Ajker Patrika

ভারী বৃষ্টিতে আবার পিছিয়েছে জামালদের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারী বৃষ্টিতে আবার পিছিয়েছে জামালদের ম্যাচ

শ্রীলঙ্কার ভারী বৃষ্টির কবলে পড়েছেন জামাল ভূঁইয়ারা। প্রবল বর্ষণের কারণে চার জাতি টুর্নামেন্টে সিশেলসের সঙ্গে বাংলাদেশের ম্যাচ এক দফা পিছিয়েছে। ম্যাচটি হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। কিন্তু বৃষ্টির কারণে আবারও পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচটি।

বাংলাদেশ সময় ৪.৩০ মিনিটে সিশেলসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের ফুটবলারদের। রাতে মালদ্বীপের মুখোমুখি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার।

বাংলাদেশের ম্যাচ স্থগিত করে এগিয়ে আনা হয়েছে স্বাগতিকদের ম্যাচ। শ্রীলঙ্কা-মালদ্বীপ ম্যাচটি বিকেলে উদ্বোধন করবেন লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

পিছিয়ে যাওয়া বাংলাদেশ-সিশেলস ম্যাচের সম্ভাব্য সময় ধরা হয়েছে আগামীকাল বিকেলে। ম্যাচ না থাকায় আজ বিকেল অনুশীলন করতে পারেন জামাল-তপু বর্মণরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত