পুরো সময় খেললে হয়তো হ্যাটট্রিকের সুযোগ পেতেন লুইস সুয়ারেজ। হয় গোলের নয়তো সহায়তার। আজ ইন্টার মায়ামির হয়ে এমনই পারফরম্যান্স করেছেন উরুগুয়ের স্ট্রাইকার। তবে ৬৭ মিনিটে কোচ জেরার্ড মার্তিনো তাঁকে উঠিয়ে নেওয়ায় সেটা আর হয়নি।
সেটার আক্ষেপ থাকলেও থাকতে পারে, তবে আজ তাঁর ও লিওনেল মেসির জোড়া গোলে নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে ৫–০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। অন্য গোলটি করেছেন রবার্ট টেলর। মায়ামির হয়ে আজই প্রথম গোল করেছেন সুয়ারেজ। তাঁর আগে দুই ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি।
মায়ামির হয়ে প্রথম গোল পেতে আজ খুব সময় অপেক্ষা করতে হয়নি সুয়ারেজকে। ম্যাচের চতুর্থ মিনিটেই নিজের এবং দলের প্রথম গোল পান তিনি। জুলিয়ান গ্রেসেলের পাস থেকে পাওয়া চলন্ত বলে দুর্দান্ত এক ফিনিশিং করেছেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার। দ্বিতীয় গোলটি পান ৭ মিনিট পরেই। এবারও তাঁর গোলের সহায়তাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার।
ম্যাচে শুধু জোড়া গোলই করেননি সুয়ারেজ, সমান সহায়তাও করেছেন তিনি। প্রথম সহায়তা করেন ২৯ মিনিটে। তাঁর পাস থেকে দলকে ৩-০ লিড এনে দেন টেলর। আর মায়ামির শেষটা রাঙান মেসি। সর্বশেষ ম্যাচে যোগ করা সময়ে গোল করে দলকে ড্র এনে দেওয়া আর্জেন্টাইন অধিনায়ক ৫৭ ও ৬২ মিনিটে জোড়া গোল করেন। তাঁর প্রথম গোলটি অবশ্য জর্দি আলবার হতে পারত। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার শেষ মুহূর্তে গোল লাইন থেকে বাঁচিয়ে দেন। তখন বিপদ থেকে বাঁচিয়ে দিলেও মেসির গোল করা থামাতে পারেননি অরল্যান্ডের সেই ডিফেন্ডার।
ফিরতি সুযোগ পেয়ে বুক দিয়ে বল নামিয়ে সহজ গোল পেয়ে যান মেসি। আর ৬২ মিনিটে গোলটি আসে দুর্দান্ত এক হেডে। বাঁ প্রান্ত থেকে সুয়ারেজ দারুণ এক ক্রস করলে শুধু মাথাটাই লাগান মেসি। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে পয়েন্ট তালিকার শীর্ষেও মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা।
সুয়ারেজ গোল পাওয়ায় খুশি হয়েছেন মেসি। মায়ামি অধিনায়ক বলেছেন, ‘সে গোল পাওয়ায় আমি খুব খুশি হয়েছি। সে যাই হোক, ম্যাচে আমরা শান্ত ছিলাম। আমরা ভালোভাবেই জানি লুইস কেমন এবং সে কী করতে পারে। আর এটি সবাই জানে।’
পুরো সময় খেললে হয়তো হ্যাটট্রিকের সুযোগ পেতেন লুইস সুয়ারেজ। হয় গোলের নয়তো সহায়তার। আজ ইন্টার মায়ামির হয়ে এমনই পারফরম্যান্স করেছেন উরুগুয়ের স্ট্রাইকার। তবে ৬৭ মিনিটে কোচ জেরার্ড মার্তিনো তাঁকে উঠিয়ে নেওয়ায় সেটা আর হয়নি।
সেটার আক্ষেপ থাকলেও থাকতে পারে, তবে আজ তাঁর ও লিওনেল মেসির জোড়া গোলে নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে ৫–০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। অন্য গোলটি করেছেন রবার্ট টেলর। মায়ামির হয়ে আজই প্রথম গোল করেছেন সুয়ারেজ। তাঁর আগে দুই ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি।
মায়ামির হয়ে প্রথম গোল পেতে আজ খুব সময় অপেক্ষা করতে হয়নি সুয়ারেজকে। ম্যাচের চতুর্থ মিনিটেই নিজের এবং দলের প্রথম গোল পান তিনি। জুলিয়ান গ্রেসেলের পাস থেকে পাওয়া চলন্ত বলে দুর্দান্ত এক ফিনিশিং করেছেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার। দ্বিতীয় গোলটি পান ৭ মিনিট পরেই। এবারও তাঁর গোলের সহায়তাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার।
ম্যাচে শুধু জোড়া গোলই করেননি সুয়ারেজ, সমান সহায়তাও করেছেন তিনি। প্রথম সহায়তা করেন ২৯ মিনিটে। তাঁর পাস থেকে দলকে ৩-০ লিড এনে দেন টেলর। আর মায়ামির শেষটা রাঙান মেসি। সর্বশেষ ম্যাচে যোগ করা সময়ে গোল করে দলকে ড্র এনে দেওয়া আর্জেন্টাইন অধিনায়ক ৫৭ ও ৬২ মিনিটে জোড়া গোল করেন। তাঁর প্রথম গোলটি অবশ্য জর্দি আলবার হতে পারত। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার শেষ মুহূর্তে গোল লাইন থেকে বাঁচিয়ে দেন। তখন বিপদ থেকে বাঁচিয়ে দিলেও মেসির গোল করা থামাতে পারেননি অরল্যান্ডের সেই ডিফেন্ডার।
ফিরতি সুযোগ পেয়ে বুক দিয়ে বল নামিয়ে সহজ গোল পেয়ে যান মেসি। আর ৬২ মিনিটে গোলটি আসে দুর্দান্ত এক হেডে। বাঁ প্রান্ত থেকে সুয়ারেজ দারুণ এক ক্রস করলে শুধু মাথাটাই লাগান মেসি। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে পয়েন্ট তালিকার শীর্ষেও মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা।
সুয়ারেজ গোল পাওয়ায় খুশি হয়েছেন মেসি। মায়ামি অধিনায়ক বলেছেন, ‘সে গোল পাওয়ায় আমি খুব খুশি হয়েছি। সে যাই হোক, ম্যাচে আমরা শান্ত ছিলাম। আমরা ভালোভাবেই জানি লুইস কেমন এবং সে কী করতে পারে। আর এটি সবাই জানে।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে