আফসোস নয়—এরিক টেন হাগ খুশি পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে জাদোন সানচোর পারফরম্যান্সে। এমন পারফরম্যান্স পেতে ‘উচ্চ মূল্যে’ ইংলিশ উইঙ্গারকে ওল্ড ট্রাফোর্ডে এনেছিলেন জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
গতরাতে হলুদে ছেয়ে যাওয়া সিগনাল ইদুনা পার্কের ৮০ হাজার সমর্থককে পায়ের জাদুতে বুঁদ করে রেখেছিলেন সানচো। কিলিয়ান এমবাপ্পে-ওসমানে দেম্বেলের মতো তারকাদের দর্শক বানিয়ে উইং ধরে একের পর এক আক্রমণ করে গেছেন ২৪ বছর বয়সী তারকা। ভাগ্যিস, পিএসজির রক্ষণভাগে মার্কিনিওসের মতোন অভিজ্ঞ সেনাপতি ছিলেন।
অথচ এ মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সানচো। ২০২১ সালে ম্যানচেস্টার এসে যেন নিজের স্বভাবজাত খেলাটায় ভুলে গিয়েছিলেন। বরুসিয়া ডর্টমুন্ডের পারফরম্যান্স দেখে ৯১ মিলিয়ন ডলারে (প্রায় ১ হাজার কোটি টাকা) তাঁকে কিনেছিল ইউনাইটেড।
কিন্তু টেন হাগের অধীনে ভালো করতে পারেননি সানচো। গত সেপ্টেম্বরে রেড ডেভিলদের প্রথম একাদশেও জায়গা হারান তিনি। সে সময় টেন হাগ বলেছিলেন, সানচো অনুশীলনে তেমন সময় দেন না। কিন্তু ইংলিশ তারকা বলেছিলেন, তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে। এ মৌসুমে আর্সেনালের বিপক্ষে ম্যাচর আগে সানচো অনুশীলনে খারাপ পারফরম্যান্স করেছিলেন দাবি করেন টেন হাগ। তবে ইংলিশ উইঙ্গার সেটি সহ্য না করে জবাব দেন। এরপর থেকে তাঁকে আর রেড ডেভিলদের জার্সিতে দেখা যায়নি।
গত জানুয়ারিতে ওল্ড ট্রাফোর্ড থেকে ধারে সানচো ফেরেন ডর্টমুন্ডে। কোচ এডিন টারজিচের অধীনে নিজেকে ফিরেও পান। আর তার প্রতিদান দিয়ে তার সেরাটা দেখালেন গতরাতে। তটস্থ করে রাখলেন পিএসজির রক্ষণভাগ। ডর্টমুন্ডে ফিরেই পুরোনো রূপে ফেরা সানচো কেন টেন হাগের অধীনে নিজেকে মেলে ধরতে পারেননি, সে আলোচনায় হচ্ছে এখন সর্বত্র। অনেকে এ নিয়ে ডাচ কোচের সমালোচনা করছেন। তবে টেন হাগ খুশি পুরোনো শিষ্যকে ফর্মে ফিরতে দেখে। তিনি বলেছেন, ‘কেন তাকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছিল সেটি গতকাল সে (সানচো) দেখিয়েছে। আমি খুশি। জাদোন গতকাল যে পারফরম্যান্স দেখিয়েছে তার জন্য আমি খুশি এবং দেখি ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে।’
টেন হাগের অধীনে এ মৌসুমেও খালি হাতে থাকতে হচ্ছে ইউনাইটেডকে। এমনকি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও জায়গা হচ্ছে না তাদের। সানচোর ভবিষ্যতের অপেক্ষায় থাকলেও ওল্ড ট্রাফোর্ডে তাঁ ভবিষ্যৎটাও এখন অনিশ্চিত। তবে এখনো ইউনাইটেড নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে টেন হাগের, ‘যত দিন আমি এখানে করেছি, প্রতি গ্রীষ্মে, প্রতি উইন্ডোতে, আমি মনে করি ২০০ খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে আগ্রহ দেখায়।’
আফসোস নয়—এরিক টেন হাগ খুশি পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে জাদোন সানচোর পারফরম্যান্সে। এমন পারফরম্যান্স পেতে ‘উচ্চ মূল্যে’ ইংলিশ উইঙ্গারকে ওল্ড ট্রাফোর্ডে এনেছিলেন জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
গতরাতে হলুদে ছেয়ে যাওয়া সিগনাল ইদুনা পার্কের ৮০ হাজার সমর্থককে পায়ের জাদুতে বুঁদ করে রেখেছিলেন সানচো। কিলিয়ান এমবাপ্পে-ওসমানে দেম্বেলের মতো তারকাদের দর্শক বানিয়ে উইং ধরে একের পর এক আক্রমণ করে গেছেন ২৪ বছর বয়সী তারকা। ভাগ্যিস, পিএসজির রক্ষণভাগে মার্কিনিওসের মতোন অভিজ্ঞ সেনাপতি ছিলেন।
অথচ এ মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সানচো। ২০২১ সালে ম্যানচেস্টার এসে যেন নিজের স্বভাবজাত খেলাটায় ভুলে গিয়েছিলেন। বরুসিয়া ডর্টমুন্ডের পারফরম্যান্স দেখে ৯১ মিলিয়ন ডলারে (প্রায় ১ হাজার কোটি টাকা) তাঁকে কিনেছিল ইউনাইটেড।
কিন্তু টেন হাগের অধীনে ভালো করতে পারেননি সানচো। গত সেপ্টেম্বরে রেড ডেভিলদের প্রথম একাদশেও জায়গা হারান তিনি। সে সময় টেন হাগ বলেছিলেন, সানচো অনুশীলনে তেমন সময় দেন না। কিন্তু ইংলিশ তারকা বলেছিলেন, তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে। এ মৌসুমে আর্সেনালের বিপক্ষে ম্যাচর আগে সানচো অনুশীলনে খারাপ পারফরম্যান্স করেছিলেন দাবি করেন টেন হাগ। তবে ইংলিশ উইঙ্গার সেটি সহ্য না করে জবাব দেন। এরপর থেকে তাঁকে আর রেড ডেভিলদের জার্সিতে দেখা যায়নি।
গত জানুয়ারিতে ওল্ড ট্রাফোর্ড থেকে ধারে সানচো ফেরেন ডর্টমুন্ডে। কোচ এডিন টারজিচের অধীনে নিজেকে ফিরেও পান। আর তার প্রতিদান দিয়ে তার সেরাটা দেখালেন গতরাতে। তটস্থ করে রাখলেন পিএসজির রক্ষণভাগ। ডর্টমুন্ডে ফিরেই পুরোনো রূপে ফেরা সানচো কেন টেন হাগের অধীনে নিজেকে মেলে ধরতে পারেননি, সে আলোচনায় হচ্ছে এখন সর্বত্র। অনেকে এ নিয়ে ডাচ কোচের সমালোচনা করছেন। তবে টেন হাগ খুশি পুরোনো শিষ্যকে ফর্মে ফিরতে দেখে। তিনি বলেছেন, ‘কেন তাকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছিল সেটি গতকাল সে (সানচো) দেখিয়েছে। আমি খুশি। জাদোন গতকাল যে পারফরম্যান্স দেখিয়েছে তার জন্য আমি খুশি এবং দেখি ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে।’
টেন হাগের অধীনে এ মৌসুমেও খালি হাতে থাকতে হচ্ছে ইউনাইটেডকে। এমনকি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও জায়গা হচ্ছে না তাদের। সানচোর ভবিষ্যতের অপেক্ষায় থাকলেও ওল্ড ট্রাফোর্ডে তাঁ ভবিষ্যৎটাও এখন অনিশ্চিত। তবে এখনো ইউনাইটেড নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে টেন হাগের, ‘যত দিন আমি এখানে করেছি, প্রতি গ্রীষ্মে, প্রতি উইন্ডোতে, আমি মনে করি ২০০ খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে আগ্রহ দেখায়।’
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৯ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৯ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১১ ঘণ্টা আগে