Ajker Patrika

বিশ্বকাপ জিতলে ৪ কোটি বোনাস পাবেন নয়ার-মুলাররা

বিশ্বকাপ জিতলে ৪ কোটি বোনাস পাবেন নয়ার-মুলাররা

ফুটবলারদের জন্য বিশাল অংকের অর্থপ্রস্তাব ঘোষণা করেছে জার্মান ফুটবল সংস্থা (ডিএফবি)। ২০২২ বিশ্বকাপ জিতলে প্রত্যেক খেলোয়াড়কে চার লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা) করে বোনাস দেবে তারা। রোববার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ডিএফবি।

চ্যাম্পিয়ন না হলেও ফুটবলারদের বোনাস দেওয়া হবে। নতুন চুক্তি অনুযায়ী, কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোলে জার্মান ফুটবলাররা পাবেন ৫০ হাজার ইউরো (৪৯ লাখ টাকা) করে। সেরা আটে গেলে পাবেন ১ লাখ ইউরো করে (৯৮ লাখ টাকা)। সেমিফাইনালে গেলে দেওয়া হবে দেড় লাখ ইউরো করে (১ কোটি ৪৬ লাখ টাকা)। তৃতীয় হলে ফুটবলাররা পাবেন ২ লাখ ইউরো করে (১ কোটি ৯৫ লাখ টাকা)। আর রানার্স আপ হলে দেওয়া হবে আড়াই লাখ ইউরো (২ কোটি ৪৩ লাখ টাকা)। 

ডিএফবি সভাপতি বার্ন নুয়েনডর্ফ বলেছেন, ‘আমরা সুন্দর পরিবেশে সবকিছু বিস্তারিত আলোচনা করেছি। দিনশেষে আমরা সবার জন্য সমাধান বের করেছি।’

২০ নভেম্বর কাতারে শুরু হচ্ছে ২২তম বিশ্বকাপ। আর ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। ‘ই’ গ্রুপে ম্যানুয়েল নয়্যার-টমাস মুলারদের বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে স্পেন ও কোস্টারিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত