ঢাকা: ভারতের বিপক্ষে আর জয় পাওয়া হয়নি বাংলাদেশের। কাল দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে সেই আক্ষেপ মেটানোর লড়াইয়ে নেমেছিলেন জামাল ভূঁইয়ারা। আক্ষেপটা পূরণ হয়নি। ভারত অধিনায়ক সুনীল ছেত্রির জোড়া গোলে ২-০ গোলে হেরে ১৮ বছরের জয় না পাওয়ার আক্ষেপটা দীর্ঘ হলো বাংলাদেশের।
ম্যাচ শেষে জেমি ডে বলেন, ভারত এমনভাবে খেলেছে যে তাদের রক্ষ ভাঙা অনেক কঠিন ছিল। এ ছাড়া আমরা যে হাফ-চান্সগুলো পেয়েছি, সেগুলোর সদ্ব্যবহার করতে পারিনি। আমরা বল পেয়েছি এবং দ্রুত হারিয়ে ফেলেছি। আমরা হেরেছি আসলে তাদের খেলোয়াড়দের কাছে। ভারতীয় দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে।
অন্যদিকে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীই ম্যাচের পার্থক্য করে দিয়েছেন। বাংলাদেশ এই ভারতের বিপক্ষে তাদের মাটিতে ১-১ গোলে ড্র করেছিল। সেই ভারতের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে ২-০ গোলে হার অনকেটা বেমানান।
আগের ম্যাচের তুলনা করে জেমি বলেন, ‘ওই ম্যাচের পাঁচ ফুটবলার এই ম্যাচে নেই। এতে মানের অনেক তারতম্য হয়েছে।’ সাদ, রায়হান, ইয়াসিন খান, রানা, সোহেল রানা এই ম্যাচে ছিলেন না। কিন্তু তাদের অনুপস্থিতির পরও জেমি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আশা দেখিয়ে যাচ্ছিলেন।
১৫ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। প্রথম পর্বে মাসকাটে স্বাগতিক ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
৭ ম্যাচে ২ ড্র ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে বাংলাদেশ। সমান ম্যাচে ১ জয়, ৩ ড্র ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে তৃতীয় স্থানে উঠে এল ভারত। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার।
ঢাকা: ভারতের বিপক্ষে আর জয় পাওয়া হয়নি বাংলাদেশের। কাল দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে সেই আক্ষেপ মেটানোর লড়াইয়ে নেমেছিলেন জামাল ভূঁইয়ারা। আক্ষেপটা পূরণ হয়নি। ভারত অধিনায়ক সুনীল ছেত্রির জোড়া গোলে ২-০ গোলে হেরে ১৮ বছরের জয় না পাওয়ার আক্ষেপটা দীর্ঘ হলো বাংলাদেশের।
ম্যাচ শেষে জেমি ডে বলেন, ভারত এমনভাবে খেলেছে যে তাদের রক্ষ ভাঙা অনেক কঠিন ছিল। এ ছাড়া আমরা যে হাফ-চান্সগুলো পেয়েছি, সেগুলোর সদ্ব্যবহার করতে পারিনি। আমরা বল পেয়েছি এবং দ্রুত হারিয়ে ফেলেছি। আমরা হেরেছি আসলে তাদের খেলোয়াড়দের কাছে। ভারতীয় দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে।
অন্যদিকে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীই ম্যাচের পার্থক্য করে দিয়েছেন। বাংলাদেশ এই ভারতের বিপক্ষে তাদের মাটিতে ১-১ গোলে ড্র করেছিল। সেই ভারতের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে ২-০ গোলে হার অনকেটা বেমানান।
আগের ম্যাচের তুলনা করে জেমি বলেন, ‘ওই ম্যাচের পাঁচ ফুটবলার এই ম্যাচে নেই। এতে মানের অনেক তারতম্য হয়েছে।’ সাদ, রায়হান, ইয়াসিন খান, রানা, সোহেল রানা এই ম্যাচে ছিলেন না। কিন্তু তাদের অনুপস্থিতির পরও জেমি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আশা দেখিয়ে যাচ্ছিলেন।
১৫ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। প্রথম পর্বে মাসকাটে স্বাগতিক ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
৭ ম্যাচে ২ ড্র ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে বাংলাদেশ। সমান ম্যাচে ১ জয়, ৩ ড্র ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে তৃতীয় স্থানে উঠে এল ভারত। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার।
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১১ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১৩ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১৩ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৫ ঘণ্টা আগে