণাত্মক ব্যাটিং ও হাই স্ট্রাইকরেট বাবরের পজিশনকে নড়বড়েই করে রেখেছে।
৬ ঘণ্টা আগে