রিয়াল মাদ্রিদে গত বছর এসে সাড়া ফেলে দেন জুড বেলিংহাম। প্রথম মৌসুমেই স্প্যানিশ ক্লাবটিতে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো দুটি মেজর শিরোপা। সেই বেলিংহাম এবার চোটে পড়ে ছিটকে গেলেন অনির্দিষ্টকালের জন্য। রিয়াল মাদ্রিদকে নিয়ে সামাজিক মাধ্যমে দিলেন আবেগঘন পোস্ট।
বেলিংহামকে নিয়ে রিয়াল মাদ্রিদ গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আপডেট দিয়েছে। সেখানে জানানো হয়েছে, রিয়ালের মেডিক্যাল টিম বেলিংহামের ডান পাশের প্ল্যান্টারিস মাংসপেশিতে চোটের ব্যাপারটি শনাক্ত করেছে। স্প্যানিশ ক্লাবটি জানানোর কয়েক ঘণ্টা পর নিজের এক্স হ্যান্ডলে মিডফিল্ডার লিখেছেন, ‘খেলা মিস করার মতো আর কিছুকে আমি ঘৃণা করি না। তবে এখানেও ইতিবাচক ব্যাপার দেখতে পাচ্ছি। সম্ভবত আমার শরীর বলছে যে ব্যস্ত এক বছর কাটানোর পর বিশ্রামের দরকার। খুবই হতাশ লাগছে। তবে সতীর্থদের ভক্তের মতো সমর্থন দিয়ে যাব যতক্ষণ না সেরা ফর্মে ফিরছি। যেভাবে সমর্থন দিচ্ছেন এবং আমার জন্য চিন্তা করছেন, আপনাদের সেই বার্তাগুলোর জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা ও হালা মাদ্রিদ।’
ঠিক কত দিনের জন্য বেলিংহাম ছিটকে গেলেন, সে বিষয়ে কিছুই জানায়নি রিয়াল। এএফপি জানিয়েছে, লা লিগায় রিয়াল ভায়োদোলিদ (আগামীকাল), লাস পালমাস (২৯ আগস্ট) ও রিয়াল বেতিসের (১ সেপ্টেম্বর) বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এমনকি সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে নেশনস লিগেও দুই ম্যাচে পাওয়া যাবে না বেলিংহামকে। ডাবলিনে ৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ড এবং লন্ডনে ১০ সেপ্টেম্বর ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
২০২৪-২৫ মৌসুমে রিয়ালের জার্সিতে বেলিংহাম খেলেছেন ২ ম্যাচ। কোনো গোল না করলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৪ সালটা অবশ্য ব্যস্ত সময়ই কাটছে বেলিংহামের। রিয়ালের পাশাপাশি খেলতে হয়েছে ইউরোও। সদ্য সমাপ্ত ইউরোতে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে ইংল্যান্ড। সেই টুর্নামেন্টে করেছেন ২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১ গোলে।
রিয়াল মাদ্রিদে গত বছর এসে সাড়া ফেলে দেন জুড বেলিংহাম। প্রথম মৌসুমেই স্প্যানিশ ক্লাবটিতে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো দুটি মেজর শিরোপা। সেই বেলিংহাম এবার চোটে পড়ে ছিটকে গেলেন অনির্দিষ্টকালের জন্য। রিয়াল মাদ্রিদকে নিয়ে সামাজিক মাধ্যমে দিলেন আবেগঘন পোস্ট।
বেলিংহামকে নিয়ে রিয়াল মাদ্রিদ গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আপডেট দিয়েছে। সেখানে জানানো হয়েছে, রিয়ালের মেডিক্যাল টিম বেলিংহামের ডান পাশের প্ল্যান্টারিস মাংসপেশিতে চোটের ব্যাপারটি শনাক্ত করেছে। স্প্যানিশ ক্লাবটি জানানোর কয়েক ঘণ্টা পর নিজের এক্স হ্যান্ডলে মিডফিল্ডার লিখেছেন, ‘খেলা মিস করার মতো আর কিছুকে আমি ঘৃণা করি না। তবে এখানেও ইতিবাচক ব্যাপার দেখতে পাচ্ছি। সম্ভবত আমার শরীর বলছে যে ব্যস্ত এক বছর কাটানোর পর বিশ্রামের দরকার। খুবই হতাশ লাগছে। তবে সতীর্থদের ভক্তের মতো সমর্থন দিয়ে যাব যতক্ষণ না সেরা ফর্মে ফিরছি। যেভাবে সমর্থন দিচ্ছেন এবং আমার জন্য চিন্তা করছেন, আপনাদের সেই বার্তাগুলোর জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা ও হালা মাদ্রিদ।’
ঠিক কত দিনের জন্য বেলিংহাম ছিটকে গেলেন, সে বিষয়ে কিছুই জানায়নি রিয়াল। এএফপি জানিয়েছে, লা লিগায় রিয়াল ভায়োদোলিদ (আগামীকাল), লাস পালমাস (২৯ আগস্ট) ও রিয়াল বেতিসের (১ সেপ্টেম্বর) বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এমনকি সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে নেশনস লিগেও দুই ম্যাচে পাওয়া যাবে না বেলিংহামকে। ডাবলিনে ৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ড এবং লন্ডনে ১০ সেপ্টেম্বর ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
২০২৪-২৫ মৌসুমে রিয়ালের জার্সিতে বেলিংহাম খেলেছেন ২ ম্যাচ। কোনো গোল না করলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৪ সালটা অবশ্য ব্যস্ত সময়ই কাটছে বেলিংহামের। রিয়ালের পাশাপাশি খেলতে হয়েছে ইউরোও। সদ্য সমাপ্ত ইউরোতে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে ইংল্যান্ড। সেই টুর্নামেন্টে করেছেন ২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১ গোলে।
তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৫ মিনিট আগেখেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। সেটা তাঁর পারফরম্যান্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগস্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে ‘অমাবশ্যার চাঁদ’-এর মতো।
৪ ঘণ্টা আগে