Ajker Patrika

ভারতের রক্ষণ ভাঙা কঠিন ছিল, হারের ব্যাখ্যায় বাংলাদেশ কোচ

আপডেট : ০৮ জুন ২০২১, ১৩: ৩০
ভারতের রক্ষণ ভাঙা কঠিন ছিল, হারের ব্যাখ্যায় বাংলাদেশ কোচ

ঢাকা: ভারতের বিপক্ষে আর জয় পাওয়া হয়নি বাংলাদেশের। কাল দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে সেই আক্ষেপ মেটানোর লড়াইয়ে নেমেছিলেন জামাল ভূঁইয়ারা। আক্ষেপটা পূরণ হয়নি। ভারত অধিনায়ক সুনীল ছেত্রির জোড়া গোলে ২-০ গোলে হেরে ১৮ বছরের জয় না পাওয়ার আক্ষেপটা দীর্ঘ হলো বাংলাদেশের।

ম্যাচ শেষে জেমি ডে বলেন, ভারত এমনভাবে খেলেছে যে তাদের রক্ষ ভাঙা অনেক কঠিন ছিল। এ ছাড়া আমরা যে হাফ-চান্সগুলো পেয়েছি, সেগুলোর সদ্ব্যবহার করতে পারিনি। আমরা বল পেয়েছি এবং দ্রুত হারিয়ে ফেলেছি। আমরা হেরেছি আসলে তাদের খেলোয়াড়দের কাছে। ভারতীয় দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে।

অন্যদিকে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীই ম্যাচের পার্থক্য করে দিয়েছেন। বাংলাদেশ এই ভারতের বিপক্ষে তাদের মাটিতে ১-১ গোলে ড্র করেছিল। সেই ভারতের বিপক্ষে  নিরপেক্ষ ভেন্যুতে ২-০ গোলে হার অনকেটা বেমানান।

আগের ম্যাচের তুলনা করে জেমি বলেন, ‘ওই ম্যাচের পাঁচ ফুটবলার এই ম্যাচে নেই। এতে মানের অনেক তারতম্য হয়েছে।’ সাদ, রায়হান, ইয়াসিন খান, রানা, সোহেল রানা এই ম্যাচে ছিলেন না। কিন্তু তাদের অনুপস্থিতির পরও জেমি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আশা দেখিয়ে যাচ্ছিলেন।

১৫ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। প্রথম পর্বে মাসকাটে স্বাগতিক ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

৭ ম্যাচে ২ ড্র ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে বাংলাদেশ। সমান ম্যাচে ১ জয়, ৩ ড্র ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে তৃতীয় স্থানে উঠে এল ভারত। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত