ইউরোর শেষ ষোলোর প্রথম ম্যাচে চমকে দিল সুইজারল্যান্ড। বার্লিনের অলিম্পিক পার্কে আজ রাতে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইসরা। নিজেদের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার ইউরোর শেষ আটে জায়গা করে নিল তারা। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেতে পারে ইংল্যান্ড অথবা স্লোভাকিয়াকে।
দুইবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ৩৭ মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। রুবেন ভারগাসের বাড়ানো দারুণ নিচু শটে জাল খুঁজে নেন রেমো ফ্রুয়েলার। বিরতির পর প্রথম মিনিটে ব্যবধানটা বাড়িয়ে নেয় মুরাত ইয়াকিনের শিষ্যরা। মিশেল এবিশারের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে দারুণ শটে বল জালে পাঠান ভারগাস। ইতালি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা লাফিয়ে পড়েও বল আটকাতে পারেননি। বাকি সময় সেই ব্যবধান ধরে রেখে টানা দ্বিতীয়বার ইউরোর শেষ আট নিশ্চিত করে সুইসরা।
শিরোপা ধরে রাখার মিশনে নেমে শেষ ষোলো থেকে বিদায়ে হতাশ দোন্নারুম্মা। ইতালি অধিনায়ক ম্যাচ শেষে বলেছেন, ‘এটা কষ্টের, সত্যিই কষ্টের। আমরা সবাইকে শুধু দুঃখিতই বলতে পারি। আমরা আজ হতাশ করেছি এবং জয় তাদের প্রাপ্য। আমরা সব ম্যাচে অনেক ভুগেছি।’
আর সুইস মিডফিল্ডার ফাবিয়ান রিয়েদার বলেছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা আমার ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল।’
ইউরোর শেষ ষোলোর প্রথম ম্যাচে চমকে দিল সুইজারল্যান্ড। বার্লিনের অলিম্পিক পার্কে আজ রাতে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইসরা। নিজেদের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার ইউরোর শেষ আটে জায়গা করে নিল তারা। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেতে পারে ইংল্যান্ড অথবা স্লোভাকিয়াকে।
দুইবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ৩৭ মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। রুবেন ভারগাসের বাড়ানো দারুণ নিচু শটে জাল খুঁজে নেন রেমো ফ্রুয়েলার। বিরতির পর প্রথম মিনিটে ব্যবধানটা বাড়িয়ে নেয় মুরাত ইয়াকিনের শিষ্যরা। মিশেল এবিশারের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে দারুণ শটে বল জালে পাঠান ভারগাস। ইতালি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা লাফিয়ে পড়েও বল আটকাতে পারেননি। বাকি সময় সেই ব্যবধান ধরে রেখে টানা দ্বিতীয়বার ইউরোর শেষ আট নিশ্চিত করে সুইসরা।
শিরোপা ধরে রাখার মিশনে নেমে শেষ ষোলো থেকে বিদায়ে হতাশ দোন্নারুম্মা। ইতালি অধিনায়ক ম্যাচ শেষে বলেছেন, ‘এটা কষ্টের, সত্যিই কষ্টের। আমরা সবাইকে শুধু দুঃখিতই বলতে পারি। আমরা আজ হতাশ করেছি এবং জয় তাদের প্রাপ্য। আমরা সব ম্যাচে অনেক ভুগেছি।’
আর সুইস মিডফিল্ডার ফাবিয়ান রিয়েদার বলেছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা আমার ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল।’
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে