Ajker Patrika

‘বিশ্বকাপ জিততে আমরা আত্মবিশ্বাসী আছি’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৪: ৩৪
‘বিশ্বকাপ জিততে আমরা আত্মবিশ্বাসী আছি’

আরও একবার বিশ্বকাপ জয়ের সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি। এবার স্বপ্নভঙ্গ হতে দিতে চান না বলে জানিয়েছেন তিনি। গতকাল ফাইনাল নিশ্চিত হওয়ার পর চ্যাম্পিয়ন হওয়ার কথাই জানালেন আর্জেন্টিনার সুপারস্টার। তাঁর মতে, ‘জানি আমরা কে এবং বিশ্বকাপ জিততে আমরা আত্মবিশ্বাসী আছি।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘জানি না এটা আমার সেরা বিশ্বকাপ কি না। তবে অনেক দিন ধরেই এটা উপভোগ করছি। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে দলকে শেষ পর্যন্ত নিয়ে আসতে পারব। জানি আমরা কী এবং সমর্থকদের আমাদের ওপর বিশ্বাস রাখতে বলব। অনেক বিষয় মনের মধ্যে দিয়ে গেছে। সমর্থক ও পরিবারের মুখে হাসি দেখতে পারাটা দারুণ।’

বিশ্বকাপে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন বলে জানিয়েছেন মেসি। ফাইনালে পৌঁছে বেশ উপভোগ করছেন আর্জেন্টাইন তারকা। তিনি বলেছেন, ‘পুরো বিশ্বকাপ ছিল অবিশ্বাস্য। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। এখন আমরা শেষ ম্যাচে, যা আমরা চেয়েছিলাম। আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আজ কিছু দর্শনীয় মুহূর্ত উপভোগ করছি। আমাদের সমর্থন দেওয়া সমস্ত সমর্থক এবং দেশে থাকা আর্জেন্টাইনদের সঙ্গে এটি উপভোগ করছি। কল্পনা করছি, বিশ্বকাপ জিতলে মুহূর্তটা পাগলাটে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত