Ajker Patrika

মেসির অভিষেক হওয়া স্টেডিয়ামেই নতুন মৌসুমে খেলবে বার্সা

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৪: ১৮
মেসির অভিষেক হওয়া স্টেডিয়ামেই নতুন মৌসুমে খেলবে বার্সা

বার্সেলোনার ২০২৩-২৪ মৌসুমের খেলা শুরু হয়ে গেছে। হেতাফের বিপক্ষে গত রোববার লা লিগায় মুখোমুখি হয় বার্সা। স্টেডিয়ামটি ছিল কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়াম, যা বার্সার জন্য অ্যাওয়ে স্টেডিয়াম। আজ স্বাগতিক হিসেবে মৌসুমের প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা। 

লা লিগায় আজ রাতে বার্সেলোনার প্রতিপক্ষ কাদিজ। তবে স্বাগতিক হিসেবে ক্যাম্প ন্যুতে খেলা হচ্ছে না বার্সার। ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে। জাভি হার্নান্দেজের দল এবার স্বাগতিক হিসেবে খেলবে অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে। এই মাঠে বার্সার হয়ে লা লিগায় অভিষেক হয়েছিল লিওনেল মেসির। ২০০৪-এর ১৬ অক্টোবর এসপানিওলের বিপক্ষে সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি। ডেকোর বদলি হিসেবে অভিষেক হয়েছিল মেসির। কাতালান ডার্বিতে এসপানিওলকে ১-০ গোলে হারিয়েছিল বার্সা। 

অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে একসঙ্গে মাঠে বসে খেলা দেখতে পারবেন ৫৪ হাজার ৩৬৭ জন। দর্শক ধারণক্ষমতায় স্পেনের মধ্যে ষষ্ঠ বৃহত্তম আর কাতালোনিয়া এলাকার মধ্যে তা দ্বিতীয় বৃহত্তম। মন্তজুইকে অ্যানেলা অলিম্পিকা পার্কের কাছে অবস্থিত এই স্টেডিয়াম। ব্যক্তিগত গাড়ি নিয়ে খেলা দেখতে গেলে ফিরা গ্র্যান ভিয়া এরিয়ায় পার্ক করতে হবে গাড়ি। পার্কিং এরিয়া ছাড়া অন্য কোথাও গাড়ি পার্ক করতে স্থানীয় পুলিশ অনুমতি দেবে না। স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে হলে টিকিটে ‘অ্যাক্সেস’, ‘পোর্তা’ ও ‘বোকা’—এই লেখাগুলো থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত