নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে যাত্রা শুরু করা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই দেশে শুরু হয়েছে নানা পরিবর্তন। বিসিবিতে যেমন বিক্ষোভ, মিছিল হচ্ছে নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে; একই দাবি নিয়ে বাফুফেতেও হাজির হচ্ছেন বিক্ষোভকারীরা। বাফুফেতে টানা ১৬ বছরের সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠলেও তিনি এতে কর্ণপাত করছেন না। তিনি বরং আরেকবার নির্বাচন করতে চান।
পদত্যাগের দাবি উড়িয়ে আজকের পত্রিকাকে সালাউদ্দিন বললেন, ‘আমার অবস্থান পরিষ্কার করেছি, আমি এখন পদত্যাগ করব না। নির্বাচন করব। ২৬ তারিখে (২৬ অক্টোবর) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে যে জিতবে, সে আসবে। আমি যদি এদের কথায় লাফালাফি করি, তাহলে দেশ (বাফুফে) তো নিষিদ্ধ হয়ে যাবে (ফিফা, এএফসি নিষিদ্ধ করতে পারে) ! এখানে হস্তক্ষেপের সুযোগ নেই। ২৬ তারিখ নির্বাচন। এত লাফালাফির তো কিছু নেই। ২৬ তারিখে নির্বাচন করুন। যিনি জিতবেন, তিনি আসবেন’
সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই! দেশের ফুটবলের মানের অবনতির পেছনে বাফুফে সভাপতিকেই সবাই কাঠগড়ায় তোলেন। তবু তিনি কেন আরেকবার নির্বাচন করতে আগ্রহী, সে ব্যাখ্যায় সালাউদ্দিন বলছেন, ‘এবার আগ্রহী এই কারণে, আপনি আমাকে জোর করে নির্বাচন করতে দেবেন না, নির্বাচন করলে বলছেন, মারবেন! আমি বুঝলাম না! আপনিও নির্বাচন করুন, নির্বাচন করে জিতুন। এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত বদলাব না।’
পরিবর্তিত পরিস্থিতিতে বাফুফের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটছে না বলেই জানালেন সালাউদ্দিন। বাফুফে সভাপতি বললেন, ‘সব স্বাভাবিক চলছে। দল যাচ্ছে দেশের বাইরে। আমরা সময় নিয়ে নতুন উপদেষ্টার সঙ্গে দেখা করব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে যাত্রা শুরু করা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই দেশে শুরু হয়েছে নানা পরিবর্তন। বিসিবিতে যেমন বিক্ষোভ, মিছিল হচ্ছে নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে; একই দাবি নিয়ে বাফুফেতেও হাজির হচ্ছেন বিক্ষোভকারীরা। বাফুফেতে টানা ১৬ বছরের সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠলেও তিনি এতে কর্ণপাত করছেন না। তিনি বরং আরেকবার নির্বাচন করতে চান।
পদত্যাগের দাবি উড়িয়ে আজকের পত্রিকাকে সালাউদ্দিন বললেন, ‘আমার অবস্থান পরিষ্কার করেছি, আমি এখন পদত্যাগ করব না। নির্বাচন করব। ২৬ তারিখে (২৬ অক্টোবর) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে যে জিতবে, সে আসবে। আমি যদি এদের কথায় লাফালাফি করি, তাহলে দেশ (বাফুফে) তো নিষিদ্ধ হয়ে যাবে (ফিফা, এএফসি নিষিদ্ধ করতে পারে) ! এখানে হস্তক্ষেপের সুযোগ নেই। ২৬ তারিখ নির্বাচন। এত লাফালাফির তো কিছু নেই। ২৬ তারিখে নির্বাচন করুন। যিনি জিতবেন, তিনি আসবেন’
সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই! দেশের ফুটবলের মানের অবনতির পেছনে বাফুফে সভাপতিকেই সবাই কাঠগড়ায় তোলেন। তবু তিনি কেন আরেকবার নির্বাচন করতে আগ্রহী, সে ব্যাখ্যায় সালাউদ্দিন বলছেন, ‘এবার আগ্রহী এই কারণে, আপনি আমাকে জোর করে নির্বাচন করতে দেবেন না, নির্বাচন করলে বলছেন, মারবেন! আমি বুঝলাম না! আপনিও নির্বাচন করুন, নির্বাচন করে জিতুন। এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত বদলাব না।’
পরিবর্তিত পরিস্থিতিতে বাফুফের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটছে না বলেই জানালেন সালাউদ্দিন। বাফুফে সভাপতি বললেন, ‘সব স্বাভাবিক চলছে। দল যাচ্ছে দেশের বাইরে। আমরা সময় নিয়ে নতুন উপদেষ্টার সঙ্গে দেখা করব।’
খুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। দুই মাস পর এবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটল পাকিস্তান।
১৭ মিনিট আগেবি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১ ঘণ্টা আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২ ঘণ্টা আগে