নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফুটসালের যুগে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর মালয়েশিয়ায় শুরু হবে টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে তাদের।
কাজটা যে কঠিন, খোদারাহমি তা বুঝতে পারছেন। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল রাতে আমি প্রথমবারের মতো আপনাদের দেশে আসি। আমার দায়িত্বটা খুবই কঠিন। আজ আমি আপনাদের প্রশ্ন করতে চাই। বাংলাদেশে আপনাদের ফুটসাল স্টেডিয়াম কয়টি, ফুটসালে কতজন কোচ, কতজন রেফারি ও কতজন খেলোয়াড় আছে? আমি মনে করি, আজ আপনাদের দেশে ফুটসাল জন্ম নিয়েছে। আপনাদের সবাইকে অভিনন্দন।’
বাংলাদেশের আগে মিয়ানমারের প্রধান কোচ ছিলেন খোদারাহমি, ‘আপনাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে আমি পাঁচ বছর কাজ করেছি। সেখানেও একই কথা বলেছি। দয়া করে সবাই সমর্থন করবেন। হয়তো আমি কোনো সময় ভুল করব। তবে আমাকে জানাবেন। আমি খুশি হব। আমাকে ভালো বলার দরকার নেই। উন্নতির জন্য সমর্থন করবেন, ধ্বংস করার জন্য নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। ২০২৬ সালকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনা শুরু হচ্ছে।’
বাংলাদেশে ফুটসাল নিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ফুটসালের ভবিষ্যৎ খুব শক্তিশালী। আমি অনুরোধ করছি, সবাই হাতে হাত ধরে কাজ করবেন। কারণ, ফুটসাল এখন শিশু। আর শিশুদের সহায়তা প্রয়োজন।’
বাংলাদেশ ও ইরানের মধ্যে খুব একটা পার্থক্য দেখছেন না খোদারাহমি, ‘এখানে আসার আগে পরিবার সতর্ক করেছিল, বাংলাদেশি খাবার খেতে পারব না। তবে ২৪ ঘণ্টা হলো এখানে আছি, মনে হচ্ছে যেন ইরানেই আছি। আমি আশা করি, আমি আবার ইরানে ফিরে যাব। কিন্তু জানি না, কবে। আমি এখানে ভালো আছি।’
এশিয়ান কাপ বাছাইয়ের জন্য এখনো দল নির্ধারণ করেনি বাংলাদেশ। ৫৩ খেলোয়াড়কে ট্রায়ালে পরখ করে দেখবেন খোদারাহমি। সেই সংখ্যাটা ১৪–তে নামিয়ে আনবেন তিনি।
ফুটসাল কী
ফুটসালে দুই অর্ধে ২০ মিনিট করে মোট ৪০ মিনিট খেলা হয়। মাঝখানে ১০ মিনিটের বিরতি। প্রতি অর্ধে প্রতি দল একবার করে টাইম-আউট (১ মিনিট) নিতে পারে। মাঠে প্রতি দলের হয়ে খেলতে পারেন ৫ খেলোয়াড় (গোলকিপার সহ)। ঘুরিয়ে ফিরিয়ে যেকোনো সময় খেলোয়াড় বদল করা যাবে। সাধারণত খেলাটি হয়ে থাকে ইনডোরে।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফুটসালের যুগে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর মালয়েশিয়ায় শুরু হবে টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে তাদের।
কাজটা যে কঠিন, খোদারাহমি তা বুঝতে পারছেন। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল রাতে আমি প্রথমবারের মতো আপনাদের দেশে আসি। আমার দায়িত্বটা খুবই কঠিন। আজ আমি আপনাদের প্রশ্ন করতে চাই। বাংলাদেশে আপনাদের ফুটসাল স্টেডিয়াম কয়টি, ফুটসালে কতজন কোচ, কতজন রেফারি ও কতজন খেলোয়াড় আছে? আমি মনে করি, আজ আপনাদের দেশে ফুটসাল জন্ম নিয়েছে। আপনাদের সবাইকে অভিনন্দন।’
বাংলাদেশের আগে মিয়ানমারের প্রধান কোচ ছিলেন খোদারাহমি, ‘আপনাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে আমি পাঁচ বছর কাজ করেছি। সেখানেও একই কথা বলেছি। দয়া করে সবাই সমর্থন করবেন। হয়তো আমি কোনো সময় ভুল করব। তবে আমাকে জানাবেন। আমি খুশি হব। আমাকে ভালো বলার দরকার নেই। উন্নতির জন্য সমর্থন করবেন, ধ্বংস করার জন্য নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। ২০২৬ সালকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনা শুরু হচ্ছে।’
বাংলাদেশে ফুটসাল নিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ফুটসালের ভবিষ্যৎ খুব শক্তিশালী। আমি অনুরোধ করছি, সবাই হাতে হাত ধরে কাজ করবেন। কারণ, ফুটসাল এখন শিশু। আর শিশুদের সহায়তা প্রয়োজন।’
বাংলাদেশ ও ইরানের মধ্যে খুব একটা পার্থক্য দেখছেন না খোদারাহমি, ‘এখানে আসার আগে পরিবার সতর্ক করেছিল, বাংলাদেশি খাবার খেতে পারব না। তবে ২৪ ঘণ্টা হলো এখানে আছি, মনে হচ্ছে যেন ইরানেই আছি। আমি আশা করি, আমি আবার ইরানে ফিরে যাব। কিন্তু জানি না, কবে। আমি এখানে ভালো আছি।’
এশিয়ান কাপ বাছাইয়ের জন্য এখনো দল নির্ধারণ করেনি বাংলাদেশ। ৫৩ খেলোয়াড়কে ট্রায়ালে পরখ করে দেখবেন খোদারাহমি। সেই সংখ্যাটা ১৪–তে নামিয়ে আনবেন তিনি।
ফুটসাল কী
ফুটসালে দুই অর্ধে ২০ মিনিট করে মোট ৪০ মিনিট খেলা হয়। মাঝখানে ১০ মিনিটের বিরতি। প্রতি অর্ধে প্রতি দল একবার করে টাইম-আউট (১ মিনিট) নিতে পারে। মাঠে প্রতি দলের হয়ে খেলতে পারেন ৫ খেলোয়াড় (গোলকিপার সহ)। ঘুরিয়ে ফিরিয়ে যেকোনো সময় খেলোয়াড় বদল করা যাবে। সাধারণত খেলাটি হয়ে থাকে ইনডোরে।
সমানে সমানে যুদ্ধ বলতে যা বোঝায়, ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে তা-ই হয়েছে। নারী কোপা আমেরিকার ফাইনালের পরতে পরতে ছিল রোমাঞ্চ। টাইব্রেকারেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সব রোমাঞ্চ ছাপিয়ে অবশেষে ২০২৫ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন ব্রাজিলের নারী ফুটবল দল।
৩২ মিনিট আগেফাইন লেগ দিয়ে বল সীমানা পেরোতেই উল্লাস জেসন হোল্ডারের। শেষ বলে চার মেরে দলকে জেতানোর পর এমন উচ্ছ্বাস থাকাই তো স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজের রুদ্ধশ্বাস জয়ের পর ডাগআউট থেকে এসে হোল্ডারের হাতে তালি দিয়ে উদযাপন করলেন গুড়াকেশ মোতি, রস্টন চেজরাও।
১ ঘণ্টা আগে৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
১২ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
১৩ ঘণ্টা আগে